পাকো আলকাসের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাকো আলকাসের
Ukr-Spain2015 (12) - копия.jpg
স্পেন জাতীয় দলের হয়ে ২০১৫ সালে আলকাসের
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফ্রান্সিসকো আলকাসের গার্সিয়া
জন্ম (1993-08-30) ৩০ আগস্ট ১৯৯৩ (বয়স ২৯)
জন্ম স্থান তোরেন্ত, স্পেন
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট   ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বরুসিয়া ডর্টমুন্ড
(বার্সেলোনা হতে ধারে)
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯৩-২০০৩ মন্তে-সিওন
২০০৩-০৫ তোরেন্ত
২০০৫-০৯ ভালেনসিয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯-১২ ভালেনসিয়া বি ৬৪ (৪২)
২০১০-১৬ ভালেনসিয়া ৯২ (৩০)
২০১২-১৩হেতাফে (ধারে) ২০ (৩)
২০১৬– বার্সেলোনা ৩৭ (১০)
২০১৮–বরুসিয়া ডর্টমুন্ড(ধারে) (০)
জাতীয় দল
২০০৯ স্পেন অনূর্ধ্ব-১৬ (০)
২০০৯-১০ স্পেন অনূর্ধ্ব-১৭ ১১ (১৪)
২০১১ স্পেন অনূর্ধ্ব-১৮ (৫)
২০১১-১২ স্পেন অনূর্ধ্ব-১৯ ১৬ (৭)
২০১৩ স্পেন অনূর্ধ্ব-২০ (৩)
২০১৩ স্পেন অনূর্ধ্ব-২১ (০)
২০১৪– স্পেন ১৩ (৬)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫ মে ২০১৬ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

ফ্রান্সিসকো "পাকো" আলকাসের গার্সিয়া (জন্ম: ৩০ অগাস্ট ১৯৯৩) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডর হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন। তার ফুটবল খেলার হাতেখড়ি হয় স্পেনের মন্তে-সিওন, তোরেন্ত ও ভালেনসিয়ার একাডেমীতে। ২০০৯ সালে তিনি ভালেনসিয়া বি দলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে তার ভালেনসিয়া মূল দলে অভিষেক হয়। ২০১২-১৩ মৌসুম তিনি ধারে হেতাফেতে খেলেন। ২০১৩-১৪ মৌসুম থেকে তিনি ভালেনসিয়া দলে নিয়মিত হন। ২০১৬ সালে বার্সেলোনা তাকে ৩ কোটি ইউরোর বিনিময়ে কিনে নেয়।

আলকাসের স্পেন অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিনি দুইবার ২০১১ ও ২০১২ সালে ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ জয় করেন। পাশাপাশি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২০১০ ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। ২০১৪ সালে মেসিডোনিয়ার বিপক্ষে তার স্পেন দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়।

পরিসংখ্যান[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

৩০ অগাস্ট ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
ভালেনসিয়া ২০১০-১১
২০১১-১২
২০১৩-১৪ ২৩ ১১ ৩৭ ১৪
২০১৪-১৫ ৩২ ১১ ৩৬ ১৪
২০১৫-১৬ ৩৪ ১৩ ৪০ ১৫
২০১৬-১৭
মোট ৯৩ ৩০ ১১ ২০ ১২৪ ৪৩
হেতাফে (ধারে) ২০১২-১৩ ২১ ২৪
বার্সেলোনা ২০১৬-১৭
মোট
সর্বমোট ১১৪ ৩৩ ১৪ ২০ 0 0 ১৪৮ ৪৭

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৭ মার্চ ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।
স্পেন
বছর উপস্থিতি গোল
২০১৪
২০১৫
২০১৬
মোট ১৩

অর্জন[সম্পাদনা]

স্পেন অনূর্ধ্ব-১৯
  • ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: ২০১১, ২০১২

তথ্যসূত্র[সম্পাদনা]