বিষয়বস্তুতে চলুন

ইয়াসপার সিলেসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়াসপার সিলেসেন
২০১৫ সালের মার্চে আয়াক্স এ থাকাকালীন সিলেসেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইয়াসপার সিলেসেন
জন্ম (1989-04-22) ২২ এপ্রিল ১৯৮৯ (বয়স ৩৫)
জন্ম স্থান নেইমিয়েহেন, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্সেলোনা
জার্সি নম্বর ১৩
যুব পর্যায়
১৯৯৬-২০০১ দে ত্রেফার্স
২০০১-১০ এনইসি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০-১১ এনইসি ৩৪ (০)
২০১১-১৬ আয়াক্স ১০১ (০)
২০১৩-১৪ ইয়নি আয়াক্স (০)
২০১৬–২০১৯ বার্সেলোনা (০)
২০১৯– ভালেনসিয়া (০)
জাতীয় দল
২০১৩– নেদারল্যান্ডস ৫০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৪ জুন ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ইয়াসপার সিলেসেন (জন্মঃ ২২ মার্চ ১৯৮৯) লা লীগার দল ভালেনসিয়ানেদারল্যান্ডস জাতীয় দল এর হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

তার ফুটবলের হাতেখড়ি হয় নেদারল্যান্ডের ক্লাব প্রথমে দে ত্রেফার্স ও পরে এনইসি এর একাডেমীতে। তার পেশাদার জীবন শুরু হয় এনইসি এর হয়ে ২০১০ সালে। ২০১১ সালে তিনি নেদারল্যান্ডের আয়াক্স ক্লাবে যোগ দেন। ২০১৬ সালের অগাস্টে তিনি ১ কোটি ৩০ লক্ষ ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন। তিন মৌসুম বার্সেলোনায় দ্বিতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে কাটানোর পর ২০১৯ সালে সিলেসেন ৩ কোটি ৫০ লক্ষ ইউরোর বিনিময়ে আরেক স্পেনীয় ক্লাব ভালেনসিয়াইয় যোগদান করেন।

২০১১ সালে তিনি নেদারল্যান্ডস জাতীয় দল এ ডাক পান। ২০১৩ সালে ইন্দোনেশিয়ার বিপক্ষে তার জাতীয় দলে অভিষেক হয়।

ক্যারিয়ার পরিসংখ্যান

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
২৫ মে ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।[][]
ক্লাব মৌসুম লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
এনইসি ২০১০-১১ ৩১ ৩২
২০১১-১২
মোট ৩৪ ৩৫
আয়াক্স ২০১১-১২
২০১২-১৩ ১১
২০১৩-১৪ ২৫ ৩৩
২০১৪-১৫ ৩২ ১০ ৪২
২০১৫-১৬ ৩৩ ১০ ৪৪
২০১৬-১৭
মোট ১০১ ১০ ৩১ ১৪১
ইয়নি আয়াক্স ২০১৩-১৪
২০১৪-১৫
মোট
বার্সেলোনা ২০১৬-১৭ ১০
২০১৭-১৮ ১১
২০১৮-১৯ ১১
মোট ২৪ ৩২
সর্বমোট ১৪৪ ৩৫ ৩৫ ২১৪

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৯ জুন ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।[][][]
জাতীয় দল সাল উপস্থিতি গোল
নেদারল্যান্ড
২০১৩
২০১৪ ১৬
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
২০১৯
মোট ৫০

অর্জন

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
আয়াক্স
  • এরেদিভিসিয়ে (৩): ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪
  • ইয়োহান ক্রুইফ শিল্ড (১): ২০১৩
বার্সেলোনা

আন্তর্জাতিক

[সম্পাদনা]
নেদারল্যান্ডস

ব্যক্তিগত

[সম্পাদনা]
  • গেল্ডারল্যান্ট বর্ষসেরা খেলোয়াড়ঃ ২০১১
  • জিলেট বর্ষসেরা খেলোয়াড়ঃ ২০১৪
  • আয়াক্স বর্ষসেরা খেলোয়াড়ঃ ২০১৫, ২০১৬

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Netherlands – J. Cillessen – Profile with news, career statistics and history – Soccerway"soccerway.com 
  2. "Jasper Cillessen"espnfc.com 
  3. "Jasper Cillessen Voetbal International profile"। Voetbal International। ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৬ 
  4. "Speler: Jasper Cillessen"onsoranje.nl 
  5. "Jasper Cillessen"। European Football। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬