রাঞ্ঝনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাঞ্ঝনা
প্রেক্ষাগৃহে মুক্তি পোস্টার
পরিচালকআনন্দ এল. রাই
প্রযোজকক্রিসিকা লুল্লা[১]
চিত্রনাট্যকারহিমাংশু শর্মা
কাহিনিকারহিমাংশু শর্মা
শ্রেষ্ঠাংশেধনুশ
সোনম কাপুর
অভয় দেওল
সুরকারএ আর রহমান
চিত্রগ্রাহকনটরঞ্জন সুবরানিয়াম
বিশাল সিনহা
সম্পাদকহেমাল কোথারী
প্রযোজনা
কোম্পানি
কালার ইয়েলো পিকচার
পরিবেশকইরস ইন্টারন্যাশনাল
মুক্তি
  • ২১ জুন ২০১৩ (2013-06-21)
(হিন্দি)
  • ২৮ জুন ২০১৩ (2013-06-28)
(তামিল)[২]
স্থিতিকাল১৪০ মিনিট
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৩৫০ মিলিয়ন (US$ ৪.২৮ মিলিয়ন)
আয় ১.২ বিলিয়ন (US$ ১৪.৬৭ মিলিয়ন)[৩]

রঞ্জনা (বাংলা: প্রিয়তমা) হলো ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি রোমান্টিক ড্রামা চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছিলেন আনন্দ লাল রায় এবং চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা। ছবিটি ইরোস ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মাণ করেছেন কৃষ্ণা লুল্লা। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন ধনুষ, সোনম কাপুর এবং অভয় দেওল। তামিল নায়ক ধনুষ এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মত বলিউডে আত্মপ্রকাশ করেন। ২১শে জুন ২০১৩ তে ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পায় এবং এক সপ্তাহ পর এর তামিল সংষ্করণ আম্বিকাপাথি মুক্তি দেওয়া হয়। তামিল সংষ্করণের জন্য সংলাপ লিখেছিলেন জন মাহেন্দ্র।

ছবির আবহসঙ্গীত ও সঙ্গীত পরিচালনায় ছিলেন এ আর রহমান| সঙ্গীত রচনা করেছেন ইরশাদ কামিল (হিন্দি) ও বৈরামুথু (তামিল)।

মুক্তির এক সপ্তাহের মাঝেই ছবিটির আয় নিজ দেশ ভারতে ৩৪.৯ কোটি রুপিতে পৌছায় এবং বক্স অফিস ভারতের কাছ থেকে ব্যবসাসফল ছবির স্বীকৃতি পায়। প্রথম চার সপ্তাহে ছবিটি বিশ্বব্যাপী ৭০ কোটি রুপি আয় করে।

কাহিনী[সম্পাদনা]

অভিনয়ে[সম্পাদনা]

নির্মাণ[সম্পাদনা]

প্রস্তুতি[সম্পাদনা]

২০১১ সালে সোনাক্ষী সিনহা ও শহীদ কাপুরকে জয়া ও কুন্দন চরিত্রের জন্য বাছাই করা হয়েছিল; কিন্তু প্রভুদেবার পরবর্তী আর...রাজকুমার ছবিতে চুক্তিবদ্ধ হওয়ায় তারা সেই ছবির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে ।পরবর্তীতে ২০১২ সালের জানুয়ারিতে তামিল নায়ক ধনুষকে কুন্দন চরিত্রের জন্য রাজি করানো হয়। ২০১২ সালের মার্চ মাসে সোনম কাপুর জয়া(Zoya) চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হন এবং বিশেষ একটি চরিত্রে অভয় দেওলকে চুক্তিবদ্ধ করা হয়। ছবিটির কোরিওগ্রাফার অরবিন্দ কাউর মূল চরিত্রদ্বয়ের কিশোর ও তরুণ উভয় বয়স ফুটিয়ে তোলার উপযোগী হবে সেদিকটিও লক্ষ্য রেখে নায়ক নায়িকা নির্বাচন করেন। এছাড়া শুটিং শুরুর পূর্বে সোনম কাপুরকে নিয়ে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

চলচ্চিত্রায়ণ[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

মুক্তি[সম্পাদনা]

সমালোচকদের সাড়া[সম্পাদনা]

বক্স অফিস[সম্পাদনা]

পুরস্কার এবং মনোনয়ন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dibyojyoti Baksi। "Jaya Bachchan's performance in Guddi inspired me: Sonam Kapoor"Hindustan Times। ২৪ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৩ 
  2. "'Ambikapathy' release postponed"Sify। ১৪ জুন ২০১৩। ১৯ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৩ 
  3. "Dhanush makes his mark in Bollywood"Times of India। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]