হেন্ডারসন ব্রায়ান
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | হেন্ডারসন রিকার্ডো ব্রায়ান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | স্যামন্ডস, সেন্ট লুসি, বার্বাডোস | ১৭ মার্চ ১৯৭০||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৯২) | ১১ এপ্রিল ১৯৯৯ বনাম অস্ট্রেলিয়া | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৮ সেপ্টেম্বর ১৯৯৯ বনাম পাকিস্তান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৪ - ২০০২ | বার্বাডোস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৭ - ১৯৯৮ | গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৬ এপ্রিল ২০২০ |
হেন্ডারসন রিকার্ডো হেন্ডি ব্রায়ান (ইংরেজি: Henderson Bryan; জন্ম: ১৭ মার্চ, ১৯৭০) সেন্ট লুসির স্যামন্ডস এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে বার্বাডোস ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন হেন্ডি ব্রায়ান নামে পরিচিত হেন্ডারসন ব্রায়ান।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
[সম্পাদনা]১৯৯৪-৯৫ মৌসুম থেকে ২০০০-০১ মৌসুম পর্যন্ত হেন্ডারসন ব্রায়ানের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ঘরোয়া পর্যায়ের আসরে বার্বাডোস ও গ্রিকুয়াল্যান্ড ওয়েস্টের পক্ষে খেলেছেন। ১৯৯৫ সালে ব্রিজটাউনে গায়ানার বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে হেন্ডারসন ব্রায়ানের।
আন্তর্জাতিক ক্রিকেট
[সম্পাদনা]সমগ্র খেলোয়াড়ী জীবনে পনেরোটি ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন হেন্ডারসন ব্রায়ান। ১১ এপ্রিল, ১৯৯৯ তারিখে কিংস্টনে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ১৮ সেপ্টেম্বর, ১৯৯৯ তারিখে টরন্টোয় পাকিস্তান দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি। তাকে কোন টেস্টে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।
কিংস্টনের আর্নোস ভেল গ্রাউন্ডে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ঘটা ওডিআইয়ে শূন্য রানে বিদেয় নিতে হয় তাকে। তাসত্ত্বেও, ঐ খেলায় ১০-১-২৪-৪ বোলিং পরিসংখ্যান গড়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেছিলেন হেন্ডারসন ব্রায়ান। খেলায় তার দল ৪৪ রানে জয়লাভ করেছিল।[১] এ পরিসংখ্যানটি পরবর্তীকালে তার সেরা ওডিআই বোলিং পরিসংখ্যান হিসেবে চিত্রিত হয়। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ক্রিকেট বিশ্বকাপে অংশ নেন।
ওডিআইয়ে ম্যান অব দ্য ম্যাচ
[সম্পাদনা]ক্রমিক | প্রতিপক্ষ | মাঠ | তারিখ | অবদান | ফলাফল |
---|---|---|---|---|---|
১ | অস্ট্রেলিয়া | আর্নোস ভেল গ্রাউন্ড, কিংস্টন | ১১ এপ্রিল, ১৯৯৯ | ০ (৩ বল); ১০-১-২৪-৪ | ওয়েস্ট ইন্ডিজ ৪৪ রানে বিজয়ী। |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "1998-1999 West Indies v Australia - 1st Match - Kingstown, St. Vincent"। HowStat। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৬।
আরও দেখুন
[সম্পাদনা]- রল্ফ গ্র্যান্ট
- রবার্ট হেন্ডারসন
- ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ দলসমূহ
- প্রথম-শ্রেণীর ক্রিকেট দলসমূহের বর্তমান তালিকা
- ওয়েস্ট ইন্ডিয়ান একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে হেন্ডারসন ব্রায়ান (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে হেন্ডারসন ব্রায়ান (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)