বিষয়বস্তুতে চলুন

হাঙ্গেরি

স্থানাঙ্ক: ৪৭° উত্তর ১৯° পূর্ব / ৪৭° উত্তর ১৯° পূর্ব / 47; 19
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হাঙ্গেরী থেকে পুনর্নির্দেশিত)
হাঙ্গেরি

Magyarország
হাঙ্গেরির জাতীয় পতাকা
পতাকা
হাঙ্গেরির জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় মর্যাদাবাহী নকশা
নীতিবাক্য: <>Historically Regnum Mariae Patrona Hungariae (Latin)
"Kingdom of Mary the Patroness of Hungary"
জাতীয় সঙ্গীত: Himnusz ("Isten, áldd meg a magyart")
"Hymn" ("God, bless the Hungarians")
 হাঙ্গেরি-এর অবস্থান (কমলা) – Europe-এ (তামাটে & সাদা) – the European Union-এ (তামাটে)  –  [ব্যাখ্যা]
 হাঙ্গেরি-এর অবস্থান (কমলা)

– Europe-এ (তামাটে & সাদা)
– the European Union-এ (তামাটে)  –  [ব্যাখ্যা]

রাজধানী
ও বৃহত্তম নগরী বা বসতি
বুদাপেস্ট
সরকারি ভাষাহাঙ্গেরীয় ভাষা
সরকারসংসদীয় গণতন্ত্র
• President
জানোস আদের
ভিক্টর অরবান
Foundation
• হাঙ্গেরী রাজতন্ত্র
২৫ ডিসেম্বর ১০০০
আয়তন
• মোট
৯৩,০৩০ কিমি (৩৫,৯২০ মা) (১০৯ তম)
• পানি (%)
০.৭৪%
জনসংখ্যা
• ২০০৭ আনুমানিক
১০,০৬,৪০০ [] (৭৯ তম)
• ২০০১ আদমশুমারি
১০,১৯৮,৩১৫
জিডিপি (পিপিপি)২০০৭ আনুমানিক
• মোট
$২০৮.১৫৭ বিলিয়ন[] (৪৮ তম)
• মাথাপিছু
$২০,৭০০ [] (৩৯ তম)
জিনি (২০০২)২৪.৯৬
নিম্ন · ৩য়
মানব উন্নয়ন সূচক (২০০৪)০.৮৯৬
অতি উচ্চ · ৩৫ তম
মুদ্রাForint (HUF)
সময় অঞ্চলইউটিসি+১ (CET)
• গ্রীষ্মকালীন (ডিএসটি)
ইউটিসি+২ (CEST)
কলিং কোড৩৬
ইন্টারনেট টিএলডি.hu1
  1. Also .eu as part of the European Union.
হাঙ্গেরি কিংডম, ১৯৪১-৪৪

হাঙ্গেরি (হাঙ্গেরীয় ভাষায়: Magyarország মজরোর্সাগ্‌ আ-ধ্ব-ব: [ˈmɒɟɒrorsaːg]) বা হাঙ্গেরীয় প্রজাতন্ত্র (Magyar Köztársaság মজর্‌ ক্যোস্তার্শশাগ্‌) মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতান্ত্রিক রাষ্ট্র। হাঙ্গেরির অধিকাংশ এলাকা দানিউব উপত্যকা তথা হাঙ্গেরীয় সমভূমিতে অবস্থিত। এই সমতলভূমির ভেতর দিয়ে দানিউব নদী প্রবাহিত হয়েছে। হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহর বুদাপেস্ট দানিউব নদীর উভয় তীরে অবস্থিত। শহরটি পূর্ব মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র। হাঙ্গেরির বর্তমান সীমানা প্রথম বিশ্বযুদ্ধের পর ত্রিয়াননের চুক্তিতে ১৯২০ সালে নির্ধারিত হয়।

হাঙ্গেরির জনগণ নিজেদেরকে "মজর" (Magyar) নামে ডাকে। মজরেরা ছিল এশিয়া থেকে আগত যাযাবর গোষ্ঠী। ৯ম শতাব্দীর শেষভাগে আরপাদের নেতৃত্বে মজরেরা দানিউব ও তিসা নদীর মধ্যবর্তী সমভূমি জয় করে, যা বর্তমান হাঙ্গেরীয় সমভূমির মধ্যভাগ। ১১শ শতকের শুরুর দিকেই মজরেরা রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয় এবং খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হয়। হাঙ্গেরির প্রথম রাজা ছিলেন প্রথম স্টিফেন (১০০০ খ্রিষ্টাব্দ)। ১০৮৩ সালে তাকে সাধু ঘোষণা করা হয়।

১৪শ শতকে বিদেশী শাসকেরা হাঙ্গেরি জয় করে। ১৪শ ও ১৫শ শতক ধরে বিভিন্ন ইউরোপীয় রাজবংশ হাঙ্গেরি শাসন করে। এরপর ১৬শ ও ১৭শ শতকে দেশটির অধিকাংশ ছিল উসমানীয় সাম্রাজ্যের দখলে। এসময় দেশটির পশ্চিমের কিয়দংশ অস্ট্রিয়ার হাব্‌সবুর্গ রাজবংশ নিয়ন্ত্রণ করত। ১৭শ শতকের শেষভাগে এসে হাব্‌সবুর্গেরা প্রায় সমস্ত হাঙ্গেরি দখলে নিতে সক্ষম হয়। হাঙ্গেরীয়রা ১৮৪৮ সালে হাব্‌সবুর্গদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, কিন্তু তা দমন করা হয়। ১৮৬৭ সালে দুই পক্ষ সন্ধিচুক্তির মাধ্যমে একটি দ্বৈত সাম্রাজ্য গঠন করে, যার নাম দেয়া হয় অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪-১৯১৮) পর অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য বিলীন হয়ে যায় এবং হাঙ্গেরি পূর্ণ স্বাধীনতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরিতে সাম্যবাদী সরকার ক্ষমতা দখল করে এবং দেশটি সোভিয়েত-অনুগত দেশগুলির কাতারে যোগ দেয়। ১৯৯০ সালের নির্বাচনের পর একটি অ-সাম্যবাদী সরকার ক্ষমতায় আসে।

ইতিহাস

[সম্পাদনা]

রাজনীতি

[সম্পাদনা]

প্রশাসনিক অঞ্চলসমূহ

[সম্পাদনা]

ভূগোল

[সম্পাদনা]

অর্থনীতি

[সম্পাদনা]

কৃষি সম্পদ

[সম্পাদনা]

দেশটিতে ৬৫ লাখ ১১ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। কৃষিপণ্যের মধ্যে আছে: গম, রাই, যব, ভুট্টা, আলু, সূর্যমুখী বীজ প্রভৃতি।

বনজ সম্পদ

[সম্পাদনা]

১৬ লাখ ৭০ হাজার হেক্টর এলাকা জুড়ে বনাঞ্চল রয়েছে।

মৎস্য সম্পদ

[সম্পাদনা]

বছরে গড়ে প্রায় ৩৮,৯৭৬ টন মাছ আহরণ করা হয়।

শিল্প ও বাণিজ্য

[সম্পাদনা]

হাঙ্গেরি মোটামুটি সমৃদ্ধ দেশ। শিল্পসমূহের মধ্যে আছে লৌহ ও ইস্পাত শিল্প, সিমেন্ট কারখানা, সার কারখানা, চিনি শিল্প, রাসানিক শিল্প, চামড়া শিল্প প্রভৃতি। দেশের অর্থনৈতিক অবস্থা বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল। হাঙ্গেরিতে তেল ও গ্যাস ছাড়া অন্যান্য খনিজ দ্রব্যের মধ্য আছে কয়লা, লিগনাইট, বক্সাইট প্রভৃতি।

জনসংখ্যা

[সম্পাদনা]

সংস্কৃতি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]