বিষয়বস্তুতে চলুন

হাঙ্গেরির পর্যটন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাঙ্গেরির পর্যটন
হাঙ্গেরির মানচিত্র
হাঙ্গেরির মানচিত্র
সময় অঞ্চলমধ্য ইউরোপীয় সময় (ইউটিসি+1)
এলাকা কোড+ 36
ওয়েবসাইটদাপ্তরিক পর্যটন ওয়েবসাইট

সাম্যবাদের পতনের পর হাঙ্গেরির পর্যটন শিল্পের দ্রুত বিকাশ ঘটে।[] পর্যটন খাত হাঙ্গেরির বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। বুদাপেশ্‌ৎ শহর পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল[] এবং এটি ইউরোপের সবচেয়ে সুন্দর শহরগুলির একটি হিসেবে বিখ্যাত। নৌকাভ্রমণ, মাছ ধরা বা সাঁতার কাটার জন্য বালাতন হ্রদ একটি জনপ্রিয় গন্তব্যস্থল। হাঙ্গেরির বিভিন্ন শহরে বহু স্থান রয়েছে, যেগুলি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে আকর্ষণীয়। বুদাপেশ্‌ৎ শহরে প্রতি বছর বসন্তে সঙ্গীত ও নাট্য উৎসবের আয়োজন করা হয়। মূলত ইউরোপের অন্যান্য দেশ থেকেই লোকজন বেড়াতে আসে; এদের মধ্যে অস্ট্রিয়া, জার্মানিস্লোভাকিয়া থেকে সবচেয়ে বেশি লোক বেড়াতে আসে। বেশির ভাগ পর্যটক গাড়িতে করে বেড়াতে আসে এবং অল্প দিন থেকে চলে যায়। এপ্রিল থেকে অক্টোবর মাস হল পর্যটন মৌসুম; জুলাই ও আগস্ট মাসে সবচেয়ে বেশি লোকসমাগম হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Hudman, Lloyd E.; Eva H. Essa; Richard H. Jackson (২০০২)। Geography of Travel & Tourism। Thomson Delmar Learning। পৃষ্ঠা 284–285। আইএসবিএন 0-7668-3256-2। ২০১২-১১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৫ 
  2. Hall, Derek R. (২০০৪)। Tourism and Transition: Governance, Transformation and Development। CABI Publishing। পৃষ্ঠা 74। আইএসবিএন 0-85199-748-1