স্বরূপ দামোদর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বরূপ দামোদর বা স্বরূপ দামোদর পুরুষোত্তম আচার্য ছিলেন একজন গৌড়ীয় বৈষ্ণব সাধক এবং চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সহযোগী। তিনি নবদ্বীপে বাস করতেন। তিনি সর্বদা চৈতন্যের সাথে থাকতেন।

পুরুষোত্তম আচার্য সন্ন্যাসীর পোশাক গ্রহণ করেননি, কেবল শিখা এবং পবিত্র সুতো ত্যাগ করেছিলেন। তার নাম হয় স্বরূপ। এরপর তাঁর সন্ন্যাস - গুরুর আদেশ গ্রহণ করে পুরুষোত্তম আচার্য জগন্নাথ পুরীতে যান। এ সময় চৈতন্যের সঙ্গে তার পুনরায় দেখা হয়।[১] স্বরূপ দামোদর ছিলেন ব্রজ মণ্ডল ধামের ললিতা সখীর অবতার। নবদীপ লীলায় ললিতা সখী স্বরূপ দামোদর গোস্বামী রূপে আবির্ভূত হন। স্বরূপ দামোদর সর্বদা ভগবানের নিকট থাকতেন। ভগবান যে মেজাজেই থাকুক না কেন, স্বরূপ দামোদর ভগবানের অভ্যন্তরীণ অনুভূতিকে বৃদ্ধির উদ্দেশ্যে কীর্তন করতেন।যে সময়ে স্বরূপ দামোদর পুরীতে আসেন, সেই সময়েই শ্রী রামানন্দ রায় বিদ্যানগর থেকে আসেন। শ্রী রামানন্দ রায় মহান কবি ছিলেন এবং খুব মার্জিত শৈলীতে সবকিছু ব্যাখ্যা করতে পারতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গোদাবরী নদী তীরে দক্ষিণ ভারতের রামানন্দ রায়ের নিকট থেকে ভক্তিতত্ত্ব, প্রেমতত্ত্ব, রাধাকৃষ্ণ তত্ত্ব, রস তত্ত্ব এবং অন্যান্য বিষয়ের বহু মূল্যবান ও গোপন কথা শ্রবণ করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]