সাঁউ তুমি ও প্রিন্সিপি জাতীয় ফুটবল দল
ডাকনাম | ফালকন ও তোতার দল | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | সাঁউ তুমীয় ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | আদ্রিয়ানো এউসেবিও | ||
অধিনায়ক | লুইস লেয়ান আনজোস | ||
সর্বাধিক ম্যাচ | জোয়াজিফেল সোয়ারেস (২৭) | ||
শীর্ষ গোলদাতা | লুইস লেয়ান আনজোস (৬) | ||
মাঠ | ১২ই জুলাই জাতীয় স্টেডিয়াম | ||
ফিফা কোড | STP | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৮৩ ![]() | ||
সর্বোচ্চ | ১১৫ (মার্চ ২০১২) | ||
সর্বনিম্ন | ২০০ (সেপ্টেম্বর–অক্টোবর ২০০৭) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৮০ ![]() | ||
সর্বোচ্চ | ১৬৬ (জুন ১৯৭৬) | ||
সর্বনিম্ন | ১৯৪ (আগস্ট ১৯৯৮) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (গ্যাবন; ২ মে ১৯৭৬) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (লিব্রেভিল, গ্যাবন; ১৪ নভেম্বর ১৯৯৯) ![]() ![]() (সাঁউ তুমি, সাঁউ তুমি ও প্রিন্সিপি; ৮ এপ্রিল ২০০০) ![]() ![]() (বেলে ভুয়ে হারেল, মরিশাস; ৯ অক্টোবর ২০১৯) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (গ্যাবন; ৭ জুলাই ১৯৭৬) |
সাঁউ তুমি ও প্রিন্সিপি জাতীয় ফুটবল দল (ইংরেজি: São Tomé and Príncipe national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সাঁউ তুমি ও প্রিন্সিপির প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সাঁউ তুমি ও প্রিন্সিপির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাঁউ তুমীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৮৫ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[৩] ১৯৭৬ সালের ২রা মে তারিখে, সাঁউ তুমি ও প্রিন্সিপি প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; গ্যাবনে অনুষ্ঠিত উক্ত ম্যাচে সাঁউ তুমি ও প্রিন্সিপি গ্যাবনের কাছে ৬–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
৭,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ১২ই জুলাই জাতীয় স্টেডিয়ামে ফালকন ও তোতার দল নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সাঁউ তুমি ও প্রিন্সিপির রাজধানী সাঁউ তুমিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আদ্রিয়ানো এউসেবিও এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিহুয়ানার আক্রমণভাগের খেলোয়াড় লুইস লেয়ান আনজোস।
সাঁউ তুমি ও প্রিন্সিপি এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সেও সাঁউ তুমি ও প্রিন্সিপি এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।
জোয়াজিফেল সোয়ারেস, জে ভারেলা, হুয়ারি কারদোসো, লুইস লেয়ান আনজোস এবং হাইর নুনেসের মতো খেলোয়াড়গণ সাঁউ তুমি ও প্রিন্সিপির জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং[সম্পাদনা]
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১২ সালের মার্চ মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাঁউ তুমি ও প্রিন্সিপি তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১১৫তম) অর্জন করে এবং ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ২০০তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সাঁউ তুমি ও প্রিন্সিপির সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৬৬তম (যা তারা ১৯৭৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৯৪। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৮১ | ![]() |
![]() |
৯৩১.৯৮ |
১৮২ | ![]() |
![]() |
৯২২.১ |
১৮৩ | ![]() |
![]() |
৯১৭.৬২ |
১৮৪ | ![]() |
![]() |
৯১৬.৭২ |
১৮৫ | ![]() |
![]() |
৯১৪.৬৬ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৭৮ | ![]() |
![]() |
১১০৭ |
১৭৯ | ![]() |
![]() |
১০৯২ |
১৮০ | ![]() |
![]() |
১০৮৭ |
১৮১ | ![]() |
![]() |
১০৮৪ |
১৮২ | ![]() |
![]() |
১০৭৫ |
প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() | ||||||||||||||||
![]() |
প্রত্যাহার | প্রত্যাহার | ||||||||||||||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
![]() ![]() |
উত্তীর্ণ হয়নি | ২ | ১ | ০ | ১ | ২ | ৪ | |||||||||
![]() |
২ | ০ | ০ | ২ | ০ | ৯ | ||||||||||
![]() |
প্রত্যাহার | প্রত্যাহার | ||||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ১ | ১ | ১ | ৬ | |||||||||
![]() |
২ | ১ | ০ | ১ | ১ | ৩ | ||||||||||
![]() |
অনির্ধারিত | অনির্ধারিত | ||||||||||||||
মোট | ০/২২ | ৮ | ২ | ১ | ৫ | ৪ | ২২ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ "BBC Sport − São Tomé e Príncipe rocket up Fifa rankings"। bbc.co.uk। BBC। ৭ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৩।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (পর্তুগিজ)
- ফিফা-এ সাঁউ তুমি ও প্রিন্সিপি জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ সাঁউ তুমি ও প্রিন্সিপি জাতীয় ফুটবল দল (ইংরেজি)