গ্যাবন জাতীয় ফুটবল দল
![]() | |||
ডাকনাম | লেস পান্থেরেস (প্যান্থার) লেস ব্রেসিলিয়েন্স (ব্রাজিলীয়) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | গাবোনীয় ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | পাত্রিস এভো | ||
অধিনায়ক | পিয়ের এমেরিক অবামেয়াং | ||
সর্বাধিক ম্যাচ | দিদিয়ের অভোনো (১১২) | ||
শীর্ষ গোলদাতা | পিয়ের এমেরিক অবামেয়াং (২৬) | ||
মাঠ | ওমর বাঙ্গো স্টেডিয়াম | ||
ফিফা কোড | GAB | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৮১ ![]() | ||
সর্বোচ্চ | ৩০ (জুলাই ২০০৯) | ||
সর্বনিম্ন | ১২৫ (এপ্রিল–মে ২০০৩) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৮৯ ![]() | ||
সর্বোচ্চ | ৬৩ (নভেম্বর ১৯৯৬) | ||
সর্বনিম্ন | ১২৩ (জুন ২০০৪) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (মাদাগাস্কার; ১৩ এপ্রিল ১৯৬০) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (লিব্রেভিল, গ্যাবন; ২ এপ্রিল ১৯৯৫) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (আবিজান, কোত দিভোয়ার; ২৬ ডিসেম্বর ১৯৬১) ![]() ![]() (রাবাত, মরক্কো; ১৫ নভেম্বর ২০০৬) | |||
আফ্রিকা কাপ অফ নেশন্স | |||
অংশগ্রহণ | ৭ (১৯৯৪-এ প্রথম) | ||
সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (১৯৯৬, ২০১২) |
গ্যাবন জাতীয় ফুটবল দল (ফরাসি: Équipe nationale de football du Gabon, ইংরেজি: Gabon national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে গ্যাবনের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম গ্যাবনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা গাবোনীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৮ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[৩] ১৯৬০ সালের ১৩ই এপ্রিল তারিখে, গ্যাবন প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মাদাগাস্কারে অনুষ্ঠিত উক্ত ম্যাচে গ্যাবন আপার ভোল্টার কাছে ৫–৪ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
৪১,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ওমর বাঙ্গো স্টেডিয়ামে লেস পান্থেরেস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় গ্যাবনের রাজধানী লিব্রেভিলে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পাত্রিস এভো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আর্সেনালের মধ্যমাঠের খেলোয়াড় পিয়ের এমেরিক অবামেয়াং।
গ্যাবন এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে গ্যাবন এপর্যন্ত ৭ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৯৬ এবং ২০১২আফ্রিকা কাপ অফ নেশন্সের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো।
দিদিয়ের অভোনো, পিয়ের এমেরিক অবামেয়াং, ব্রুনো একুয়েলে মাঙ্গা, মালিক এভুনা এবং দানিয়েল কুসিনের মতো খেলোয়াড়গণ গ্যাবনের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং[সম্পাদনা]
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০০৯ সালের জুলাই মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে গ্যাবন তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৩০তম) অর্জন করে এবং ২০০৩ সালের এপ্রিল মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১২৫তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে গ্যাবনের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৬৩তম (যা তারা ১৯৯৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১২৩। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৭৯ | ![]() |
![]() |
১২৯৮.৩৯ |
৮০ | ![]() |
![]() |
১২৯৩.২১ |
৮১ | ![]() |
![]() |
১২৯০.৬৫ |
৮২ | ![]() |
![]() |
১২৮৯.৪৭ |
৮৩ | ![]() |
![]() |
১২৮৬.৫৫ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৮৭ | ![]() |
![]() |
১৪৭৪ |
৮৮ | ![]() |
![]() |
১৪৬৫ |
৮৯ | ![]() |
![]() |
১৪৫৬ |
৮৯ | ![]() |
![]() |
১৪৫৬ |
৯১ | ![]() |
![]() |
১৪৫৪ |
৯১ | ![]() |
![]() |
১৪৫৪ |
প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
![]() |
ফ্রান্সের অংশ ছিল | ফ্রান্সের অংশ ছিল | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() |
প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() |
প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ৬ | ২ | ০ | ৪ | ৫ | ৯ | ||||||||
![]() |
৪ | ২ | ১ | ১ | ৭ | ৫ | |||||||||
![]() |
৭ | ২ | ১ | ৪ | ৪ | ১১ | |||||||||
![]() ![]() |
২ | ১ | ০ | ১ | ১ | ২ | |||||||||
![]() |
১২ | ৩ | ৫ | ৪ | ১৫ | ১৪ | |||||||||
![]() |
১৬ | ৯ | ০ | ৭ | ২০ | ১৩ | |||||||||
![]() |
৬ | ২ | ১ | ৩ | ৫ | ৬ | |||||||||
![]() |
৮ | ২ | ৩ | ৩ | ৩ | ৮ | |||||||||
![]() |
অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২৩ | ৬১ | ২৩ | ১১ | ২৭ | ৬০ | ৬৮ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ CAF and FIFA, 50 years of African football - the DVD, 2009
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
(ইংরেজি)
- ফিফা-এ গ্যাবন জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ গ্যাবন জাতীয় ফুটবল দল (ইংরেজি)