বিষয়বস্তুতে চলুন

জিব্রাল্টার জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিব্রাল্টার
ডাকনামলস লানিস
অ্যাসোসিয়েশনজিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচহুলিও সেসার রিবাস
অধিনায়করয় চিপোলিনা
সর্বাধিক ম্যাচলিয়াম ওয়াকার (৫০)
শীর্ষ গোলদাতালি কাস্কিয়ারো (৩)
মাঠজিব্রাল্টার ভিক্টোরিয়া স্টেডিয়াম
ফিফা কোডGIB
ওয়েবসাইটwww.gibraltarfa.com
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
তৃতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ২০১ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ১৯০ (অক্টোবর ২০১৮)
সর্বনিম্ন২০৬ (এপ্রিল ২০১৭ – মার্চ ২০১৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৮০ বৃদ্ধি ১ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১৭৪ (মার্চ ২০১১)
সর্বনিম্ন১৮৮ (জুলাই ১৯৯৫)
প্রথম আন্তর্জাতিক খেলা
 জিব্রাল্টার ০–০ স্লোভাকিয়া 
(ফারু, পর্তুগাল; ১৯ নভেম্বর ২০১৩)
বৃহত্তম জয়
 জিব্রাল্টার ১–০ মাল্টা 
(ফারু, পর্তুগাল; ৪ জুন ২০১৪)
 জিব্রাল্টার ১–০ লাতভিয়া 
(জিব্রাল্টার; ২৫ মার্চ ২০১৮)
 আর্মেনিয়া ০–১ জিব্রাল্টার 
(ইয়েরেভান, আর্মেনিয়া; ১৩ অক্টোবর ২০১৮)
 জিব্রাল্টার ২–১ লিশটেনস্টাইন 
(জিব্রাল্টার; ১৬ অক্টোবর ২০১৮)
 জিব্রাল্টার ১–০ সান মারিনো 
(জিব্রাল্টার; ৫ সেপ্টেম্বর ২০২০)
 লিশটেনস্টাইন ০–১ জিব্রাল্টার 
(ফাডুৎস, লিশটেনস্টাইন; ১০ অক্টোবর ২০২০)
বৃহত্তম পরাজয়
 বেলজিয়াম ৯–০ জিব্রাল্টার 
(লিয়েজ, বেলজিয়াম; ৩১ আগস্ট ২০১৭)

জিব্রাল্টার জাতীয় ফুটবল দল (ইংরেজি: Gibraltar national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে জিব্রাল্টারের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম জিব্রাল্টারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ২০১৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ২০১৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ২০১৩ সালের ১৯শে নভেম্বর তারিখে, জিব্রাল্টার প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; পর্তুগালের ফারুতে অনুষ্ঠিত জিব্রাল্টার এবং স্লোভাকিয়ার মধ্যকার উক্ত ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছে।

৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট জিব্রাল্টার ভিক্টোরিয়া স্টেডিয়ামে লস লানিস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় জিব্রাল্টারের ভিক্টোরিয়া স্টেডিয়ামে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হুলিও সেসার রিবাস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিঙ্কন রেড ইম্পসের রক্ষণভাগের খেলোয়াড় রয় চিপোলিনা

জিব্রাল্টার এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও জিব্রাল্টার এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

লিয়াম ওয়াকার, রয় চিপোলিনা, জোসেফ চিপোলিনা, লি কাস্কিয়ারো এবং জ্যাক গোসলিংয়ের মতো খেলোয়াড়গণ জিব্রাল্টারের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৮ সালের অক্টোবর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে জিব্রাল্টার তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৯০তম) অর্জন করে এবং ২০১৭ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২০৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে জিব্রাল্টারের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৭৪তম (যা তারা ২০১১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৮৮। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৯৯অপরিবর্তিত  সেশেলস৮৪৫.৫৩
২০০অপরিবর্তিত  পূর্ব তিমুর৮৪৩.৪
২০১অপরিবর্তিত  জিব্রাল্টার৮৪০.৮
২০২অপরিবর্তিত  বাহামা দ্বীপপুঞ্জ৮৩৫.৮১
২০৩অপরিবর্তিত  লিশটেনস্টাইন৮৩৩.০১
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৭৮বৃদ্ধি  সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ১০৭৮
১৭৯হ্রাস  আফগানিস্তান১০৭৩
১৮০বৃদ্ধি  জিব্রাল্টার১০৫৮
১৮০হ্রাস  বেলিজ১০৫৮
১৮২হ্রাস  সাঁউ তুমি ও প্রিন্সিপি১০৫৭

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০ফিফার সদস্য ছিল নাফিফার সদস্য ছিল না
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪
ফ্রান্স ১৯৯৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২
জার্মানি ২০০৬
দক্ষিণ আফ্রিকা ২০১০
ব্রাজিল ২০১৪
রাশিয়া ২০১৮উত্তীর্ণ হয়নি১০১০৪৭
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১১০১০৪৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]