লোগান কাপ
লোগান কাপ | |
---|---|
দেশ | জিম্বাবুয়ে |
খেলার ধরন | প্রথম-শ্রেণী |
প্রথম টুর্নামেন্ট | ১৯০৩-০৪ ১৯৯৩-৯৪ থেকে প্রথম-শ্রেণী |
শেষ টুর্নামেন্ট | ২০১৭-১৮ |
পরবর্তী টুর্নামেন্ট | ২০১৮-১৯ |
দলের সংখ্যা | ৫ |
বর্তমান চ্যাম্পিয়ন | মাউন্টেনিয়ার্স |
সর্বাধিক সফল | ম্যাশোনাল্যান্ড (৯ শিরোপা) |
২০১৮-১৯ লোগান কাপ |
লোগান কাপ (ইংরেজি: Logan Cup) জিম্বাবুয়ের প্রধান ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ। মাউন্টেনিয়ার্স দল এ প্রতিযোগিতার বর্তমান শিরোপাধারী দল।
ইতিহাস
[সম্পাদনা]আগস্ট, ১৮৯০ সালে ঐ সময়ে রোডেশিয়ায় ফোর্ট ভিক্টোরিয়ার কাছাকাছি প্রথম ক্রিকেট খেলা আয়োজনের কথা নথিভূক্ত করা হয়। এরপর পরবর্তী দশ বছরের মধ্যে আরও নিয়মিতভাবে খেলা আয়োজন হতে থাকে। সলসবারি ও বুলাওয়ের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ খেলা হিসেবে পরিগণিত হয়। ১৯০৩ সালে জেমস ডগলাস লোগান রোডেশিয়ার ক্রিকেট দলগুলোকে প্রতিযোগিতার জন্যে একটি ট্রফি প্রদান করেন। তার নামানুসরণে লোগান কাপ রাখা হয়।[১]
১৯০৪-০৫ মৌসুমে দক্ষিণ আফ্রিকান কারি কাপে রোডেশিয়া দল প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে। ১৯২৯-৩০ মৌসুম থেকে ১৯৭৮-৭৯ মৌসুম পর্যন্ত খেলে।[২]
প্রথম-শ্রেণীর ক্রিকেট
[সম্পাদনা]১৯৯২ সালে জিম্বাবুয়ে দলের টেস্ট মর্যাদাপ্রাপ্তির সাথে সাথে লোগান কাপও প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে। প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ১৯৯৩-৯৪ মৌসুমে লোগান কাপ অনুষ্ঠিত হয়। ম্যাশোনাল্যান্ড অনূর্ধ্ব-২৪ দল উদ্বোধনী মৌসুমের শিরোপা জয় করে। ১৯৬০-এর দশকের শেষ দিক থেকে হারারের প্রতিনিধিত্বকারী ম্যাশোনাল্যান্ড দল ঐতিহাসিকভাবেই শক্তিধর দল হিসেবে পরিচিত ছিল। ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে বারো আসরের মধ্যে নয়টি প্রতিযোগিতার শিরোপা পায়।[৩] ২০০৫-০৬ মৌসুমে জিম্বাবুয়ীয় ক্রিকেটের অভ্যন্তরীণ কোন্দল ও দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি।[৩] ২০০৬-০৭ মৌসুমে নতুন অঞ্চল গঠন করে নবরূপে প্রতিযোগিতার সূচনা ঘটে। ঐ মৌসুমে কেনিয়া দলকে অংশগ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়। তবে, শুরুতে প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর রাখলেও শেষদিকে অবস্থান করে।
বিশেষ প্রাধিকারপ্রাপ্ত যুগ
[সম্পাদনা]২০০৯-১০ মৌসুমে আবারও নবরূপে আয়োজন করা হয়। এ পর্যায়ে পাঁচটি বিশেষ প্রাধিকারপ্রাপ্ত দল - ম্যাশোনাল্যান্ড ঈগলস, মাতাবেলেল্যান্ড তুস্কার্স, মিড ওয়েস্ট রাইনোজ, মাউন্টেনিয়ার্স ও সাউদার্ন রকস খেলে। ২০১৩-১৪ মৌসুমের পর পাঁচটি দলের মধ্যে সর্বাপেক্ষা দূর্বলতম দল হিসেবে সাউদার্ন রকস নাম প্রত্যাহার করে নেয়। এরফলে, ২০১৪-১৫ মৌসুম থেকে ২০১৬-১৭ মৌসুম পর্যন্ত চারটি দল অংশ নেয়। ২০১৭-১৮ মৌসুমে তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া রাইজিং স্টার্সের অন্তর্ভূক্তির ফলে দলের সংখ্যা পাঁচে পৌঁছে।
চ্যাম্পিয়ন
[সম্পাদনা]নিচের তালিকায় লোগান কাপ প্রতিযোগিতার প্রথম-শ্রেণীর যুগের শিরোপাধারী দলকে দেখানো হলো।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ward, John। "A brief history of Zimbabwe cricket"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "First-Class Matches played by Rhodesia"। CricketArchive। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭।
- ↑ ক খ "The Logan Cup / Zimbabwe domestic cricket"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "Logan Cup: Mountaineers clinch 2016/17 championship"। Wisden India। ৯ মে ২০১৭। ১০ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭।
- ↑ "Mountaineers retain Logan Cup"। 3-Mob। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
- ↑ "Mountaineers retain Logan Cup"। The Herald। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯।