বিষয়বস্তুতে চলুন

লোগান কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লোগান কাপ
দেশজিম্বাবুয়ে জিম্বাবুয়ে
খেলার ধরনপ্রথম-শ্রেণী
প্রথম টুর্নামেন্ট১৯০৩-০৪
১৯৯৩-৯৪ থেকে প্রথম-শ্রেণী
শেষ টুর্নামেন্ট২০১৭-১৮
পরবর্তী টুর্নামেন্ট২০১৮-১৯
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়নমাউন্টেনিয়ার্স
সর্বাধিক সফলম্যাশোনাল্যান্ড (৯ শিরোপা)
২০১৮-১৯ লোগান কাপ

লোগান কাপ (ইংরেজি: Logan Cup) জিম্বাবুয়ের প্রধান ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ। মাউন্টেনিয়ার্স দল এ প্রতিযোগিতার বর্তমান শিরোপাধারী দল।

ইতিহাস

[সম্পাদনা]

আগস্ট, ১৮৯০ সালে ঐ সময়ে রোডেশিয়ায় ফোর্ট ভিক্টোরিয়ার কাছাকাছি প্রথম ক্রিকেট খেলা আয়োজনের কথা নথিভূক্ত করা হয়। এরপর পরবর্তী দশ বছরের মধ্যে আরও নিয়মিতভাবে খেলা আয়োজন হতে থাকে। সলসবারি ও বুলাওয়ের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ খেলা হিসেবে পরিগণিত হয়। ১৯০৩ সালে জেমস ডগলাস লোগান রোডেশিয়ার ক্রিকেট দলগুলোকে প্রতিযোগিতার জন্যে একটি ট্রফি প্রদান করেন। তার নামানুসরণে লোগান কাপ রাখা হয়।[]

১৯০৪-০৫ মৌসুমে দক্ষিণ আফ্রিকান কারি কাপে রোডেশিয়া দল প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে। ১৯২৯-৩০ মৌসুম থেকে ১৯৭৮-৭৯ মৌসুম পর্যন্ত খেলে।[]

প্রথম-শ্রেণীর ক্রিকেট

[সম্পাদনা]

১৯৯২ সালে জিম্বাবুয়ে দলের টেস্ট মর্যাদাপ্রাপ্তির সাথে সাথে লোগান কাপও প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে। প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ১৯৯৩-৯৪ মৌসুমে লোগান কাপ অনুষ্ঠিত হয়। ম্যাশোনাল্যান্ড অনূর্ধ্ব-২৪ দল উদ্বোধনী মৌসুমের শিরোপা জয় করে। ১৯৬০-এর দশকের শেষ দিক থেকে হারারের প্রতিনিধিত্বকারী ম্যাশোনাল্যান্ড দল ঐতিহাসিকভাবেই শক্তিধর দল হিসেবে পরিচিত ছিল। ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে বারো আসরের মধ্যে নয়টি প্রতিযোগিতার শিরোপা পায়।[] ২০০৫-০৬ মৌসুমে জিম্বাবুয়ীয় ক্রিকেটের অভ্যন্তরীণ কোন্দল ও দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি।[] ২০০৬-০৭ মৌসুমে নতুন অঞ্চল গঠন করে নবরূপে প্রতিযোগিতার সূচনা ঘটে। ঐ মৌসুমে কেনিয়া দলকে অংশগ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়। তবে, শুরুতে প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর রাখলেও শেষদিকে অবস্থান করে।

বিশেষ প্রাধিকারপ্রাপ্ত যুগ

[সম্পাদনা]

২০০৯-১০ মৌসুমে আবারও নবরূপে আয়োজন করা হয়। এ পর্যায়ে পাঁচটি বিশেষ প্রাধিকারপ্রাপ্ত দল - ম্যাশোনাল্যান্ড ঈগলস, মাতাবেলেল্যান্ড তুস্কার্স, মিড ওয়েস্ট রাইনোজ, মাউন্টেনিয়ার্স ও সাউদার্ন রকস খেলে। ২০১৩-১৪ মৌসুমের পর পাঁচটি দলের মধ্যে সর্বাপেক্ষা দূর্বলতম দল হিসেবে সাউদার্ন রকস নাম প্রত্যাহার করে নেয়। এরফলে, ২০১৪-১৫ মৌসুম থেকে ২০১৬-১৭ মৌসুম পর্যন্ত চারটি দল অংশ নেয়। ২০১৭-১৮ মৌসুমে তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া রাইজিং স্টার্সের অন্তর্ভূক্তির ফলে দলের সংখ্যা পাঁচে পৌঁছে।

চ্যাম্পিয়ন

[সম্পাদনা]

নিচের তালিকায় লোগান কাপ প্রতিযোগিতার প্রথম-শ্রেণীর যুগের শিরোপাধারী দলকে দেখানো হলো।

মৌসুম বিজয়ী (শিরোপা সংখ্যা) রানার্স-আপ শীর্ষ রান সংগ্রাহক (ক্লাব) রান শীর্ষ উইকেট সংগ্রাহক (ক্লাব) উইকেট
১৯৯৩-৯৪ ম্যাশোনাল্যান্ড অনূর্ধ্ব-২৪ (১) মাতাবেলেল্যান্ড ওয়েন জেমস (মাতাবেলেল্যান্ড) ৩৮৬ জন রেনি (মাতাবেলেল্যান্ড) ২০
১৯৯৪-৯৫ ম্যাশোনাল্যান্ড (১) ম্যাশোনাল্যান্ড অনূর্ধ্ব-২৪ গ্রান্ট ফ্লাওয়ার (ম্যাশোনাল্যান্ড অনূর্ধ্ব-২৪) ৩৬৮ ম্যালকম জার্ভিস (ম্যাশোনাল্যান্ড) ১৯
১৯৯৫-৯৬ মাতাবেলেল্যান্ড (১) ম্যাশোনাল্যান্ড কান্ট্রি ডিস্ট্রিক্টস ডেভিড হটন (ম্যাশোনাল্যান্ড) ৩৪৮ ব্রায়ান স্ট্র্যাং (ম্যাশোনাল্যান্ড কান্ট্রি ডিস্ট্রিক্টস) ২৫
১৯৯৬-৯৭ ম্যাশোনাল্যান্ড (২) মাতাবেলেল্যান্ড গ্রান্ট ফ্লাওয়ার (ম্যাশোনাল্যান্ড) ৩০৮ পল স্ট্র্যাং (ম্যাশোনাল্যান্ড) ১৪
১৯৯৭-৯৮ ম্যাশোনাল্যান্ড (৩) মাতাবেলেল্যান্ড, ম্যাশোনাল্যান্ড এ অ্যান্ডি ফ্লাওয়ার (ম্যাশোনাল্যান্ড) ৩১৭ জন রেনি (মাতাবেলেল্যান্ড) ১২
১৯৯৮-৯৯ মাতাবেলেল্যান্ড (২) ম্যাশোনাল্যান্ড, ম্যাশোনাল্যান্ড এ গাই হুইটল (মাতাবেলেল্যান্ড) ২৬৮ অ্যান্ড্রু হুইটল (মাতাবেলেল্যান্ড)
১৯৯৯-২০০০ ম্যাশোনাল্যান্ড (৪) মনিকাল্যান্ড নীল ফেরেইরা (মনিকাল্যান্ড) ৫০১ গাস ম্যাকে (ম্যাশোনাল্যান্ড) ১৮
২০০০-০১ ম্যাশোনাল্যান্ড (৫) ম্যাশোনাল্যান্ড এ ডগি মারিলিয়ার (মিডল্যান্ডস) ৫০১ ইয়ান এঞ্জেলব্রেস্ট (মাতাবেলেল্যান্ড) ২৫
২০০১-০২ ম্যাশোনাল্যান্ড (৬) মিডল্যান্ডস ক্রেগ ইভান্স (ম্যাশোনাল্যান্ড) ৬৮৪ রে প্রাইস (মিডল্যান্ডস) ৩১
২০০২-০৩ ম্যাশোনাল্যান্ড (৭) মাতাবেলেল্যান্ড মার্ক ভার্মুলেন (মাতাবেলেল্যান্ড) ৬২৫ গেভিন ইউইং (মাতাবেলেল্যান্ড) ২৮
২০০৩-০৪ ম্যাশোনাল্যান্ড (৮) মাতাবেলেল্যান্ড গ্রিগরি স্ট্রাইডম (মাতাবেলেল্যান্ড) ৬৮১ তাতেন্দা তাইবু (ম্যাশোনাল্যান্ড) ২০
২০০৪-০৫ ম্যাশোনাল্যান্ড (৯) মনিকাল্যান্ড ব্রেন্ডন টেলর (ম্যাশোনাল্যান্ড) ৬৪২ গ্রেইম ক্রিমার (ম্যাশোনাল্যান্ড) ২৭
২০০৫-০৬ অনুষ্ঠিত হয়নি
২০০৬-০৭ ইস্টার্নস (১) ওয়েস্টার্নস টিনোটেন্ডা ময়ুয়ু (ইস্টার্নস) ৫৬৮ কিথ দাবেঙ্গা (ওয়েস্টার্নস) ৩৩
২০০৭-০৮ নর্দান্স (১) ইস্টার্নস হ্যামিল্টন মাসাকাদজা (ইস্টার্নস) ৩৭১ ব্রাইটন মাগোচি (সেন্ট্রালস) ২৪
২০০৮-০৯ ইস্টার্নস (২) নর্দান্স ম্যালকম ওয়ালার (সেন্ট্রালস) ৫০৩ প্রসপার উতসেয়া (ইস্টার্নস) ৩০
২০০৯-১০ ম্যাশোনাল্যান্ড ঈগলস (১) মিড ওয়েস্ট রাইনোজ ভুসি সিবান্দা (মিড ওয়েস্ট রাইনোজ) ১২৮৭ গ্রেইম ক্রিমার (মিড ওয়েস্ট রাইনোজ) ৫৯
২০১০-১১ মাতাবেলেল্যান্ড তুস্কার্স (১) মাউন্টেনিয়ার্স হ্যামিল্টন মাসাকাদজা (মাউন্টেনিয়ার্স) ৮৫২ টেন্ডাই চাতারা (মাউন্টেনিয়ার্স) ৫৫
২০১১-১২ মাতাবেলেল্যান্ড তুস্কার্স (২) ম্যাশোনাল্যান্ড ঈগলস গ্যারি ব্যালেন্স (মিড ওয়েস্ট রাইনোজ) ১০৯৩ গ্লেন কার্ল (মাতাবেলেল্যান্ড তুস্কার্স) ৪৫
২০১২-১৩ মাতাবেলেল্যান্ড তুস্কার্স (৩) মাউন্টেনিয়ার্স রিচমন্ড মুতুম্বামি (সাউদার্ন রকস) ৬৮৬ এড রেইন্সফোর্ড (মিড ওয়েস্ট রাইনোজ) ৩৮
২০১৩-১৪ মাউন্টেনিয়ার্স (১) ম্যাশোনাল্যান্ড ঈগলস রেজিস চাকাভা (ম্যাশোনাল্যান্ড ঈগলস) ৫৮৮ ডোনাল্ড তিরিপানো (মাউন্টেনিয়ার্স)
জন নিয়ুম্বু (মাতাবেলেল্যান্ড তুস্কার্স)
৩৪
২০১৪-১৫ মাতাবেলেল্যান্ড তুস্কার্স (৪) মিড ওয়েস্ট রাইনোজ টিনোটেন্ডা মুতুম্বোজি (ম্যাশোনাল্যান্ড ঈগলস) ৬৩০ ব্রাডলি ওয়াডলান (মিড ওয়েস্ট রাইনোজ) ৩৯
২০১৫-১৬ ম্যাশোনাল্যান্ড ঈগলস (২) মাতাবেলেল্যান্ড তুস্কার্স ক্রেগ আরভিন (মাতাবেলেল্যান্ড তুস্কার্স) ৪৭৭ শিঙ্গি মাসাকাদজা (মাউন্টেনিয়ার্স) ২৫
২০১৬-১৭ মাউন্টেনিয়ার্স (২)[] মিড ওয়েস্ট রাইনোজ কেভিন কাসুজা (মাউন্টেনিয়ার্স) ৪৪৬ নাতসাই মুশাঙউই (মাউন্টেনিয়ার্স) ২৪
২০১৭-১৮ মাউন্টেনিয়ার্স (৩)[] ম্যাশোনাল্যান্ড ঈগলস সেফাস ঝুয়াও (ম্যাশোনাল্যান্ড ঈগলস) ৮২১ আর্নেস্ট মাসুকু (মাতাবেলেল্যান্ড তুস্কার্স) ৩২
২০১৮-১৯ মাউন্টেনিয়ার্স (৪)[] মিড ওয়েস্ট রাইনোজ টিমিসেন মারুমা (মাউন্টেনিয়ার্স) ৪০৯ ডোনাল্ড তিরিপানো (মাউন্টেনিয়ার্স) ২৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ward, John। "A brief history of Zimbabwe cricket"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১১ 
  2. "First-Class Matches played by Rhodesia"CricketArchive। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৭ 
  3. "The Logan Cup / Zimbabwe domestic cricket"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১১ 
  4. "Logan Cup: Mountaineers clinch 2016/17 championship"। Wisden India। ৯ মে ২০১৭। ১০ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭ 
  5. "Mountaineers retain Logan Cup"। 3-Mob। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮ 
  6. "Mountaineers retain Logan Cup"The Herald। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯