বিষয়বস্তুতে চলুন

ব্লো-ব্জাং-দার-র্গ্যাস-র্গ্যা-ম্ত্শো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্লো-ব্জাং-দার-র্গ্যাস-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: blo bzang dar rgyas rgya mtsho) (১৭৫২-১৮২৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্বিতীয় শিং-ব্জা' (ওয়াইলি: shing bza) উপাধিধারি বৌদ্ধ লামা ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

ব্লো-ব্জাং-দার-র্গ্যাস-র্গ্যা-ম্ত্শো ১৭৫২ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলের আ-রিগ (ওয়াইলি: a rig) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ম্গোন-শুল-ফ্যাগ-র্দোর-স্ক্যাব্স (ওয়াইলি: mgon shul phyag rdor skyabs) এবং মাতার নাম ছিল ত্শে-দ্বাং-স্ক্যিদ (ওয়াইলি: tshe dbang skyid)। জন্মের পর তার নাম রাখা হয় ব্ক্রা-শিস-ফুন-ত্শোগ্স (ওয়াইলি: bkra shis phun tshogs)। সতেরো বছর বয়স হলে তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে য়োংস-দ্জিন-য়ে-শেস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: yongs 'dzin ye shes rgyal mtshan), ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং (ওয়াইলি: ngag dbang blo bzang), ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-দ্পাল-ব্জাং (ওয়াইলি: ngag dbang 'phrin las dpal bzang) প্রভৃতি বিখ্যাত লামাদের নিকট শিক্ষালাভ করেন। এই সময় ষষ্ঠ পাঞ্চেন লামা তস্কে ভিক্ষুর শপথ প্রদান করেন। এরপর তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে তন্ত্র শিক্ষালাভ করেন। শিক্ষার শেষে তিনি আমদো অঞ্চলে ফিরে গিয়ে রা-র্গ্যা-দ্গা'-ল্দান-ব্ক্রা-শিস-ব্যুং-গ্নাস (ওয়াইলি: ra rgya dga' ldan bra shis byung gnas) বৌদ্ধবিহারে চারটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং ১৭৯২ খ্রিষ্টাব্দে এই বিহারের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৮১৩ খ্রিষ্টাব্দে তিনি স্কু-'বুম বৌদ্ধবিহারের চুয়াল্লিশতম প্রধানের দায়িত্ব লাভ করেন ও এই পদে তিনি তিন বছর থাকেন। ১৮১৮ খ্রিষ্টাব্দে তিনি রোং-বো-থোস-ব্সাম-গ্লিং (ওয়াইলি: rong bo thos bsam gling) বৌদ্ধবিহারের দায়িত্ব লাভ করেন এবং আমৃত্যু এই পদে থাকেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Namgyal, Tsering (অক্টোবর ২০১২)। "Shingza Paṇḍita Lobzang Dargye Gyatso"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৪ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-নাম-ম্খা'-ব্জাং-পো
ব্লো-ব্জাং-দার-র্গ্যাস-র্গ্যা-ম্ত্শো
দ্বিতীয় শিং-ব্জা'
উত্তরসূরী
ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-দ্বাং-ফ্যুগ