বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:M A Zaman

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগত!

[সম্পাদনা]

 মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৪:০২, ১৪ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত ওভালটিন নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় মোঃ আসিমুজ্জামান,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত ওভালটিন নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! আঃ আজিজ ফাহাদ (আলাপ) ০৬:৪৮, ১৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ঈদ মোবারক

[সম্পাদনা]

মোবারকবাদে: আঃ আজিজ ফাহাদ (আলাপ)


ধন্যবাদ আঃ আজিজ ফাহাদ ভাই। আপনাকেও ঈদ মোবারক। --মোঃ আসিমুজ্জামান (আলাপ) ১৪:৩১, ৭ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ - ফরম পূরণ করুন

[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ সম্প্রসারণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। অংকন ১৮:২০, ৩০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমি ইতোমধ্যে ফর্ম পূরণ করেছি বেশ অনেকদিন পূর্বেই, কিন্তু এখনও পুরস্কার প্রাপ্তির ব্যাপারে কোন তথ্য পাইনি। এই ব্যাপারে জানালে উপকৃত হবো। @ANKAN মোঃ আসিমুজ্জামান (আলাপ) ১৯:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে ফর্ম পূরণের আমন্ত্রণ জানানো হয়েছিল জুনের শেষে। আপনি ফর্মটি পূরণ করেছেন আগস্ট মাসে। ততদিনে এই প্রতিযোগিতার কার্যক্রম শেষ করে আয়োজকগণ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। যাইহোক, ঘোষণামতে আপনি একটি ডিজিটাল সনদ পাবেন। সনদটি ইমেইল মারফত আগামী সপ্তাহ নাগাদ আপনাকে পাঠাবার ব্যবস্থা করা হবে। – তারুণ্য আলাপ০৬:৩৬, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি ফর্ম পূরণের মেইল পেয়েছিলাম জুলাই মাসে। সেখানে কোন সময়সীমা উল্লেখ ছিলোনা আর মেইলটি স্প্যাম ফোল্ডারে জমা হওয়াতে আমি পরবর্তীতে মেইলটি দেখার পরে ফর্ম জমা দিয়েছিলাম। এগুলোই ফর্ম জমাদানকে বিলম্বিত করে। সে যাই হোক, ডিজিটাল সনদ পাবো জেনে খুশি হলাম। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। মোঃ আসিমুজ্জামান (আলাপ) ১৮:৩১, ২১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনার ডিজিটাল সনদটি আপনার দেয়া ইমেইল ঠিকানায় পাঠানো হয়েছে। ধন্যবাদ। – তারুণ্য আলাপ১৩:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সনদটি পেয়েছি। ধন্যবাদ সহযোগিতার জন্য। মোঃ আসিমুজ্জামান (আলাপ) ১০:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:মোঃ আসিমুজ্জামান পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে

[সম্পাদনা]

হ্যালো, এবং উইকিপিডিয়াতে স্বাগতম। আপনার তৈরি ব্যবহারকারী:মোঃ আসিমুজ্জামান পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। এটি দ্রুত মুছে অপসারণের মানদণ্ডের ব্য৫ অনুচ্ছেদের অধীনে করা হয়েছে, কারণ পাতাটিতে লেখা, তথ্য, আলোচনা, এবং/অথবা কার্যকলাপগুলি উইকিপিডিয়ার লক্ষ্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয় বলে মনে হয়েছে। দয়া করে মনে রাখবেন যে উইকিপিডিয়া একটি বিনামূল্যের ওয়েব হোস্টিং পরিষেবা নয়। দ্রুত অপসারণের মানদণ্ডের অধীনে, এই জাতীয় পাতাগুলো যে কোনও সময় মুছে ফেলা হতে পারে।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২৩:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখ্য যে, আমি বিনামূল্যে ওয়েব হোস্টিং-এর কোন উদ্দেশ্য নিয়ে আমার ব্যবহারকারী পাতাটি তৈরি করিনি। উক্ত কাজের জন্য আমার নিজস্ব ডোমেইন এবং হোস্টিং রয়েছে। নিজের/ব্যবহারকারীর ব্যাপারে সংক্ষিপ্ত বিবরণ লিখেছিলাম মাত্র। বিনামূল্যে পেজ/ওয়েব হোস্ট করার বা বাণিজ্যিক লক্ষ্যে হোস্ট করা কোনটাই আমার ব্যবহারকারী পাতার উদ্দেশ্য ছিলোনা। তারপরও, অজান্তে উইকিপিডিয়া নীতি লঙ্ঘন করায় আমি দুঃখিত। আমি নতুন ব্যবহারকারী হওয়ায় উপরে উল্লেখিত অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ ফর্মে "সম্পাদক" অংশে কার নাম দিতে হবে তা বুঝে উঠতে পারিনি। আমার পাতাটি পুনরায় চালু করে দিলে আমি তা উইকিপিডিয়া নীতি অনুযায়ী পুনঃ সম্পাদনা করতে চাই। আশা করি এই ব্যাপারে কর্তৃপক্ষের সহায়তা পাবো। ধন্যবাদ। মোঃ আসিমুজ্জামান (আলাপ) ১৮:৪১, ২১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। আপনি আপনার ব্যবহারকারী পাতায় শুধু এমন সব তথ্য রাখতে পারবেন যা উইকিপিডিয়া ও উইকিপিডিয়া সম্পাদনার সাথে সম্পর্কিত। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২২:০৯, ২১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত অবাস্তব সংখ্যা নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় M A Zaman,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত অবাস্তব সংখ্যা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! —শাকিল (আলাপ · অবদান) ০৬:৪৭, ২১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন

[সম্পাদনা]
সুপ্রিয় M A Zaman, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১১:২০, ২৪ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত বিজ্ঞানে স্নাতক নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় M A Zaman,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত বিজ্ঞানে স্নাতক নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! —শাকিল (আলাপ · অবদান) ১৬:০২, ২৮ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত ক্ষমতা (পদার্থবিজ্ঞান) নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় M A Zaman,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত ক্ষমতা (পদার্থবিজ্ঞান) নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! ≈ MS Sakib  «আলাপ» ১৫:৪৮, ১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অনেক ধন্যবাদ @MS Sakib ভাই। তবে কোন কারণে এই নিবন্ধে অনুবাদকৃত শব্দ সংখ্যা উল্লেখ করা হয়নি। M A Zaman (আলাপ) ১৪:১৪, ১০ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত বিটা কণিকা নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় M A Zaman,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত বিটা কণিকা নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! (نقاش) عبد الله ০৫:৫৬, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার মানোন্নয়নকৃত স্ট্রিপবোর্ড নিবন্ধটি গৃহীত হয়েছে

[সম্পাদনা]

সুপ্রিয় M A Zaman,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত স্ট্রিপবোর্ড নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! ≈ MS Sakib  «আলাপ» ১৬:১৩, ৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অনেক ধন্যবাদ @MS Sakib ভাই। তবে কোন কারণে এই নিবন্ধে অনুবাদকৃত শব্দ সংখ্যা উল্লেখ করা হয়নি। M A Zaman (আলাপ) ১৪:১৪, ১০ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩ - ফরম পূরণ করুন

[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে ও আপনি শীর্ষ ১৬ জনের একজন হয়েছেন। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ও ফাহাদ (আলাপ) ২০:৩৬, ৪ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বিশ্ব খাদ্য দিবস এডিটাথন পদক!

[সম্পাদনা]
বিশ্ব খাদ্য দিবস এডিটাথন পদক!
সুপ্রিয় M A Zaman!

বিশ্ব খাদ্য দিবস এডিটাথন ২০২৩ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ) ০৫:৫৮, ২৩ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় M A Zaman,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর আমন্ত্রণ

[সম্পাদনা]
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো

সুপ্রিয় উইকিপিডিয়ান, আশা করি ভালো আছেন। আগামী ৮ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করতে পারেন। এছাড়াও নারী বিষয়ক কোন ছোট নিবন্ধ মানোন্নয়ন করে এখানে যুক্ত করতে পারেন। এতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। আপনার সম্পাদনা শুভ হোক। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:১২, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন

[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

[সম্পাদনা]
বাংলা উইকিসম্মেলন ২০২৪
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন