বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:ArnabSaha

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যবহারকারী আলাপ:Arnabsaha2212 থেকে পুনর্নির্দেশিত)

আমার আলাপ পৃষ্ঠায় আপনাকে স্বাগতম

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

বাংলায় অবদান রাখার অনুরোধ

[সম্পাদনা]

দাদা, আপনি ইংরেজি উইকিতে সক্রিয়। আপনাকে বাংলা উইকিপিডিয়ায় অবদান রেখে বাংলা উইকিপিডিয়াকে সাহায্য করার অনুরোধ জানাই। ইংরেজি উইকিতে যেমন অন্য দেশের লোক এসে সাহায্য করে, বাংলা উইকিতে এমনটা কখনো হবে না। আমরা বাঙালিরা যদি নিজেদের মাতৃভাষার উইকি এড়িয়ে চলি/অবদান না রাখি, তবে বাংলা উইকির তথা আমার ভাষার উন্নতি হবে না। তাই সকল বাঙালি উইকিপিডিয়ানের সাহায্য কামনা করি। আপনি ফুটবল নিয়ে ভালোবাসের দেখেছি। আপনি ফুটবল নিবন্ধ বিভিন্ন নিবন্ধ বাংলায় অনুবাদ করে তৈরি করে সাহায্য করতে পারেন। শুভেচ্ছান্তে। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:১০, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: আমি বাংলা উইকিপিডিয়াকে সাহায্য করতে চাই। কিছু মাস আগে অনুবাদ প্রতিজগিতা হয়ছিল আমি ২ট নিবন্ধ অনুবাদ করার প্রয়াস করেছিলাম। কিন্তু পারিনি। আমার স্কুলে বাংলা ছিলনা। তাই কনদিন বাংলা পরা হয়নি। সুধু বলতে পারি আর অল্প অল্প লিখতে পারি। আমি আপ্নাকে উত্তরে লিখছি, এখানেও অনেক ভুল থাকবে। এই জন্ন আমি বাংলা উইকিতে লিখতে চেও লিখতে পারিনা। তাও প্রয়াস করব লেখার। অর্ণব  সা  হা  ০৮:৫১, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
এই যে এখানে লিখলেন তা কিন্তু সুন্দরভাবে হয়েছে। টুকটাক ভুলে হলে সমস্যা নেই। নিশ্চয়ই সাহায্য করব, ভুল-ত্রুটি পেলে ঠিক করে দিব। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৬, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ধন্নবাদ। কাল থেকে লেখার প্রয়াশ করব। অর্ণব  সা  হা  ১৬:৩৮, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা। আর আপনি কি কম্পিউটার ব্যবহার করেন। করলে অভ্র কীবোর্ড ডাউনলোড করে নিতে পারেন। লেখার সময় আপনি ভুল বানান লিখলেও, সফটওয়্যারটি সঠিক বানানের পরামর্শ দিবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪১, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: হ্যা আমি computer থেকে এডিত করি। ঠিকাছে, অভ্র কীবোর্ড ডাউনলোড করে নেব। অর্ণব  সা  হা  ১৬:৪৬, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
দাদা, এই আলোচনার পর থেকে আর আপনাকে বাংলা উইকিতে দেখলামও না। :( --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১০, ২৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: আমার কিছু সমস্যার কারণে আসতে পারিনি। আমার computer খারাপ হয়ে গেছে, আর আমার পরীক্ষা চলছে তাই ঠিক করা হচ্ছেনা। computer ছাড়া আমি বাংলা তে edit করতে পারব না। ইংরেজি wiki তেও আমি কিছু করছিনা। অর্ণব  সা  হা  ১৫:৩৫, ২৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
দাদা, আপনাকে ইংরেজি উইকিতে সক্রিয় দেখছি। বাংলাতেও একটু করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৩, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
{{@আফতাবুজ্জামান: করেছি। আমি এখানে ১টা সমস্যা লিখেছি উইকিপিডিয়া:সাহায্যকেন্দ্র। এক্টু সাহাজ্য করুন। অর্ণব  সা  হা  ০৯:১৩, ১৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
শুভেচ্ছা নিন দাদা, মাত্র অল্প কটি সম্পাদনা করে হতাশ হয়ে গেলে হবে! ভারতের বহু কিছু বাংলায় নেই, সেগুলি তৈরি করে সাহায্য করুন। পশ্চিমবঙ্গের কেউ যদি ভারত নিয়ে বাংলায় না লিখে তবে কে লিখবে বলুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪১, ২৭ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: আমি সময় পাচ্ছিনা করার। ইংরেজি উইকিতেও কিছু করছিনা এখন। সুধু খেলার স্কোর এবং তথ্য আপডেট করি। অর্ণব  সা  হা  ১৫:১৬, ২৯ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
যদিও ইংরেজি উইকিতে আপনি নিয়মিত অবদান রাখেন, তবে আমি বুঝতে পারছি দাদা, আপনি বাংলা উইকিতে কালে ভদ্রে ছাড়া হয়তো নিয়মিত অবদান রাখবেন না। নিজেদের মাতৃভাষার উইকি সম্পাদনায় অনীহা দেখে আমার একরাশ হতাশা ছাড়া আর কিছু বলার রইল না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫১, ১৬ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: না দাদা। আমি অন্য ভাবে করার পরিকল্পনা করছি। আমি কিছু নিবন্ধ GOCE আর GA-র জন্য আবেদন করেছি। ওগুলো হয়ে গেলে বাংলা তেও করব। আমি কিছু দিন আগে #WPWP-তে ছবি আপ্লোড করেছি। ইংরেজি তে করে, বাংলা তেও করছি। আমি ৪ জুলাই এর আড্ডাতেও ছিলাম।  সা  হা  ১৭:৫৮, ১৬ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
দাদা কেবল উপস্থিত থাকলে বা করব করব বললে, বাংলা উইকিতে লেখা যোগ হবে না। প্রতিদিন বা অন্তত সপ্তাহে, একটি নিবন্ধ বাংলায় অনুবাদ করে তৈরি করার চেষ্টা করুন। যাইহোক, বার বার বিরক্ত করছি বলে দুঃখিত। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩০, ১৬ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ডিসেম্বর 2019

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ বা উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপনী বা প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না , যেমনটি আপনি করেছেন ইস্ট বেঙ্গল আল্ট্রাস-এ। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে "প্রচারমাধ্যম" হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪১, ২৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@NahidSultan: ইস্ট বেঙ্গল আল্ট্রাস এই নিবন্ধটা আমি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করছিলাম। এটা কন বিজ্ঞাপনী ছিলনা। ইংরেজি উইকিপিডিয়াতে বিজ্ঞাপনী নোটিশ দেখিনি। অর্ণব  সা  হা  ১৭:৫৩, ২৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে ধন্যবাদ ব্যাখ্যা করার জন্য। তবে, আমি ইংরেজি নিবন্ধটিও দেখেছি। নিবন্ধটি উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা বা উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানি) মানদণ্ডের কোনটিতেই উত্তীর্ণ নয় বর্তমানে বাংলা নিবন্ধে যে তথ্যসূত্র ছিল ও ইংরেজিতে যা আছে তার ভিত্তিতে বলা যায়। প্রথমে অপসারণ করে, আমি পুনরায় নিবন্ধটি ফিরিয়ে এনেছিলাম শুধু ইংরেজিতে আছে বলে। কিন্তু পরে আসলে দেখলাম কোনটাই উল্লেখযোগ্যতাতে উত্তীর্ণ নয়। আর উপরের বার্তাটি আসলে এ ধরণের ক্ষেত্রে একটি স্ট্যানডার্ড বার্তা (দয়া করে ব্যক্তিগতভাবে নেবেন না)। আপনি যদি মনে করেন পাতাটি মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে আমার সিদ্ধান্তে আপত্তি জানিয়ে এই পাতাটি পুনরুদ্ধারের জন্য এই আলোচনার উদ্বৃতি দিয়ে প্রশাসকদের আলোচনাসভা অন্য প্রশাসকদের মতামত জানতে আলোচনার সূত্রপাত করতে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৬, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব

[সম্পাদনা]

PLEASE UPDATE INDIAN WIKI EB LOGO AS ON ENGLISH WIKI. ALSO THERE ADD "F.C." IN NAME AS MAINTITLE HAS "." https://en.m.wikipedia.org/wiki/East_Bengal_F.C.

Wiki Loves Women South Asia Barnstar Award

[সম্পাদনা]

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team

MediaWiki message delivery (আলাপ) ১৩:২৭, ৫ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আসন্ন গবেষণা কার্যক্রমে অংশ নিয়ে উইকিপিডিয়াকে আরও উন্নত করতে আমাদের সহায়তা করুন

[সম্পাদনা]

প্রিয় @ArnabSaha:,

উইকিপিডিয়াতে যোগদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ!

উইকিপিডিয়ার ব্যবহার উন্নত করার উদ্দেশ্যে আমরা কয়েকটি গবেষণার প্রস্তুতি নিচ্ছি। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের কয়েকটি প্রশ্নের জবাব দিন। আপনাদের জবাবের ভিত্তিতে আমরা যথাযত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে, আলোচনার সময় নির্ধারণ করে নেব।

ধন্যবাদ, BGerdemann (WMF) (আলাপ) ০০:০৮, ২৪ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

একটি বহিরাগত সংস্থা দ্বারা এই জরিপটি সঞ্চালন করা হবে, এবং এই কারণে অতিরিক্ত কিছু শর্তাবলী প্রযোজ্য হতে পারে। জরিপের গোপনীয়তার বিবৃতি পড়ে আপনি গোপনীয়তা ও তথ্য-সঞ্চালন সম্পর্কে অধিক তথ্য জানতে পারবেন।

Enabling Section Translation on Bengali Wikipedia

[সম্পাদনা]

Hi @ArnabSaha:

I am Eli, a researcher on the Language Team. I hope you're doing well. The Language team plans to improve the mobile translation experience with Section Translation enablement in Bengali Wikipedia. This announcement contains the details. I thought it may be of your interest. Please feel free to provide any feedback.

We are also planning research sessions to learn more about the experience of using Section Translation. If you or any friends may be interested to participate, and regularly use a mobile device for editing and translating, please contact eli@wikimedia.org. I will follow-up to any messages I receive with more details and specifics about the opportunity.

Thanks, EAsikingarmager (WMF) (আলাপ) ২০:২৩, ২৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

[সম্পাদনা]

সুপ্রিয় ArnabSaha,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২

[সম্পাদনা]

সুপ্রিয় ArnabSaha,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:ArnabSaha/ভুটানের জাতীয় প্রতীক নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ব্যবহারকারী:ArnabSaha/ভুটানের জাতীয় প্রতীক নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি নিম্নলিখিত কারণে করা হয়েছে:

এই নিবন্ধটি তৈরি করা হয়ে গেছে ভুটানের জাতীয় প্রতীকসমূহ

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যে সকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। -- কুউ পুলক  ০৩:৩৫, ১২ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

[সম্পাদনা]
বাংলা উইকিসম্মেলন ২০২৪
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন