ব্যবহারকারী:MahbubPathan
— উইকিপিডিয়ান ♂ — | |
নাম | মোঃ মাহবুব পাঠান |
---|---|
দেশ | বাংলাদেশ |
বর্তমান অবস্থান | ফরিদগঞ্জ উপজেলা |
ভাষা | বাংলা |
জাতিসত্তা | বাঙালি |
পরিবার এবং বন্ধু-বান্ধব | |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
শিক্ষা এবং কর্মসংস্থান | |
পেশা | ছাত্র, কম্পিউটার অপারেটর |
শিক্ষা | ইসলামী বিশ্ববিদ্যালয় |
শখ, পছন্দ এবং বিশ্বাস | |
শখ | জ্ঞান অর্জন |
ধর্ম | ইসলাম |
আগ্রহ | |
যোগাযোগের তথ্য | |
ইমেইল | mahbubpathabd@gmail.com |
স্কাইপ | Mahbub_Pathan |
ফেসবুক | md.mahbub.pathan |
ইন্সটাগ্রাম | bdmahbubpathan |
লিঙ্কডইন | MahbubPathan |
টুইটার | MahbubPathan |
ইউটিউব | https://www.youtube.com/c/PathanTechBD |
ওহে! আমার ব্যবহারকারী পাতায় আপনাকে স্বাগতম।
আমি মোঃ মাহবুব পাঠান। আমার জন্ম এবং বেড়ে উঠা চাঁদপুর জেলায়। অবসর কাটে অনলাইনে বিভিন্ন টেক বিষয়ক সাইটে কিংবা তথ্য বিশ্বকোষ উইকিপিডিয়ায়। এইভাবে আমার চলে যায় দিনগুলো।
আমি ২০১৭ সালের শুরু থেকেই উইকিপিডিয়া প্রকল্পে সক্রিয়ভাবে সম্পাদনা করে আসছি। আমি বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করার চেষ্টা করি। বিশেষ করে আমি বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা নিয়ে সম্পাদনা করে থাকি।
আমার পছন্দের বিষয় হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো। তাই এই বিষয়ে আমার জানার আগ্রহটা একটু বেশী। তাই নিজে প্রথমে এই বিষয়ে জানি পরে উইকিপিডিয়ায় নিবন্ধন লিখতে চেষ্টা করি। যার ফল স্বরূপ বাংলা উইকিপিডিয়ায় জমিদার বাড়ি নামক পেজের সৃষ্টি। এছাড়াও আমি অন্যান্য বিষয়ে নিবন্ধন তৈরি করে থাকি। আমি নতুন একটি নিবন্ধ তৈরি করে পুর্ণাঙ্গ রূপ দেয়ার আনন্দটা খুব উপভোগ করি।
পদক
[সম্পাদনা]জমিদারি পদক | |
প্রিয় মাহবুব পাঠান, জমিদার বাড়ি নিয়ে একাধিক নিবন্ধ তৈরিতে আপনি অসামান্য অবদান রেখে যাচ্ছেন। তাই আপনাকে এ পদক দেয়া হলো। আশা করি প্রিয় বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধকরণে আপনার এ কার্যক্রম অব্যাহত থাকবে। — দেলোয়ার • ১৯:০৪, ১৬ জুন ২০১৯ (ইউটিসি) |
নিরলস অবদানের পদক | |
জমিদার বাড়ি নিয়ে বেশ কয়েকটি নিবন্ধ তৈরি করার জন্য ধন্যবাদ। অগ্রযাত্রা অব্যহত থাকবে আশা করি। — মোহাম্মদ-নাবিল • ১৯:৩১, ১১ জুলাই ২০১৯ (ইউটিসি) |
যোগাযোগ
[সম্পাদনা]যোগাযোগের জন্য আমার আলাপ পাতা ব্যবহার করতে পারেন। অথবা যুক্ত হতে পারেন সামাজিক যোগাযোগের সাইট ও ব্লগসাইট বা ওয়েবসাইটের মাধ্যমে। অথবা আমাকে সরাসরি ইমেইল করতে পারেন। এখানে উল্লেখিত যোগাযোগ মাধ্যমগুলোর যেকোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে নিচে ফলো করুন।
মেইল ঠিকানা - bdpathan420@gmail.com
গুগল প্লাস প্রোফাইল - https://plus.google.com/+MahbubPathan
ফেসবুক প্রোফাইল - www.facebook.com/Md.Mahbub.Pathan
টুইটার প্রোফাইল - www.twitter.com/MahbubPathan
ব্লগ সাইট - www.TutorialBD71.ml
ওয়েবসাইট - www.BanglarApps.ml
আমার ট্রিকবিডি প্রোফাইল - www.trickbd.com/author/mahbubpathan
নিয়মিত প্রয়োজনীয় পৃষ্ঠাসমূহের তালিকা[সম্পাদনা]
|