বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:MahbubPathan

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৭:০৭, ৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উজানীর জমিদার বাড়ি নিবন্ধটিতে আমি কিছু সম্পাদনা করে এটিকে বিশ্বকোষীয় মানে আনার চেষ্টা করেছি; বিশেষতঃ রচনাশৈলী এবং তথ্যসূত্র প্রদাণ করার ক্ষেত্রে। আপনার প্রায় সব রচনা'ই সরাসরি কপি-পেস্ট ধরণের হয় বিধায় কপিরাইট লঙ্ঘনের করাণে মুছে ফেলতে হয়। অনুগ্রহ করে নিবন্ধ তৈরি ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি লক্ষ রাখবেন এবং সঠিক রচনাশৈলী ও তথ্যসূত্র প্রদাণ করবেন। - Ashiq Shawon (আলাপ) ১১:৩৭, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কপিমুক্ত পোস্ট করতে চেষ্টা করব!

[সম্পাদনা]

ধন্যবাদ আশিক ব্রো! আমি চেষ্টা করি যাতে কপিরাইট লঙ্ঘন না হয়। তবুও দুই একটা শব্দের কারণে হয়তো হয়ে যায়। তবে আপনাকে আমি অনুরোধ করব, সরাসরি নিবন্ধন মুছে না দিয়ে যে লাইন বা শব্দের কারণে কপিরাইট লঙ্ঘন হয়। সেখানে সংশোধন করে নিবন্ধনটি রাখার জন্য। আর আরেকটি কথা কপিরাইট লঙ্ঘনের জন্য আপনারা আমার নিবন্ধন মুছে দেন। অথচ আমি নিজে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য নিজের ভাষায় নিবন্ধন তৈরি করি। কিন্তু উইকিপিডিয়াতে এমন কিছু নিবন্ধন আছে যা পুরোপুরি একটা শব্দও পরিবর্তন নাই। মোঃ মাহবুব পাঠান (আলাপ) ১৪:০৭, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দুটি বিষয়

[সম্পাদনা]

প্রিয় মাহবুব পাঠান, উইকিপিডিয়াতে আপনি বেশ কিছু নিবন্ধ তৈরি করেছেন। নিবন্ধগুলো ভালো হচ্ছে, আশা করি আস্তে আস্তে আরও উন্নত হবে। তবে দুটি ছোট বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, প্রথমত, নিবন্ধে যখন তথ্যসূত্র ব্যবহার করবেন তখন নির্দিষ্ট ভাবে উৎসের লিংকটি প্রদান করবেন। যেমন আপনি প্রথম আলো থেকে একটি উৎস প্রদান করছেন সেখানে শুধুমাত্র প্রথম আলোর মূল ওয়েবসাইটটি উৎস হিসেবে ব্যবহার না করে ওই সংবাদটি প্রথম আলোর যে লিংকে রয়েছে পুরো সেই লিংকটি ব্যবহার করবেন। আপনার বর্তমান নিবন্ধগুলোতে আপনি শুধু ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করেছেন। দ্বিতীয়ত, নিবন্ধ শুরু করার সময় নিবন্ধের শিরোনাম প্রথমে দিয়ে নিবন্ধটি লেখা শুরু করবেন। যেমন, “বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক নিদর্শন হলো কানসাটের এই জমিদার বাড়ি।” বাক্যটির পরিবর্তে “কানসাট এই জমিদার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক নিদর্শন।” এভাবে প্রথম বাক্যটি শুরু করবেন। আশাকরি বুঝতে পেরেছেন। কোন কিছু না বুঝলে প্রশ্ন করতে ভুলবেন না। আপনার সম্পাদনা শুভ হোক।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০১, ৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ভাই!

[সম্পাদনা]

ধন্যবাদ ভাই আমাকে এই বিষয়ে সাহায্য করার জন্য। চেষ্টা করব আপনার কথামত কাজ করার জন্য। আর আরেকটি বিষয় জানার আগ্রহ ছিল। সেটা হলো, একটা নিবন্ধন তৈরি করার পর সেটাতে কোনো সমস্যা থাকলে সরাসরি মুছে না দিয়ে সম্পাদনা করে রাখা যায়না। মোঃ মাহবুব পাঠান (আলাপ) ০৭:৫৯, ৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অবশ্যই রাখা যায় এবং সেটাই উচিত। তবে ব্যবহারকারীরা নিবন্ধ তৈরি করে মাঝে মাঝেই সেগুলোতে আর হাত দেন না তাই প্রশাসকরা মাঝে মাঝে মুছে দেন। তবে নিবন্ধ প্রণেতা যদি নিয়মিত লিখেন সেক্ষেত্রে তাকে জানানোই উচিত। এ ব্যাপারে আপনি নিবন্ধ মেছে ফেলা প্রশাসকের সাথে কথা বলবেন। তাহলেই হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০৭, ৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কিন্তু আমাকে না জানিয়ে মুছে দেওয়া হয়!

[সম্পাদনা]

কিন্তু আশিক শাওন নামের একজন প্রশাসক আমাকে না জানিয়েই মুছে দেন। আর আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো। যেমন আমি একটা নিবন্ধন তৈরি করেছি। আপনারা এর যেকোন সমস্যা পেয়েছেন। তখন আমাকে না জানিয়ে আপনারা কি ঐ নিবন্ধনটার সম্পাদান করতে পারেন না। নাকি আমাকেই করতে হবে। এটা বলার কারণ হলো এই যে, নিবন্ধনে যে সমস্যাটা ধরা পড়ে, সেটাতো আপনারা ভালো বুঝেন। তাই আপনারা সম্পাদন করলে হয়না। মোঃ মাহবুব পাঠান (আলাপ) ০৮:১৬, ৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি নিজে আপনার একটি নিবন্ধ ঠিক করে বেশ কিছু সম্পাদনা করে দেয়ার পরও আপনি সেটি অনুসরণ করেননি। আপনি আগে সেই নিবন্ধটি ভালো করে লক্ষ করুন এবং সেই অনুসারে নতুন নিবন্ধ লিখুন। ধীরে ধীরে কাজ করুন। এক দিনেই ৩/৪টি না-করে; ২/৩ দিনে একটি করুন। এখানে কোনো প্রতিযোগিতা নেই - ভালোলাগা থেকেই এখানে সবাই লিখেন। আপনি সহায়তা চাইতে পারেন। কেউ অবশ্যই আপনাকে সহায়তা করবে। নিরাশ বা হতাশ হাবেন না। সবাই আপনাকে সহায়তা করবে। আপনি নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়ায় যুক্ত করার জন্য খেলাঘর ব্যবহার করুন। তাতে সমস্যাগুলো সংশোধন করা সহজ হবে। চেষ্টা করুন - সমস্যাগুলো কাটিয়ে উঠবেন আশা করি। আরেকটি বিষয়, আপনার নিবন্ধ অন্য কেউ ঠিক করে দেবে - এমনটি খুব কমই ঘটবে; কারণ, সকলেরই নিজেস্ব পছন্দ এবং সময় ও ইচ্ছা হওয়ার ব্যাপারটি যুক্ত আছে এতে। - Ashiq Shawon (আলাপ) ১২:৩৮, ৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আশিক শাওন ব্রো!

[সম্পাদনা]

ধন্যবাদ জানাচ্ছি আশিক শাওন ব্রো আপনাকে। সঠিক টিপসটি দেওয়ার জন্য। চেষ্টা করব সে মোতাবেক কাজ করার জন্য। মোঃ মাহবুব পাঠান (আলাপ) ১৩:১৪, ৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

মহাদেবপুর জমিদার বাড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

মহাদেবপুর জমিদার বাড়ি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি করা হয়েছে দ্রুত অপসারণ প্রস্তাবনার জি১২ অনুচ্ছেদ অনুযায়ী, কারণ নিবন্ধটি বা চিত্রটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। This article or image appears to be a direct copy from URL. আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; মহাদেবপুর জমিদার বাড়ি নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহি:স্থ কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহি:স্থ ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn@wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন এখানে

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৪৪, ২২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

এছাড়ও আরও ট্যাগ লাগানো হয়েছে, চৌগ্রাম জমিদার বাড়ি নিবন্ধেও। দয়া করে নিবন্ধ লেখার সময় কোন সাইট থেকে কপি না করে নিজের ভাষায় লিখবেন বাক্য সাজিয়ে তাহলেই সমস্যা হবে না।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৫০, ২২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা ও কপি রাইট লঙ্ঘন

[সম্পাদনা]

আপনি জমিদার বাড়ি সংক্রান্ত প্রতিটি নিবন্ধে সরাসরি কপি রাইট লঙ্ঘন করছেন। ২/৩টি স্থান থেকে ১/২ লাইন বদলে দিয়ে প্রায়-পুরোটিই একই রেখে দিচ্ছেন এবং তথ্যসূত্রও ভুলভাবে উদ্ধৃত করছেন। সঠিক পদ্ধতি দেখিয়ে দেয়ার পরও সেই অনুসারে কাজ না-করে আপনি নিজের মতো করে কাজ করে যাচ্ছেন এবং মানের চেয়ে সংখ্যাধিক্যকে গুরুত্ব দিচ্ছেন। মূল লিখা হতে কপি রাইট যুক্ত অংশ সরাসরি না-দিয়ে নিজের ভাষায় লিখুন এবং প্রতিটি লাইনের তথ্যসূত্র (উত্স) উল্লেখ করুন। - Ashiq Shawon (আলাপ) ১৫:১০, ২২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

মহাদেবপুর আগে থেকেই উইকিপিডিয়ায় এইভাবে ছিল!

[সম্পাদনা]

মহাদেবপুর জমিদার বাড়ি আগে থেকেই উইকিপিডিয়া এইভাবে ছিল। একটি উপজেলা পেজে সরাসরি এইভাবে ছিল। তাই আমি এটা সেখান থেকে কেটে নিবন্ধন আকারে করেছি। এটি আমি অন্য সাইট থেকে কপি করে আনি নাই। এর আগে কোনো একজন করেছে। আপনি চাইলে আমি প্রমাণ দিতে পারি।

চৌগ্রাম জমিদার বাড়িটিতে কি সমস্যা ছিল!

[সম্পাদনা]

আর হ্যাঁ! চৌগ্রাম জমিদার বাড়ি নিবন্ধনে কি সমস্যা ছিল বললে হয়তো বিষয়টা বুঝতে পারতাম। আশা করি এখানে কি সমস্যা হয়েছে তা খোলাসা করে বলবেন।

ব্যক্তিগত ছবি

[সম্পাদনা]

প্রিয় মাহবুব পাঠান, আপনি যদি ব্যক্তিগত ছবি আপলোড করতে চান (যেমন আপনার ছবি) তাহলে সে ছবিটি উইকিমিডিয়া কমন্সে (commons.wikimedia.org) আপলোড করুন। সরাসরি বাংলা উইকিপিডিয়াতে ছবি আপলোড করা হয় তখনই যখন কোন ছবি খুব দুর্লভ হয় এবং তা আর পাওয়ার সুযোগ থাকে না। উইকিমিডিয়া কমন্সে আপলোড করে সে ছবিটি চাইলে যে কোন উইকিপিডিয়াতে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। --নুরুন্নবী চৌধুরী (হাছিব)আলাপ ১২:৩৩, ২২ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

[সম্পাদনা]
সুপ্রিয়, MahbubPathan। Ibrahim Husain Meraj-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০২:২২, ১৪ মে ২০১৮ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

মেরাজ (আলাপ) ০২:২২, ১৪ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ড. এম.এ সাত্তার নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

ড. এম.এ সাত্তার নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ড. এম.এ সাত্তার পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ১১:৪৮, ২১ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

এস এম নজরুল ইসলাম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

এস এম নজরুল ইসলাম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এস এম নজরুল ইসলাম পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ০৬:৪৩, ৩০ মে ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

এম এ হান্নান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

এম এ হান্নান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এম এ হান্নান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ১৮:০৬, ৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

হেলাল উদ্দিন খান শামছুল আরেফিন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

হেলাল উদ্দিন খান শামছুল আরেফিন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/হেলাল উদ্দিন খান শামছুল আরেফিন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ০৯:০৯, ১৫ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

শপথ চত্বর নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

শপথ চত্বর নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শপথ চত্বর পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। সাফি ১৫:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ইলিশ চত্বর নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

ইলিশ চত্বর নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ইলিশ চত্বর পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। সাফি ১৫:৪০, ২৩ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

মে 2019

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম। সম্প্রতি আপনার তৈরি একটি পাতা, ইফফাত ফারাহ মৌসুমি, সম্ভবত উইকিপিডিয়ার নতুন পাতা তৈরি সম্পর্কিত কিছু নীতিমালা অনুসরন করে নি, তাই এই পাতাটি কিছুক্ষনের মধ্যেই অপসারিত হবে (এখনো যদি না হয়ে থাকে)। দয়া করে পরীক্ষা-নিরীক্ষার জন্য খেলাঘর ব্যবহার করুন, এবং নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে পারেন। নিবন্ধ তৈরি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার প্রথম নিবন্ধ পাতাটি পড়ে নিন। উইকিপিডিয়ায় অবদান সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ভূমিকা পাতাটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।টেমপ্লেট:Z43 ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০৯, ১০ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অনির্ভযোগ্য উৎস যুক্ত করা

[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়াতে যুক্ত করা কোন নিবন্ধের যেকোন উৎস নির্ভরযোগ্য হতে হয়। সম্প্রতি আপনি আপনার তৈরি নিবন্ধে বেশ কিছু সাইটকে উৎস হিসেবে ব্যবহার করছেন যেগুলো নির্ভরযোগ্য নয়। যেমন, biographybd, filmyspice, wiki.factsider। এগুলো কেন নির্ভরযোগ্য নয় তা জানতে দয়া করে নির্ভরযোগ্য উৎসের পাতাটি পড়ুন। এছাড়া, ইন্টারনেটের সব সাইটই উইকিপিডিয়াতে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যায় না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:১৮, ৩০ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্যে পদক

[সম্পাদনা]
জমিদারি পদক
প্রিয় মাহবুব পাঠান, জমিদার বাড়ি নিয়ে একাধিক নিবন্ধ তৈরিতে আপনি অসামান্য অবদান রেখে যাচ্ছেন। তাই আপনাকে এ পদক দেয়া হলো। আশা করি প্রিয় বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধকরণে আপনার এ কার্যক্রম অব্যাহত থাকবে। দেলোয়ার১৯:০৪, ১৬ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Repost of শামীম হাসান সরকার

[সম্পাদনা]

A tag has been placed on শামীম হাসান সরকার requesting that it be speedily deleted from Wikipedia, because it appears to be a repost of material that was previously deleted following a deletion process. If you can indicate how it is different from the previously posted material, contest the deletion by clicking on the button that looks like this: which appears inside of the speedy deletion ({{db-...}}) tag (if no such tag exists, the page is no longer a speedy delete candidate). Doing so will take you to the talk page where you will find a pre-formatted place for you to explain why you believe the page should not be deleted. You can also visit the the article's talk page directly to give your reasons, but be aware that once tagged for speedy deletion, if the article meets the criterion, it may be deleted without delay. Administrators will look at your reasoning before deciding what to do with the page. If you believe the original discussion was unjustified, please contact the administrator who deleted the page or use deletion review instead of continuing to recreate the page. Thank you. ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৫১, ২১ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
নিরলস অবদানের পদক
জমিদার বাড়ি নিয়ে বেশ কয়েকটি নিবন্ধ তৈরি করার জন্য ধন্যবাদ। অগ্রযাত্রা অব্যহত থাকবে আশা করি। মোহাম্মদ-নাবিল১৯:৩১, ১১ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ভাই মোঃ মাহবুব পাঠান ১৮:১৯, ১৭ মে ২০২১ (ইউটিসি)

আব্দুল করিম পাটওয়ারী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

আব্দুল করিম পাটওয়ারী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আব্দুল করিম পাটওয়ারী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। কায়সার আহমাদ (আলাপ) ১৪:১৩, ১৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আ খ ম হাসান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

আ খ ম হাসান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আ খ ম হাসান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। S. M. Nazmus Shakib (আলাপ) ০৭:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আলাপ পাতা প্রসঙ্গে

[সম্পাদনা]

সুপ্রিয় মাহবুব ভাই, আপনার অবগতির জন্য একটা বিষয় জানিয়ে দিচ্ছি যে, যেকোনো নতুন নিবন্ধ তৈরি করে সেটির আলাপ পাতা তৈরি করলে সেখানে শুধুমাত্র {{আলাপ পাতা}} টেমপ্লেটটি যোগ করে দিলেই হবে, আলোচনা শুরু ব্যতীত সেখানে আপনার নাম/স্বাক্ষর দেওয়ার প্রয়োজন নেই। আপনার জন্য শুভ কামনা রইলো, ধন্যবাদ - আল রিয়াজ উদ্দীন ১৬:১৬, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে

[সম্পাদনা]
সুপ্রিয় MahbubPathan,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -দেলোয়ার () •, শনিবার ১৯:৫৩, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ব্যাঘ্র প্রকল্প ২০১৯

[সম্পাদনা]

কেমন আছ? অনুরোধ জানাচ্ছি এখানে অংশগ্রহণ করতে। তোমার সহায়তা ও নিবন্ধ তৈরী এই ছোট্ট উইকিকে এগিয়ে নিয়ে যায় ও অন্য সম্পাদকদের উতসাহ প্রদান করে। উক্ত পাতায় তালিকা দেওয়া আছে তা থেকে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করা যাবে, বিস্তারিত নিয়মাবলী সংযোগে দেওয়া আছে। বর্তমানে বাংলা এই প্রতিযোগিতায় চতুর্থ স্থানে আছে তোমার যোগদানে, বাংলা প্রথমে চলে যেতে প্রয়োজনীয় সাহায্য পেতে পারে। অপেক্ষায় রইলাম।_কায়সার আহমাদ (আলাপ) ০২:০২, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

এম এ মাওলানা আবদুল মান্নান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

এম এ মাওলানা আবদুল মান্নান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এম এ মাওলানা আবদুল মান্নান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। প্রলয় (আলাপ) ১০:১৪, ২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ

[সম্পাদনা]

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ফেব্রুয়ারি 2020

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ বা উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপনী বা প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না , যেমনটি আপনি করেছেন জিয়াউল হক পলাশ-এ। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে "প্রচারমাধ্যম" হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০৩, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিনোদন সংশ্লিষ্ট নিবন্ধ প্রসঙ্গে

[সম্পাদনা]

মাহবুব, আমি আপনার অবদান পর্যালোচনা করার সময় এমন কিছু নিবন্ধ পাচ্ছি যেগুলো একেবারেই বিজ্ঞাপনী ও নিশ্চিতভাবে উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করে না। এছাড়া, আপনি নিশ্চয়ই অবগত আছেন বাংলা ও ইংরেজিতে সক ফার্ম সক্রিয় এই ধরণের নিবন্ধ তৈরির জন্য। আমি আপনার তিনটি নিবন্ধ অপসারণ করেছি শার্লিন ফারজানা, ব্যাচেলর পয়েন্ট এবং জিয়াউল হক পলাশ। এই তিনটি নিবন্ধের মধ্যে শেষের দুটি এরপূর্বে দুইবার করে অপসারণ হয়েছে এবং আলোচনা হয়েছে। এই দুটি নিবন্ধ প্রতিবারই যারা তৈরির চেষ্টা করেছেন তারা সকলেই অর্থের বিনিময়ে সম্পাদনার জন্য বাধাপ্রাপ্ত ও প্রমাণিত। ব্যাচেলর পয়েন্ট সম্পর্কিত কয়েকটি সক ফার্মই সক্রিয় এটা তদন্তে বের হয়ে এসেছে। আর প্রথম নিবন্ধটি তথ্য অনুসারে সিনেমায় অভিনয় করেছেন কিন্তু মুক্তিই পায়নি এমন অভিনেত্রীর নিবন্ধ। সব কিছু বিবেচনায়, আপনাকে কি কেউ নিবন্ধগুলো তৈরির জন্য অনুরোধ করেছেন? কারণ এই সক ফার্মগুলো থেকে নিয়মিত অবদানকারীদের নিবন্ধ তৈরি করতে অনুরোধ করা হয় কিন্তু আদতে সেগুলোর জন্য টাকা নেওয়া হয় এবং না জেনে নিয়মিত অবদানকারীরা ঝামেলায় পড়েন। এজন্য জিজ্ঞেস করছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৪, ২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভাই, আমি "ব্যাচেলর পয়েন্ট" নিয়ে যে নিবন্ধনটি তৈরি করেছি, তা সম্পূর্ণ ইংরেজি উইকিপিডিয়া অনুসারে করেছি। আর এখানে প্রশ্নই আসে না, যে আমি টাকার বিনিময়ে এইসব করব। আপনাদের কথা ধরলে তো বলা যায়, এই পর্যন্ত তাহলে যত নিবন্ধন করেছি তা টাকার বিনিময়ে করেছি। আসল কথা হলো কোনো ব্যক্তি বা কোনো বিষয় সম্পর্কে আমি যখন ইন্টারনেটে জানার জন্য যাই অর্থাৎ গুগলে সার্চ দেই, তখন যদি সেটি বাংলা উইকিপিডিয়ায় বাংলা ভাষায় না থাকলে আমি সেটা লেখার চেষ্টা করি। যাতে আমার মত যারা কোনো ভালো লাগা বিষয় সম্পর্কে সহজে উইকিপিডিয়ার মাধ্যমে বাংলা ভাষার মাধ্যমে জানতে পারে। আশা করি আপনার একটি মূল্যবান সাজেশন পাবো। মোঃ মাহবুব পাঠান ১৪:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)

আপনাকে কিন্তু আমি বলিনি যে, আপনি টাকার বিনিময়ে নিবন্ধ লিখেছেন! আপনাকে বার্তাটি দেওয়ার কারণ পূর্বেই উল্লেখ করেছি যে, আপনি যে নিবন্ধগুলো তৈরি করছেন সে নিবন্ধগুলো আর্থিক সক ফার্মের সাথে যুক্ত এবং পূর্বে কয়েকবার করে অপসারণ করা হয়েছে। এছাড়া, জমিদার বাড়ি ব্যতীত মডেল বা বিনোদন সংশ্লিষ্ট আপনি যে নিবন্ধগুলোই তৈরি করেছেন তার প্রায় সবকটি আলোচনা বা কোন না কোন ভাবে অপসারিত হয়েছে। এবার, সক ফার্ম যেহেতু বিনোদন সংশ্লিষ্ট এই নিবন্ধগুলোই তৈরি করে, তাই আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে কেউ আপনাকে অনুরোধ করেছে কিনা। সে যাই হোক, আপনি কেন নিবন্ধগুলো করেছেন সেটি ব্যাখ্যা করেছেন সুতরাং এ বিষয়ে আর কিছু বলার নেই। আপনার প্রতি অনুরোধ থাকবে, আবেগী হয়ে উল্লেখযোগ্য নয় বা পূর্বে কয়েকবার অপসারণ করা হয়েছে এমন নিবন্ধ হঠাৎই শুধু ভালো লাগা থেকে করবেন না। এছাড়া, উল্লেখযোগ্যতা ও বিভিন্ন অপসারণ প্রস্তাবনায় কি ধরণের নিবন্ধ অপসারিত হয় সেগুলো খেয়াল রাখবেন। আর বিশেষ করে বিনোদন সংশ্লিষ্ট নিবন্ধগুলোর ক্ষেত্রে উল্লেখযোগ্যতাটা আরো বিশেষভাবে খেয়াল রাখবেন তাহলেই ভবিষ্যতে আশা করছি নিবন্ধ অপসারিত হবে না। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ভাই আপনাকেকে সুন্দরভাবে উত্তর দেওয়া জন্য অর্থাৎ বিষয়টি বোঝার জন্য। আর ভাই আমি "ব্যাচেলর পয়েন্ট" নিবন্ধটি হুবহু ইংরেজি উইকিপিডিয়া অনুসরণ করে করেছি। তো সেক্ষেত্রে কী এটি বাংলা উইকিপিডিয়ায় পাবলিশ হবে না। মোঃ মাহবুব পাঠান ০৮:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)

"ব্যাচেলর পয়েন্ট" নিবন্ধটি উল্লেখযোগ্যতায় উত্তীর্ণ নয়। আপনি চাইলে অন্যদের মতামতও নিতে পারেন। আর ইংরেজি নিবন্ধটিও সক কর্তৃকই তৈরি। যে কেউ চাইলে ওটাও অপসারণ প্রস্তাব দিতে পারেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

মাবরুর রশিদ বান্নাহ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

মাবরুর রশিদ বান্নাহ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাবরুর রশিদ বান্নাহ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — তানভির১৭:৪৫, ২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ঈদ শুভেচ্ছা

[সম্পাদনা]
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় MahbubPathan,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

শিরিন জাওয়াদ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

শিরিন জাওয়াদ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শিরিন জাওয়াদ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। এফ আর শুভ(বার্তা দিন) ০৭:৪৬, ২৫ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

[সম্পাদনা]

সুপ্রিয় MahbubPathan,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

কার্তিকপুর জমিদার বাড়ির বয়স

[সম্পাদনা]

প্রিয় মাহবুব পাঠান,
আপনাকে জরুরি ভিত্তিতে একটা ইমেইল পাঠিয়েছিলাম অদ্য রাতে।

বিশেষ প্রয়োজনে আমার কার্তিকপুর জমিদার বাড়ি নিবন্ধে উল্লেখ করা ১৬০০ অব্দে প্রতিষ্ঠার উল্লেখের একটা গ্রহণযোগ্য তথ্যসূত্র দরকার। আপনার সহায়তা একান্ত কাম্য।

 —মঈনুল ইসলাম (আলাপঅবদান) ১০:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আসসালামু আলাইকুম ভাই !

[সম্পাদনা]

মাহবুব ভাই ! দেখলাম আপনি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত অবদানকারী। আপনার ব্যবহারকারী পাতায় দেখলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েন। আমি ইবিতে কম্পিউটার সায়েন্সে পড়ি। আপনার সাথে পরিচিত হতে চাই। Prodipto Deloar(Talk) 14:40, 15 March 2021 (UTC)

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

[সম্পাদনা]

সুপ্রিয় MahbubPathan,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:মাহবুব পাঠান ২০২১.jpg-এর কপিরাইট লাইসেন্সের সমস্যা

[সম্পাদনা]
চিত্র কপিরাইট সমস্যা
চিত্র কপিরাইট সমস্যা

চিত্র:মাহবুব পাঠান ২০২১.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{জিএফডিএল-নিজস্ব}} ট্যাগ লাগিয়ে তা মুক্ত লাইসেন্স মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|নিবন্ধের নাম}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের (সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। ওহিদ (আলাপ) ১২:১০, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সান্যাল জমিদার বাড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য সান্যাল জমিদার বাড়ি নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন~মহীন (আলাপ) ১২:২১, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অতুল কৃষ্ণ রায় চৌধুরীর জমিদার বাড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য অতুল কৃষ্ণ রায় চৌধুরীর জমিদার বাড়ি নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন~মহীন (আলাপ) ১২:২৩, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ছান্দড়া জমিদার বাড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ছান্দড়া জমিদার বাড়ি নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন~মহীন (আলাপ) ১২:২৪, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

তালখড়ি জমিদার বাড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য তালখড়ি জমিদার বাড়ি নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন~মহীন (আলাপ) ১২:২৪, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কাদিরপাড়া জমিদার বাড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য কাদিরপাড়া জমিদার বাড়ি নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন~মহীন (আলাপ) ১২:২৪, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

কাইতলা জমিদার বাড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য কাইতলা জমিদার বাড়ি নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ প্রস্তাবনার স১২ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই পাতাটি সম্ভবত "কাইতলা জমিদার বাড়ীর ইতিহাস"। লেখক: এস এম শাহনূর, উন্মুক্ত সাহিত্য সংগঠন কর্তৃক প্রকাশিত "নব সাহিত্যের পাতা" নামক সাময়িকী। প্রকাশকাল: ১৯৯৮ থেকে সরাসরি অনুলিপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; তবে কাইতলা জমিদার বাড়ি নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহিঃস্থ কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহিঃস্থ ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান, তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn@wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন এখানে জিজ্ঞেস করুন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। ~মহীন (আলাপ) ১৮:৩০, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আদাঐর জমিদার বাড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য আদাঐর জমিদার বাড়ি নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন~মহীন (আলাপ) ১৮:৪০, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

পানাইল জমিদার বাড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য পানাইল জমিদার বাড়ি নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ প্রস্তাবনার স১২ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই পাতাটি সম্ভবত https://sunamkantha.com/2016/10/14/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%80-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A6/ থেকে সরাসরি অনুলিপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; তবে পানাইল জমিদার বাড়ি নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহিঃস্থ কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহিঃস্থ ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান, তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn@wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন এখানে জিজ্ঞেস করুন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। ~মহীন (আলাপ) ১৯:০৪, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বানিয়াচং রাজবাড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য বানিয়াচং রাজবাড়ি নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ প্রস্তাবনার স১২ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই পাতাটি সম্ভবত https://www.dailyjanakantha.com/bangladesh/news/647171 থেকে সরাসরি অনুলিপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; তবে বানিয়াচং রাজবাড়ি নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহিঃস্থ কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহিঃস্থ ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান, তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn@wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন এখানে জিজ্ঞেস করুন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। ~মহীন (আলাপ) ১৯:১১, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

তের জমিদার বাড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য তের জমিদার বাড়ি নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ প্রস্তাবনার স১২ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই পাতাটি সম্ভবত http://haturianakaliaup.pabna.gov.bd/bn/site/top_banner/%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9F থেকে সরাসরি অনুলিপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; তবে তের জমিদার বাড়ি নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহিঃস্থ কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহিঃস্থ ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান, তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn@wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন এখানে জিজ্ঞেস করুন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। ~মহীন (আলাপ) ১৯:২১, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

দেলদুয়ার জমিদার বাড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য দেলদুয়ার জমিদার বাড়ি নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ প্রস্তাবনার স১২ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই পাতাটি সম্ভবত https://copyvios.toolforge.org/?lang=bn&project=wikipedia&title=%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0+%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0+%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF&oldid=&action=search&use_engine=1&use_links=1&turnitin=1 থেকে সরাসরি অনুলিপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; তবে দেলদুয়ার জমিদার বাড়ি নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহিঃস্থ কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহিঃস্থ ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান, তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn@wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন এখানে জিজ্ঞেস করুন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। ~মহীন (আলাপ) ১৯:২৪, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বড় উঠান জমিদার বাড়ি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য বড় উঠান জমিদার বাড়ি নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ প্রস্তাবনার স১২ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই পাতাটি সম্ভবত https://web.archive.org/web/20190214084626/http://abashannews24.com/post_details.php?id=6544 থেকে সরাসরি অনুলিপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; তবে বড় উঠান জমিদার বাড়ি নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহিঃস্থ কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহিঃস্থ ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান, তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn@wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন এখানে জিজ্ঞেস করুন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। ~মহীন (আলাপ) ১৯:৩৫, ১২ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

হিন্দুধর্ম বিষয়ক শারদীয় এডিটাথন ২০২৩

[সম্পাদনা]

সুপ্রিয় MahbubPathan,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১৩, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

[সম্পাদনা]

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

[সম্পাদনা]

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন