বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া
সাইটের প্রকার | ইন্টারনেট বিশ্বকোষ |
---|---|
উপলব্ধ | বিষ্ণুপ্রিয়া মণিপুরী |
সদরদপ্তর | মিয়ামি, ফ্লোরিডা |
মালিক | উইকিমিডিয়া ফাউন্ডেশন |
ওয়েবসাইট | http://bpy.wikipedia.org/ |
বাণিজ্যিক | না |
নিবন্ধন | ঐচ্ছিক |
বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া হল উইকিপিডিয়ার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্করণ। উইকিমিডিয়া ফাউন্ডেশন পরিচালিত এ ওয়েবসাইটটি ২০০৬ সালের নভেম্বরে চালু করা হয়। উইকিপিডিয়াটি ২০০৬ সালের ২১ নভেম্বরে ৫,০০০ নিবন্ধের মাইলফলক অতিক্রম করে এবং একই সালের ২৪ ডিসেম্বর ১০,০০০ নিবন্ধে উত্তীর্ণ হয়। ২০১৫ সালে এ নিবন্ধ সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৫,০০০ হাজারে উন্নীত হয়।
২৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যা ২৫,০৬২ এবং অধিক (আলাপ পাতা, পুনঃনির্দেশ পাতা, টেমপ্লেটসহ) পাতার সংখ্যা ৫৭,৫৯২টি। এছাড়াও নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ১৫,১৭৯ জন।[১] সব মিলিয়ে উইকিপিডিয়াসমূহের তালিকায় ২০,০০০+ নিবন্ধ বিভাগে এবং ৯৮তম বৃহৎ উইকিপিডিয়া অবস্থানে রয়েছে।
জানুয়ারি ২০২৫ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ২৫,০৮৭টি নিবন্ধ, ২৭,০০০ জন ব্যবহারকারী, ২ জন প্রশাসক ও ৩৫টি ফাইল আছে এবং সর্বমোট সম্পাদনা সংখ্যা ৮,৯৪,৪০৮টি।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া (বিষ্ণুপ্রিয়া মণিপুরী)
উইকিমিডিয়া- বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |