সেবুয়ানো উইকিপিডিয়া (সেবুয়ানো: Wikipedya sa Sinugboanon) হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার সেবুয়ানো ভাষার সংস্করণ। ২০০৫ এর শুরুর দিকে এটির যাত্রা শুরু হয় এই উইকিপিডিয়ার।ইংরেজি উইকিপিডিয়ার পরে এটি হলো ২য় বৃহত্তম উইকিপিডিয়া। এপ্রিল ২০২১ পর্যন্ত নিবন্ধ সংখ্যা ৫৭,০৭,৯৬২ এবং ৭৮,০০০ জন ব্যবহারকারী, ৬ জন প্রশাসক ও ০টি ফাইল আছে এই উইকিপিডিয়ায়।
এই উইকিপিডিয়ার অধিকাংশ নিবন্ধ স্বয়ংক্রিয় প্রোগ্রাম Lsjbot এর সাহায্যে তৈরী। জানুয়ারী ২০১৬ তে সেবুয়ানো উইকিপিডিয়া তৃতীয় স্থান অর্জন করে। সামনে ছিলো ইংরেজি ও সুইডিশ উইকিপিডিয়া এবং পিছনে জার্মান উইকিপিডিয়া।[১] বর্তমানে এতে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৯০ জন।