জার্মান উইকিপিডিয়া
অবয়ব
![]() | |
সাইটের প্রকার | ইন্টারনেটভিত্তিক বিশ্বকোষ প্রকল্প |
---|---|
উপলব্ধ | জার্মান ভাষা |
মালিক | উইকিমিডিয়া ফাউন্ডেশন |
সম্পাদক | জার্মান উইকিপিডিয়া সম্প্রদায় |
ওয়েবসাইট | de |
বাণিজ্যিক | না |
নিবন্ধন | ঐচ্ছিক |
চালুর তারিখ | ১৬ মার্চ ২০০১ |
জার্মান উইকিপিডিয়া (জার্মান: deutschsprachige Wikipedia) হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার জার্মান ভাষার সংস্করণ। ২০০১ সালের মার্চে যাত্রা শুরু হয় এই উইকিপিডিয়ার এবং এপ্রিল ২০২৫ পর্যন্ত নিবন্ধ সংখ্যা ৩০,০৭,৭৮৭টি এবং ৪৫,৬১,০০০ জন ব্যবহারকারী, ১৭২ জন প্রশাসক ১,৩০,৫০৩টি ফাইল আছে এই উইকিপিডিয়ায়।
ইতিহাস
[সম্পাদনা]জার্মান উইকিপিডিয়া হচ্ছে ইংরেজির বাইরে অন্য ভাষার উইকিপিডিয়া সংস্করণ এবং প্রথম দিকে এর নাম ছিলো deutsche.wikipedia.com । ১৬ মার্চ ২০০১ সালে জিমি ওয়েলস এটা তৈরীর ঘোষণা দেন। প্রধান পাতার পাশাপাশি ২০০১ সালের এপ্রিল মাসে জার্মান ভাষায় নিবন্ধ তৈরী শুরু হয়, নুপিডিয়া থেকে অনুবাদ করা হতে থাকে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Nupedia German-L Section" (6 April 2001), "Vergil" (16 April 2001),"Pylos" (17 April 2001).