কন্নড় উইকিপিডিয়া
![]() | |
স্ক্রিনশট | |
সাইটের প্রকার | ইন্টারনেট বিশ্বকোষ প্রকল্প |
---|---|
উপলব্ধ | কন্নড় |
সদরদপ্তর | মায়ামি, ফ্লোরিডা |
মালিক | উইকিমিডিয়া ফাউন্ডেশন |
প্রস্তুতকারক | কন্নড় উইকি সম্প্রদায় |
ওয়েবসাইট | kn |
বাণিজ্যিক | না |
নিবন্ধন | ঐচ্ছিক |
কন্নড় উইকিপিডিয়া হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার কন্নড় ভাষার সংস্করণ। ২০০৩ সালে যাত্রা শুরু হয় এই উইকিপিডিয়ার এবং এপ্রিল ২০২৫ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ৩৩,৭৪৭টি নিবন্ধ, ৯২,০০০ জন ব্যবহারকারী, ৪ জন প্রশাসক ও ২,৩৫০টি ফাইল আছে এবং সর্বমোট সম্পাদনা সংখ্যা ১২,৯৮,৫৪৯টি।
ইতিহাস
[সম্পাদনা]২০০৯ সালের ১৬ আগস্ট, কন্নড় উইকিপিডিয়াতে প্রায় ৬,৮০০ নিবন্ধ ছিল,[১] যা এটিকে ১০০তম বৃহত্তম উইকিপিডিয়া সংস্করণে পরিণত করে।
২০১৬ সালের জানুয়ারি অনুযায়ী, কন্নড় উইকিপিডিয়া হল দশম বৃহত্তম ভারতীয় ভাষার উইকিপিডিয়া, উর্দু, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি, মালয়ালম, বাংলা, গুজরাটি, এবং পাঞ্জাবির পিছনে। প্রশাসক ওমশিবপ্রকাশ নিবন্ধের অভাবের কারণ হিসাবে কন্নড় ভাষী সম্প্রদায়ের মধ্যে আগ্রহের অভাব, কন্নড় উইকিপিডিয়া এবং কন্নড় টাইপিং টুল সম্পর্কে অজ্ঞানতা, এবং কর্নাটকের কিছু অঞ্চলে সীমিত ইন্টারনেট অ্যাক্সেসকে চিহ্নিত করেন।[২]
ব্যবহারকারীরা এবং সম্পাদকরা
[সম্পাদনা]ব্যবহারকারী সংখ্যা | নিবন্ধ সংখ্যা | ফাইল সংখ্যা | প্রশাসক সংখ্যা |
---|---|---|---|
৯১,৫৩২ | ৩৩,৭৪৭ | ২,৩৫০ | ৪ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Statistics - Wikipedia (কন্নড় ভাষায়)
- ↑ Khajane, Muralidhara (১৯ জানুয়ারি ২০১৬)। "Kannada Wikipedia not on top of the charts"। The Hindu। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]