ইতালীয় উইকিপিডিয়া
![]() | |
সাইটের প্রকার | ইন্টারনেট বিশ্বকোষ প্রকল্প |
---|---|
উপলব্ধ | ইতালীয় |
সদরদপ্তর | মিয়ামি, ফ্লোরিডা[তথ্যসূত্র প্রয়োজন] |
মালিক | উইকিমিডিয়া ফাউন্ডেশন |
প্রস্তুতকারক | ইতালিয় উইকি সম্প্রদায় |
ওয়েবসাইট | it |
বাণিজ্যিক | না |
নিবন্ধন | ঐচ্ছিক |
চালুর তারিখ | ১১ মে ২০০১ |
ইতালীয় উইকিপিডিয়া (ইতালীয়: Wikipedia in italiano) হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার ইতালীয় ভাষার সংস্করণ। ১১ মে ২০০১ সালে যাত্রা শুরু হয় এই উইকিপিডিয়ার[১] এবং ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত নিবন্ধ সংখ্যা ১৭,৯৪,৫৮৪টি এবং ২৩,৪৪,০০০ জন ব্যবহারকারী, ১২০ জন প্রশাসক ১,৩৪,৮৯৪টি ফাইল আছে এই উইকিপিডিয়ায়।
ইতিহাস[সম্পাদনা]
২০০১ সালের মার্চে ইংরেজি উইপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়েলস অন্যান্য ভাষায় উইকিপিডিয়া সংস্করণ চালুর প্রস্তাব করেন। প্রথম দিকে খোলা উইকিভাষা সমূহের মধ্যে ইতালিয় উইকি অন্যতম। ২০০১ সালের মে মাসে ইতালিয় উইকি যাত্রা শুরু করে। প্রথম দিকে এর ঠিকানা ছিলো italian.wikipedia.com। অল্প কিছু দিনের মধ্যে it.wikipedia.com ঠিকানা চালু হয়ে। প্রথম পাতাটি ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ ছাড়াই কপি করা হয়। ১১ জুন ২০০১ সালে প্রথম ইতালি উইকিতে সম্পাদনা করা হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ New language wikis, Wikipedia-l mailing list.
বহিঃসংযোগ[সম্পাদনা]

