হিন্দি উইকিপিডিয়া (হিন্দি: हिन्दी विकिपीडिया) হচ্ছে উইকিপিডিয়া প্রকল্পের হিন্দি ভাষার সংস্করণ। যার মালিক সংস্থা হল উইকিমিডিয়া ফাউন্ডেশন। এটির যাত্রা শুরু হয় জুলাই ২০০৩ খ্রিষ্টাব্দে। হিন্দি উইকিপিডিয়া বর্তমানে দক্ষিণ এশিয়ার ভাষাগুলির সর্ববৃহৎ সংস্করণ। মার্চ ২০২৩ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ১,৫৫,৮৩০টি নিবন্ধ, ৭,৪৮,০০০ জন ব্যবহারকারী, ৬ জন প্রশাসক ও ৩,৬৯৫টি ফাইল আছে এবং সর্বমোট সম্পাদনার সংখ্যা ৫৭,৮৯,৭৬৬টি।