বিপ্লবী (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিপ্লবী
বিপ্লবী ছবির একটি দৃশ্য
পরিচালকঅসিত সেন
প্রযোজককালিপ্ৰসাদ বিহানী
সুরকারশিবপ্ৰসাদ ভট্টাচাৰ্য
মুক্তি১৯৫০
দেশভারত
ভাষাঅসমীয়া

বিপ্লবী হল অসিত সেন পরিচালিত এবং কৃষ্ণ ফিল্মসের ব্যানারে কালীপ্রসাদ বিহানি প্রযোজিত ১৯৫০ সালে মুক্তিপ্রাপ্ত একটি অসমিয়া চলচ্চিত্র। বিপ্লবী ছিল পরিচালক অসিত সেনের প্রথম চলচ্চিত্র, যিনি পরবর্তীতে বাংলা ও হিন্দি চলচ্চিত্রের পরিচালক হিসেবে বিখ্যাত হয়েছিলেন। চালচল (বাংলা), পঞ্চতপা (বাঙালি), জীবন-তৃষ্ণা (বাংলা), মমতা (হিন্দি), বিরাজ বাহু (হিন্দি) অসিত সেনের কিছু বিখ্যাত চলচ্চিত্র।[১]

সারাংশ[সম্পাদনা]

চলচ্চিত্রটি ১৯৪২ সালের গণআন্দোলনের উপর ভিত্তি করে নির্মিত হয়।[১] 'বিপ্লবী' একজন বিপ্লবীর গল্প যিনি দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন।[২][৩]

অভিনয়ে[সম্পাদনা]

গান[সম্পাদনা]

শিবপ্রসাদ ভট্টাচার্য ছবিটির সঙ্গীত পরিচালনা করেন। গান লিখেছিলেন ভূপেন হাজারিকা এবং মলিন বরা। এগুলি গেয়েছিলেন ভূপেন হাজারিকা, শিব প্রসাদ ভট্টাচার্য এবং অন্যান্যরা।[৪]

ক্রমিক নং গানের শীর্ষক গানিকার কণ্ঠ
ও আমি তেজাল গাঁবলীয়া, গাঁবরে রাখিম মান, নাঙল যুঁবলীরে পৃথিবী সজাওঁ, র'দতে তিরেবিরায় জান ভূুপেন হাজারিকা এবং অন্যান্য
ও ভারতীরে ও পৃথিবীরে স্বাধীনচিতিয়া দল, ভারতী স্বাধীন হ'ল ভূুপেন হাজারিকা ভূুপেন হাজারিকা
ধূলির ধরাত আপোন পাহরি খেলিছো কেবল ধুূলির খেলা, জীবন নদীর সোঁতত এরিলি বাসনারে ভরা রঙীন খেলা মলিন বরা শিবপ্রসাদ ভট্টাচার্য

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মঞ্চলেখা, পৃঃ ৩১০, অতুলচন্দ্র হাজারিকা, লয়ারস্ বুকষ্টল, গুয়াহাটি, ১৯৯৫ 
  2. "Biplobi- Assamese Film" 
  3. "Assamese Movie List"। ১২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০ 
  4. অসমীয়া বোলছবির গানের সংকলন,পৃঃ ২৪-২৬, সংকলক/সম্পাদন বাবুল দাস, বাণী মন্দির, ডিব্রুগড়। ১৯৮৫।