পারঘাট
অবয়ব
পারঘাট Parghat | |
---|---|
পরিচালক | প্রবীন ফুকন |
প্রযোজক | প্রমথ রাম দাস |
সুরকার | গন্ধর্ব |
প্রযোজনা কোম্পানি | ইন্দ্রপুরী স্টুডিও, কলকাতা |
মুক্তি | ৫ আগষ্ট, ১৯৪৯ |
দেশ | ভারত |
ভাষা | অসমীয়া |
পারঘাট (ইংরেজি: Parghat) প্রমথরাম দাসের প্রাগজ্যোতিষ কলাচিত্র প্রতিষ্ঠান প্রযোজনা করা সপ্তম অসমীয়া চলচ্চিত্র। মুক্তি পেয়েছিল ১৯৪৯ সালের ৫ আগষ্ট। ছবিটির পরিচালনা এবং কাহিনী ছিল প্রবীন ফুকনের। কানি ব্যাপারকে কেন্দ্র করে কাহিনী রচনা হয়েছিল। চিত্রগ্রহণ কলকাতার ইন্দ্রপুরী স্টুডিওতে। এই ছবির মাধ্যমে অভিনেত্রী জ্ঞানদা কাকতি ছবিজগতে প্রথম পা রেখেছিলেন।[১][২]
অভিনয়
[সম্পাদনা]- চন্দ্রকান্ত ফুকন
- প্রবীন ফুকন
- সর্বেশ্বর চক্রবর্তী (মৌজাদার)
- যোগেন্দ্রনাথ বরদলৈ (দোকানী)
- ভূবনেশ্বর বুজরবরুয়া (লগুবা)
- যোগেন্দ্রনাথ বরকাকতি (কৃষ্ণ মণ্ডল)
- জ্ঞানদা কাকতি
- মলয়া দাস[১][২]
সঙ্গীত
[সম্পাদনা]পুরুষোত্তম দাস গন্ধর্ব নামে পারঘাটের সঙ্গীত পরিচালনা করেন।[৩]
ক্রমিক নং | গানের শীর্ষক | গানিকার | কণ্ঠ |
---|---|---|---|
১ | পুবারে মলয়া মন জুরণীয়া, হিয়া পরি যায় শাঁত | পুরুষোত্তম দাস | কমল চৌধুরী, মলয়া দাস |
২ | সন্মুখত দেখি কলীয়া আন্ধার, ভয় নাই তোর ভয় নাই | পুরুষোত্তম দাস | দিলীপ শর্মা |
৩ | কোন দূরে দূরে যায় রূপ জগতর রঙীন দিনর | সুদক্ষিণা শর্মা | |
৪ | তুমি জানো বুজা প্রিয় মোর হৃদয়র শত বেদনাই | পূণ্য প্রসাদ দুবরা | জ্ঞানদা কাকতি |
৫ | জেতুকা বোলেরে বোলাম হাত লাবণী, কেরুরে জিলিকাম কাণ | আনন্দিরাম দাস | |
৬ | শেবালীর পাহীটিরে বুকুরে কথাটি কবলৈ ভাষাটি নাই নাই | সুদক্ষিণা শর্মা | |
৭ | কার আকাশর রামধেনুখনি ক’তে বা লুকাই | ভূপেন হাজারিকা | ভূপেন হাজারিকা |
৮ | কর্মই আমার ধর্ম কর্মই আমার ধর্ম | ভূপেন হাজারিকা | ভূপেন হাজারিকা, পুরুষোত্তম দাস |