নাইজার জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাইজার
দলের লোগো
ডাকনামমেনাস
অ্যাসোসিয়েশননাইজারীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচজঁ-মিখেল কাভালি
অধিনায়কসুলেমান দেলা সাকো
সর্বাধিক ম্যাচকাসালি দাওদা (৭০)
শীর্ষ গোলদাতামুসা মাজু (১৩)
মাঠজেনারেল সেনি কুন্তচে স্টেডিয়াম
ফিফা কোডNIG
ওয়েবসাইটwww.fenifoot.ne
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১১৬ হ্রাস ২ (৩১ মার্চ ২০২২)[১]
সর্বোচ্চ৬৮ (নভেম্বর ১৯৯৪)
সর্বনিম্ন১৯৬ (আগস্ট ২০০২)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৫০ হ্রাস ৪ (৩০ এপ্রিল ২০২২)[২]
সর্বোচ্চ১০৩ (জুলাই ১৯৯১)
সর্বনিম্ন১৪৬ (ডিসেম্বর ১৯৮০)
প্রথম আন্তর্জাতিক খেলা
 নাইজার ২–২ চাদ 
(আবিজান, কোত দিভোয়ার; ২৫ ডিসেম্বর ১৯৬১)
বৃহত্তম জয়
 নাইজার ৭–১ মৌরিতানিয়া 
(নিয়ামে, নাইজার; ১২ অক্টোবর ১৯৯০)
বৃহত্তম পরাজয়
 কঙ্গো ১০–০ নাইজার 
(আবিজান, কোত দিভোয়ার; ২৭ ডিসেম্বর ১৯৬১)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ২ (২০১২-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১২, ২০১৩)

নাইজার জাতীয় ফুটবল দল (ইংরেজি: Niger national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে নাইজারের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম নাইজারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নাইজারীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[৩][৪] এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৫ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৬১ সালের ২৫শে ডিসেম্বর তারিখে, নাইজার প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কোত দিভোয়ারের আবিজানে অনুষ্ঠিত নাইজার এবং চাদের মধ্যকার উক্ত ম্যাচটি ২–২ গোলের ড্র হয়েছে।

৫০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট জেনারেল সেনি কুন্তচে স্টেডিয়ামে মেনাস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জঁ-মিখেল কাভালি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন জিএনএনের মধ্যমাঠের খেলোয়াড় সুলেমান দেলা সাকো

নাইজার এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে নাইজার এপর্যন্ত ২ বার অংশগ্রহণ করেছে, যার প্রত্যেকবার তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে।

কাসালি দাওদা, ইদ্রিসা লাওয়ালি, কফি দান কোয়া, মুসা মাজু এবং সুলেমান দেলা সাকোর মতো খেলোয়াড়গণ নাইজারের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৪ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নাইজার তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৬৮তম) অর্জন করে এবং ২০০২ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৯৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে নাইজারের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১০৩তম (যা তারা ১৯৯১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৪৬। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১১৪ বৃদ্ধি  তাজিকিস্তান ১১৫৯.৪২
১১৫ হ্রাস  গিনি-বিসাউ ১১৫৮.৬২
১১৬ হ্রাস  নাইজার ১১৫৩.২৩
১১৭ বৃদ্ধি  লিবিয়া ১১৪৯.৬৩
১১৮ বৃদ্ধি  গুয়াতেমালা ১১৪৭.৮৫
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৪৮ হ্রাস ১১  বারমুডা ১২৪৮
১৪৮ হ্রাস  ফ্যারো দ্বীপপুঞ্জ ১২৪৮
১৫০ হ্রাস  নাইজার ১২৪১
১৫১ অপরিবর্তিত  ফিজি ১২৩৬
১৫২ বৃদ্ধি  নিকারাগুয়া ১২৩৪

প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
উরুগুয়ে ১৯৩০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮ উত্তীর্ণ হয়নি
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬ প্রত্যাহার প্রত্যাহার
ইতালি ১৯৯০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ উত্তীর্ণ হয়নি
ফ্রান্স ১৯৯৮ প্রত্যাহার প্রত্যাহার
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
জার্মানি ২০০৬ উত্তীর্ণ হয়নি
দক্ষিণ আফ্রিকা ২০১০ ১১
ব্রাজিল ২০১৪ ১২
রাশিয়া ২০১৮
কাতার ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/২১ ৩০ ১৬ ২৭ ৪৮

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 
  3. Orange 2012 Afcon qualifiers :130 Million FCFA for the Menas ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১১-১১-০৯ তারিখে. 22/05/2011 StarAfrica sports.
  4. Menas to test Pharaohs form. Confederation of African Football. 10-09-2010

বহিঃসংযোগ[সম্পাদনা]