মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল
![]() | |||
ডাকনাম | বন্য জন্তু | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | মধ্য আফ্রিকান ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | ফ্রঁসোয়া জাহুই | ||
অধিনায়ক | জেফ্রি কন্দোগবিয়া | ||
সর্বাধিক ম্যাচ | ফক্সি কেথেবোয়ামা (৪২) | ||
শীর্ষ গোলদাতা | ইলার মমি (১০) | ||
মাঠ | বার্থেলেমি বোগান্দা স্টেডিয়াম | ||
ফিফা কোড | CTA | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৩১ ![]() | ||
সর্বোচ্চ | ৪৯ (অক্টোবর ২০১২) | ||
সর্বনিম্ন | ২০২ (জুলাই–সেপ্টেম্বর ২০০৯, মার্চ–আগস্ট ২০১০) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১৪৩ ![]() | ||
সর্বোচ্চ | ৭৯ (১৯৫৬) | ||
সর্বনিম্ন | ১৬৪ (২০০৭–২০০৯) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (উবাঙ্গি-শারি; ১৯৫৬)[৩] | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (উবাঙ্গি-শারি; ১৯৫৬) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (আবিজান, কোত দিভোয়ার; ২৭ ডিসেম্বর ১৯৬১) |
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল (ইংরেজি: Central African Republic national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মধ্য আফ্রিকান ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৮ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৬ সালে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; উবাঙ্গি-শারিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র উবাঙ্গি-শারি হিসেবে ফরাসি ক্যামেরুনকে কাছে ৫–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
৫০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট বার্থেলেমি বোগান্দা স্টেডিয়ামে বন্য জন্তু নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঁগিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফ্রঁসোয়া জাহুই এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আতলেতিকো মাদ্রিদের মধ্যমাঠের খেলোয়াড় জেফ্রি কন্দোগবিয়া।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সেও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।
নরমান বোকান্দা, ফক্সি কেথেবোয়ামা, ফ্রাঙ্কলিন আনজিতে, ইলার মমি এবং জেফ্রি কন্দোগবিয়ার মতো খেলোয়াড়গণ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং[সম্পাদনা]
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১২ সালের অক্টোবর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৪৯তম) অর্জন করে এবং ২০০৯ সালের জুলাই মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ২০২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৭৯তম (যা তারা ১৯৫৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৬৪। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১২৯ | ![]() |
![]() |
১১২৭.০৫ |
১৩০ | ![]() |
![]() |
১১২৩.৭৯ |
১৩১ | ![]() |
![]() |
১১২২.০৮ |
১৩২ | ![]() |
![]() |
১১১৮.৪ |
১৩৩ | ![]() |
![]() |
১১১৭.৮৯ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১৪১ | ![]() |
![]() |
১২৬৯ |
১৪২ | ![]() |
![]() |
১২৬৬ |
১৪৩ | ![]() |
![]() |
১২৬০ |
১৪৩ | ![]() |
![]() |
১২৬০ |
১৪৫ | ![]() |
![]() |
১২৫৮ |
১৪৫ | ![]() |
![]() |
১২৫৮ |
১৪৫ | ![]() |
![]() |
১২৫৮ |
প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() |
প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
![]() |
অযোগ্য ঘোষিত | অযোগ্য ঘোষিত | |||||||||||||
![]() |
অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() ![]() |
উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ০ | ২ | ১ | ৪ | ||||||||
![]() |
প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ৬ | ১ | ০ | ৫ | ৫ | ১২ | ||||||||
![]() |
২ | ০ | ১ | ১ | ২ | ৫ | |||||||||
![]() |
অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ১০ | ২ | ২ | ৬ | ১১ | ১৯ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ Barrie Courtney। "Central African Republic – List of International Matches"। RSSSF। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-০৩।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ফিফা-এ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ আগস্ট ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল (ইংরেজি)