মাল্টা জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাল্টা
ডাকনামমাল্টার যোদ্ধা
অ্যাসোসিয়েশনমাল্টা ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচদেভিস মানৎসা
অধিনায়কমাইকেল মিফসাড
সর্বাধিক ম্যাচমাইকেল মিফসাড (১৪৩)
শীর্ষ গোলদাতামাইকেল মিফসাড (৪২)
মাঠতা' কালি জাতীয় স্টেডিয়াম
ফিফা কোডMLT
ওয়েবসাইটwww.mfa.com.mt
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৭২ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ৬৬ (সেপ্টেম্বর ১৯৯৪, সেপ্টেম্বর ১৯৯৫)
সর্বনিম্ন১৯১ (জুলাই ২০১৭, সেপ্টেম্বর ২০১৭)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৫৫ হ্রাস ১০ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ৯৮ (ফেব্রুয়ারি ১৯৯২)
সর্বনিম্ন১৭১ (সেপ্টেম্বর ২০২০)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মাল্টা ২–৩ অস্ট্রিয়া 
(জিরা, মাল্টা; ২৪ ফেব্রুয়ারি ১৯৫৭)
বৃহত্তম জয়
 মাল্টা ৭–১ লিশটেনস্টাইন 
(তা' কালি, মাল্টা; ২৬ মার্চ ২০০৮)
বৃহত্তম পরাজয়
 স্পেন ১২–১ মাল্টা 
(সেভিয়া, স্পেন; ২১ ডিসেম্বর ১৯৮৩)

মাল্টা জাতীয় ফুটবল দল (মাল্টীয়: Tim nazzjonali tal-futbol ta' Malta, ইংরেজি: Malta national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মাল্টার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মাল্টার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মাল্টা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৫৯ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬০ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৭ সালের ২৪শে ফেব্রুয়ারি তারিখে, মাল্টা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মাল্টার জিরায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে মাল্টা অস্ট্রিয়ার কাছে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।[৩]

১৭,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট তা' কালি জাতীয় স্টেডিয়ামে মাল্টার যোদ্ধা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মাল্টার রাজধানী তা' কালিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দেভিস মানৎসা এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মোস্টার আক্রমণভাগের খেলোয়াড় মাইকেল মিফসাড

মাল্টা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও মাল্টা এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

মাইকেল মিফসাড, ডেভিড কারাবট, গিলবের্ত আগিয়াস, কার্মেল বাসুত্তিল এবং আন্দ্রেই আগিয়াসের মতো খেলোয়াড়গণ মাল্টার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৪ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মাল্টা তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (৬৬তম) অর্জন করে এবং ২০১৭ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৯১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মাল্টার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৯৮তম (যা তারা ১৯৯২ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৭০ হ্রাস  ভানুয়াতু ৯৮০.৩৩
১৭১ অপরিবর্তিত  বারমুডা ৯৭২.৩৬
১৭২ অপরিবর্তিত  মাল্টা ৯৬৭.২৯
১৭৩ অপরিবর্তিত  সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ ৯৫৩.৪৭
১৭৪ অপরিবর্তিত  গ্রেনাডা ৯৫০.৯৯
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৫৩ হ্রাস ১১  ইন্দোনেশিয়া ১২৫৮
১৫৩ হ্রাস ১৪  ইসোয়াতিনি ১২৫৮
১৫৫ হ্রাস ১০  মাল্টা ১২৫০
১৫৬ অপরিবর্তিত  লেসোথো ১২৪২
১৫৭ হ্রাস  নাইজার ১২৪০

প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
উরুগুয়ে ১৯৩০ ফিফার সদস্য ছিল না ফিফার সদস্য ছিল না
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪ উত্তীর্ণ হয়নি ২০
আর্জেন্টিনা ১৯৭৮ ২৭
স্পেন ১৯৮২ ১৫
মেক্সিকো ১৯৮৬ ২৫
ইতালি ১৯৯০ ১৮
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ ১০ ২৩
ফ্রান্স ১৯৯৮ ১০ ১০ ৩৭
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২ ১০ ২৪
জার্মানি ২০০৬ ১০ ৩২
দক্ষিণ আফ্রিকা ২০১০ ১০ ২৬
ব্রাজিল ২০১৪ ১০ ২৮
রাশিয়া ২০১৮ ১০ ২৫
কাতার ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/২১ ১০২ ১০ ৯০ ৩৩ ৩০০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 
  3. Baldacchino, Carmel (৬ ফেব্রুয়ারি ২০০৭)। "Malta's late rally thrills home crowd on debut"Times of Malta। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]