মৌরিতানিয়া জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৌরিতানিয়া
দলের লোগো
ডাকনামচিঙ্গুয়েত্তির সিংহ
অ্যাসোসিয়েশনমৌরিতানিয়া ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচকোরঁত্যাঁ মারত্যাঁ
অধিনায়কআব্দুল বা
সর্বাধিক ম্যাচবিসাম (৫৫)
শীর্ষ গোলদাতাবিসাম (১২)
মাঠনুওয়াকশুত অলিম্পিক স্টেডিয়াম
ফিফা কোডMTN
ওয়েবসাইটwww.ffrim.org
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১০৫ হ্রাস ২ (৬ এপ্রিল ২০২৩)[১]
সর্বোচ্চ৮১ (জুলাই ২০১৭)
সর্বনিম্ন২০৬ (নভেম্বর ২০১২ – জানুয়ারি ২০১৩)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১২২ হ্রাস ১৪ (৩০ এপ্রিল ২০২২)[২]
সর্বোচ্চ১১৬ (জানুয়ারি ২০১৯)
সর্বনিম্ন১৮২ (নভেম্বর ১৯৯৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মালাগাসি প্রজাতন্ত্র ৫–১ মৌরিতানিয়া 
(আবিজান, কোত দিভোয়ার; ২৫ ডিসেম্বর ১৯৬১)
বৃহত্তম জয়
 মৌরিতানিয়া ৮–২ সোমালিয়া 
(বৈরুত, লেবানন; ২৭ ডিসেম্বর ২০০৬)
বৃহত্তম পরাজয়
 গিনি ১৪–০ মৌরিতানিয়া 
(গিনি; ২০ মে ১৯৭২)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ১ (২০১৯-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১৯)

মৌরিতানিয়া জাতীয় ফুটবল দল (ইংরেজি: Mauritania national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মৌরিতানিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মৌরিতানিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মৌরিতানিয়া ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৭০ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে।[৩] ১৯৬১ সালের ২৫শে ডিসেম্বর তারিখে, মৌরিতানিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কোত দিভোয়ারের আবিজানে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মৌরিতানিয়া মালাগাসি প্রজাতন্ত্রের কাছে ৫–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

২০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট নুওয়াকশুত অলিম্পিক স্টেডিয়ামে চিঙ্গুয়েত্তির সিংহ নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মৌরিতানিয়ার রাজধানী নুওয়াকশুতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কোরঁত্যাঁ মারত্যাঁ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মুলুদিয়া উজদার রক্ষণভাগের খেলোয়াড় আব্দুল বা

মৌরিতানিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে মৌরিতানিয়া এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল।

বিসাম, ইসমাইল দিয়াকিতে, আব্দু লতিক গেয়ে, আব্দুল বা এবং মুক্তার সিদি আল হাসিনের মতো খেলোয়াড়গণ মৌরিতানিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৭ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মৌরিতানিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৮১তম) অর্জন করে এবং ২০১২ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২০৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মৌরিতানিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১১৬তম (যা তারা ২০১৯ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৮২। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৬ এপ্রিল ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১০৩ হ্রাস  কঙ্গো ১১৯৭.৮৯
১০৪ অপরিবর্তিত  ত্রিনিদাদ ও টোবাগো ১১৯৭.৬১
১০৫ হ্রাস  মৌরিতানিয়া ১১৯৪.২৮
১০৬ বৃদ্ধি  নামিবিয়া ১১৯০.৪৯
১০৭ অপরিবর্তিত  কসোভো ১১৮৬.২৬
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১২১ হ্রাস  সাইপ্রাস ১৩৩৫
১২২ হ্রাস ১৪  মৌরিতানিয়া ১৩৩৩
১২৩ বৃদ্ধি  কাজাখস্তান ১৩৩১
১২৩ বৃদ্ধি  ইথিওপিয়া ১৩৩১

প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
উরুগুয়ে ১৯৩০ ফ্রান্সের অংশ ছিল ফ্রান্সের অংশ ছিল
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮ উত্তীর্ণ হয়নি
স্পেন ১৯৮২ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪
ফ্রান্স ১৯৯৮ উত্তীর্ণ হয়নি
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২
জার্মানি ২০০৬
দক্ষিণ আফ্রিকা ২০১০ ১২
ব্রাজিল ২০১৪ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
রাশিয়া ২০১৮ উত্তীর্ণ হয়নি
কাতার ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/২১ ১৬ ১১ ১৩ ৩১

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৬ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২ 
  3. CAF and FIFA, 50 years of African football - the DVD, 2009

বহিঃসংযোগ[সম্পাদনা]