দেবনগর ইউনিয়ন
দেবনগর | |
---|---|
ইউনিয়ন | |
৭ নং দেবনগড় ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে দেবনগর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°২৯′১১″ উত্তর ৮৮°৩০′৪২″ পূর্ব / ২৬.৪৮৬৩৯° উত্তর ৮৮.৫১১৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
উপজেলা | তেঁতুলিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | সলেমান আলী |
আয়তন | |
• মোট | ১৮ বর্গকিমি (৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৪,৭৯০ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.০০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫০৩০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
দেবনগর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউপি কার্যালয়টি মাগুরমাড়ি বাজারে অবস্থিত।
প্রাক্তন চেয়ারম্যান[সম্পাদনা]
- মরহুম ময়নুল হক
- মরহুম এলাহি ব্ক্স
- মরহুম ডা. দবির উদ্দীন
- মরহুম আতিকুর রহমান
- মরহুম মনসুর আলম
- মো. তরিকুল ইসলাম
- মো. মহসিনউল হক
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
দেবনগর ইউনিয়ন তেতুলিয়া উপজেলার আওতাধীন ৭ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম তেতুলিয়া থানার অধীন। এটি জাতীয় সংসদের ১ নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ এর অংশ। এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:
- শিবচন্ডী
- জয়গুনজোত
- কালিয়ামনি
- ঝালিঙ্গী
- ধান শুকা
- বালুবাড়ি
- নন্দ গছ
- শিতা পাড়া
- হেংঙ্গাডোবা
- ডাঙ্গা পাড়া
- সিপাইপাড়া
- খেকিডাঙ্গী
- আমজুয়ানী
- মন্ডল পাড়া
- খল্টা পাড়া
- কোন পাড়া
- সাতমেরা
- আতমাগছ
- কলেজ পাড়া
- আঠারোখাড়ী
- নিজ বাড়ি
- পাথর ঘাটা
- মাগুরমারী
- হাওয়াজোত
- সতরমগছ
- হরবাবী
- বাদিয়া গছ
- ঊষাপাড়া
- লথিব গছ
- শিতলী পাড়া
- ফতুয়া পাড়া
- সুরীগছ
- খাটিয়া গছ
- নাওয়া পাড়া
- জঙ্গল বাড়ী
- দলুয়া গছ
- মাছ গ্রাম
- ব্রমতোল
- শামিত্ম জোত
- দেবুপাড়া
- শেখ গছ
- বানিয়া পাড়া
- ভুটু জোত
- পাঠান পাড়া
- বাংলাচন্ডী
- মানিক ডোবা
- সরকার পাড়া
- মন্ডল পাড়া
- হাটু পাড়া
- টটুয়া পাড়া
- ঝাড়বাড়ী
- কামাত পাড়া
- গাছ বাড়ী
- ঠিলাপাড়া
- বন্দর পাড়া
- ময়নাগুরী
- গণিপাড়া
জনসংখ্যা[সম্পাদনা]
জনসংখ্যা ২৪,৭৯০ জন। এর মধ্যে নারী ১২,২২০ জন ও পুরুষ ১২,৫৭০ জন।
শিক্ষা[সম্পাদনা]
এই ইউনিয়নে শিক্ষার হার- ৫১.০০%। ইউনিয়নটিতে ৭টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসা, ১ টি ডিগ্রি কলেজ রয়েছে। উল্লেখ যোর্গ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো:
- ভজনপুর ডিগ্রী কলেজ
- ভজনপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়
- আমজুয়ানী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়
- দেবনগড় দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়
- ময়নাগুড়ি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়
- ময়নুল হক বালিকা উচ্চ বিদ্যালয়
- পমিজ উদ্দীন দাখিল মাদ্রাসা মাগুরমারী চৌরাস্তা
- পাঠানপাড়া দাখিল মাদ্রাসা
দর্শনীয় স্থান[সম্পাদনা]
শুকানী বাঁশের ব্রিজ
সমতল ভূমির চা বাগান
এগ্রোটেক ভিলেজ মাগুরমারী (বর্তমানে বন্ধ)
যোগাযোগব্যবস্থা[সম্পাদনা]
দেবনগর ইউনিয়নের যোগাযোগের প্রধান রাস্তা হচ্ছে ঢাকা - বাংলাবান্ধা এন৫ (বাংলাদেশ) জাতীয় মহাসড়ক। তেতুলিয়া উপজেলা কার্যালয় থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলো মিটার। তেঁতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কের পাশে মাগুরমারী চৌরাস্তা বাজারে ইউনিয়ন পরিষদ টি অবস্থিত। বাস, ইজিবাইক, ভ্যান ও মটর সাইকেল প্রধান বাহন।