বাংলাবান্ধা ইউনিয়ন
বাংলাবান্ধা | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে বাংলাবান্ধা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°৩৭′৪৬.২০″ উত্তর ৮৮°২৪′৪৫.৩৬″ পূর্ব / ২৬.৬২৯৫০০০° উত্তর ৮৮.৪১২৬০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
উপজেলা | তেঁতুলিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মো: কুদরত- ই খুদা মিলন |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
বাংলাবান্ধা বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার অন্তর্গত তেতুলিয়া উপজেলার একটি ইউনিয়ন। এটি বাংলাদেশের সর্ব উত্তরের ইউনিয়ন।[১] বাংলাদেশের সর্ব উত্তরের স্থলবন্দরটিও এখানে অবস্থিত।
আয়তন[সম্পাদনা]
২১ বর্গকিলোমিটার বিস্তৃত এলাকা
অবস্থান[সম্পাদনা]
তেতুলিয়া উপজেলার সদর হতে বাংলাবান্ধার দূরত্ব ১২ কিলোমিটার। বাংলাবান্ধা থেকে ভারতের শিলিগুড়ি শহর মাত্র সাত কিলোমিটার এবং দার্জিলিং মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। আর বাংলাবান্ধা থেকে নেপালের কাকরভিটা সীমান্ত মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে।[২] এন৫ (বাংলাদেশ) মহাসড়কটি বাংলাবান্ধা সিমান্ত এসে শেষ হয়েছে।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
এই ইউনিয়নে নয়টি ওয়ার্ড এবং ২৬ টি গ্রাম আছে। [১] গ্রাম সমূহের নামঃ- ঝাড়ুয়াপাড়া, বাংলাবান্ধা, জায়গীরজোট, পাগলীডাঙ্গী, ঘাটিয়ারপাড়া, সরদার পাড়া, বাইনগছ, নিধীগছ, ভুগরী ভিটা, উকিলজোত, সন্যাসী পাড়া, সিপাই পাড়া, হাওয়া জোত, দিঘলগাও, চতুরাগছ, ধাইজান, হাজী পাড়া, পাঠান পাড়া, জামাদারগছ, দক্ষিণ কাশিমগঞ্জ, উত্তর কাশিমগঞ্জ, হুলাসুজোত, গেয়ালগছ, পেদীভিটা, ফুটকীবাড়ী এবং নারায়নজোত।
স্থলবন্দর[সম্পাদনা]
বাংলাদেশের সর্ব উত্তরের স্থলবন্দরটি এখানে অবস্থিত। বাংলাবান্ধা স্থলবন্দরের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য সম্পাদিত হয়। সীমান্তের ওপাড়ে ভারত-এর ফুলবাড়ি। । ১৯৯৭ সালের ১১ই সেপ্টেম্বর থেকে নেপাল-বাংলাদেশের মাঝে সীমিত আকারে বাণিজ্য অব্যহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগ এর ফলে এলাকাটির ব্যাপক উন্নতি সাধিত হয়েছেএএ
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ ইউনিয়ন তথ্য বাতায়ন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দৈনিক প্রথম আলো"। ২০১৭-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১২।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |