পামুলী ইউনিয়ন
পামুলী | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
উপজেলা | দেবীগঞ্জ উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পামুলী ইউনিয়ন বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
আয়তন[সম্পাদনা]
এই ইউনিয়নের আয়তন ২১ বর্গকিলোমিটার (৫২৮০ একর)[১]।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
এই ইউনিয়নের অধীনে ৩টি ওয়ার্ড রয়েছে। এই এলাকায় গ্রামের সংখ্যা মোট ১৪টি।
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
এই এলাকায় সর্বমোট ১৯৬০৭ জন বাস করে ।
শিক্ষা[সম্পাদনা]
এই এলাকায় ১১টি প্রাথমিক বিদ্যালয়. ৬টি উচ্চ বিদ্যালয় এবং ৩টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে । এই ইউনিয়নের শিক্ষার হার শতকরা প্রায় ৬৫%। ৬ টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে কালুর হাট কে,সি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর মান প্রত্যেক বছর নতুন মুখে উজ্জিবিত হয়। এ বিদ্যালয় থেকেই লেখাপড়া করেছেন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও উদ্দোক্তা জনাব শিশির আসাদ। তারপরের স্থানে রয়েছে রফিকা মতিন বালিকা উচ্চ বিদ্যালয়।
চিকিৎসা[সম্পাদনা]
এই ইউনিয়নে ১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র, ১টি উপস্বাস্থ্য কেন্দ্র এবং ১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
রাজধানী ঢাকা থেকে ঢাকা-ভায়া- দেবীগঞ্জ ভায়া পঞ্চগড় হাইওয়ে রোডের লক্ষীরহাট চৌরাস্তা হতে ১.৫ কি.মি দক্ষিণে, মৌমারী হতে ১.৫ কি.মি উত্তরে পামুলী ইউনিয়ন কমপ্লেক্স ভবন অবস্থিত
মুক্তিযোদ্ধার তালিকা[২][সম্পাদনা]
ক্রমিক নং | মুক্তিযোদ্ধার নাম | পিতার নাম | ঠিকানা |
---|---|---|---|
১ | শ্রী ধনেশ্বর রায় | টেপুরাম রায় | গ্রামঃ খোচাবাড়ী পামুলী,
দেবীগঞ্জ,পঞ্চগড় |
২ | শ্রী রমেশ চন্দ্র রায় | মৃত- পবির চন্দ্র রায় | গ্রামঃ খোচাবাড়ী পামুলী,
দেবীগঞ্জ,পঞ্চগড় |
৩ | আব্দুল মজিদ | মৃত- হজরত আলী | গ্রামঃ কালুরহাট,
দেবীগঞ্জ,পঞ্চগড় |
৪ | শ্রী ভুপেন্দ্রনাথ বর্মন | মৃত- রমনী মোহন বর্মন | গ্রামঃ জোতশুকুর,পামুলী,
দেবীগঞ্জ পঞ্চগড় |
৫ | সমারু বর্মন | জংগুলু বর্মন | গ্রামঃ,পামুলী সরকারপাড়া,
দেবীগঞ্জ, পঞ্চগড় |
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- র্যালফ চৌধুরী সাবেক ইউপি চেয়ারম্যান
- তানভীর যোবায়ের হোসেন ডিউক সাবেক ইউপি চেয়ারম্যান
- মৌলভী কফিলউদ্দিন আহমদ আবেদ ও সাবেক মুয়াজ্জিন বায়তুন নুর জামে মসজিদ
- শিশির আসাদ লেখক, কলামিস্ট ও উদ্দোক্তা
তথ্য সূত্র[সম্পাদনা]
- ↑ "পামুলী ইউনিয়নের আয়তন"। www.lcgbangladesh.org। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৪।
- ↑ "মুক্তিযোদ্ধার তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]