কামাত কাজলদিঘী ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কামাত কাজলদিঘী
ইউনিয়ন
৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাপঞ্চগড় জেলা
উপজেলাপঞ্চগড় সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠা১৯৭১
সরকার
 • ইউপি চেয়ারম্যানমো: তোফায়েল প্রধান
আয়তন
 • মোট৯ বর্গকিমি (৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৬,৮০০
 • জনঘনত্ব১,৯০০/বর্গকিমি (৪,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫০০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন বাংলাদেশের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]

ইতিহাস[সম্পাদনা]

কামাত কাজলদিঘী ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে। এই পরিষদ এর আগে বর্তমান ৫নং চাকলাহাট ইউ.পি এর অন্তভুক্ত ছিল। ৪নং কামাত কাজলদিঘী ইউ.পি কমপ্লেক্স ভবন ২৭-০৫-২০০৪ ইং সালে পূন নিমিত হয়।[২]

নামকরণ[সম্পাদনা]

এ ইউনিয়ন পরিষদটি গলেহা গ্রামের গলেহা হাটে অবস্থিত। কামাত কাজলদিঘী মৌজার (জে এল নং-৪১) নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয় কামাত কাজলদিঘী ইউনিয়ন।

ভৌগোলিক উপাত্ত[সম্পাদনা]

প্রশাসনিক উপাত্ত[সম্পাদনা]

এই ইউনিয়টির মৌজা-৭টি এবং ৩৭টি গ্রামের সমন্বয়ে গঠিত। তন্মধ্যে-

  1. ঠুটাপাখুরী
  2. ফুলপাড়া
  3. চছপাড়া
  4. সরকার পাড়া
  5. কুন্দের আলীপাড়া
  6. খংগা পাড়া
  7. কাটা বাড়ী
  8. ডিয়াবাড়ী
  9. নলকুড়া
  10. টেংনা পাড়া
  11. কুচিয়ামোড়।[২]

শিক্ষাব্যবস্থা[সম্পাদনা]

  • কলেজ-১টি
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-৬টি
  • মাদ্রাসা-৯টি
  • প্রাথমিক বিদ্যালয়-১২টি।[২]

ভাষা ও সংস্কৃতি[সম্পাদনা]

  • ভাষাঃ এ অঞ্চলের মানুষ সাধারনত বাংলা ভাষায় কথা বলেন ।
  • সংস্কৃতিঃ এ অঞ্চলের সংস্কৃতি ছিল বেশ পুরোনো এখানে পাখি, গোল্লাছুট, হাডুডু, ইত্যাদি খেলা ছাড়াও জারী গান বাউল গান, শরীয়ত মারফত গান ইত্যাদি বেশ পুরোনো সংস্কৃতি।

স্বাস্থ্যসেবা[সম্পাদনা]

  • ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ ০২ টি ।
  • মাতৃ সদন কেন্দ্র : ০১টি।
  • স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করে  : ৩১১৬ টি পরিবার।
  • স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করে না  : ৩১০ টি পরিবার।
  • স্বাস্থ্য সম্মত পায়খানা নাই  : ২১৩ টি পরিবার।[২]

অর্থনীতি[সম্পাদনা]

বিভিন্ন জাতের ধান, পাট, তামাক, ভুট্টার পাশাপাশি এ এলাকায় চা এর ব্যাপক আবাদ হচ্ছে।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

  • পঞ্চগড় বাজার হইতে জালাসী মোড় হয়ে পূব উত্তরে পাঁচ কিলোমিটার দূরে গলেহা হাট নামক স্থানে মনোরম পরিবেশে অবস্থিত ।[২]

কৃতি ব্যক্তিত্ত্ব[সম্পাদনা]

দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা[সম্পাদনা]

  • কাজলদিঘী গলেহা উচ্চ বিদ্যালয় মাঠ

বিবিধ[সম্পাদনা]

  • মসজিদঃ ৩১
  • মন্দিরঃ ৪ টি
  • ব্যাংকঃ ০১ টি
  • হাট ও বাজারঃ ০৪টি-১। টুনিরহাট ২। গলেহা হাট ৩। পেত্তানীর হাট ও ৪। তালমা হাট
  • ডাকঘরঃ ০১টি ।
  • ব্যাংক-১টি।[২]

জমি[সম্পাদনা]

  • আবাদী জমির পরিমান : ৩.৯৫০ একর।
  • অনাবাদি জমির পরিমানঃ ১.৮৫০ একর ।[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. উপজেলা, পঞ্চগড় সদর (২ আগস্ট ২০২১)। "পঞ্চগড় সদর উপজেলা"পঞ্চগড় সদর উপজেলা। ২৪ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১ 
  2. ইউনিয়ন, কামাত কাজলদিঘী ই (২ আগস্ট ২০২১)। "কামাত কাজলদিঘী ইউনিয়ন"কামাত কাজলদিঘী ইউনিয়ন। ২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১ 

টেমপ্লেট:পঞ্চগড় বিষয়ক