বিষয়বস্তুতে চলুন

জেমস ম্যাডিসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেমস ম্যাডিসন
প্রতিকৃতি, ১৮১৬
৪র্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
৪ মার্চ, ১৮০৯ – ৪ মার্চ, ১৮১৭[]
উপরাষ্ট্রপতি
পূর্বসূরীথমাস জেফারসন
উত্তরসূরীজেমস মনরো
৫ম মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী
কাজের মেয়াদ
২ মে, ১৮০১ – ৩ মার্চ, ১৮০৯[]
রাষ্ট্রপতিথমাস জেফারসন
পূর্বসূরীজন মার্শাল
উত্তরসূরীরবার্ট স্মিথ
কাজের মেয়াদ
৪ মার্চ, ১৭৮৯ – ৪ মার্চ, ১৭৯৭[]
পূর্বসূরীআসন প্রতিষ্ঠিত
উত্তরসূরীজন ডসন
নির্বাচনী এলাকা
কনফেডারেশনের কংগ্রেস-এ ভিরজিনিয়া থেকে প্রতিনিধি
কাজের মেয়াদ
৬ নভেম্বর, ১৭৮৬ – ৩০ অক্টোবর, ১৭৮৭[]
কাজের মেয়াদ
১ মার্চ, ১৭৮১ – ১ নভেম্বর, ১৭৮৩
ব্যক্তিগত বিবরণ
জন্মজেমস ম্যাডিসন জুনিয়র
(১৭৫১-০৩-১৬)১৬ মার্চ ১৭৫১
পোর্ট কনওয়ে, ভিরজিনিয়া, ব্রিটিশ আমেরিকা
মৃত্যু২৮ জুন ১৮৩৬(1836-06-28) (বয়স ৮৫)
মন্টপেলিয়ার, অরেঞ্জ কাউন্টি, ভিরজিনিয়া, যুক্তরাষ্ট্র
সমাধিস্থলমন্টপেলিয়ার, অরেঞ্জ কাউন্টি, ভিরজিনিয়া, যুক্তরাষ্ট্র
রাজনৈতিক দলগণতান্ত্রিক-রিপাবলিকান পার্টি
অন্যান্য
রাজনৈতিক দল
ফেডারালিস্ট (১৭৯১ পর্যন্ত)[][]
উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি[]
দাম্পত্য সঙ্গীডলি পেইন (বি. ১৭৯৪)
পিতামাতা
শিক্ষানিউ জার্সি কলেজ (বিএ)
স্বাক্ষরজেমস ম্যাডিসনের স্বাক্ষর
সামরিক পরিষেবা
আনুগত্যমার্কিন যুক্তরাষ্ট্র
শাখাভিরজিনিয়া মিলিশিয়া
কাজের মেয়াদ১৭৭৫–১৭৭৬
১৮১৪
পদকর্নেল
প্রধান সেনাপতি
ইউনিটঅরেঞ্জ কাউন্টি মিলিশিয়া
যুদ্ধ

জেমস ম্যাডিসন (১৬ মার্চ ১৭৫১ [পুরোনো শৈলীতে ৫ মার্চ ১৭৫০] - ২৮ জুন, ১৮৩৬) ছিলেন মার্কিন রাজনীতিবিদ, কূটনীতিবিদ এবং মার্কিন প্রতিষ্ঠাতা পিতা যিনি ১৮০৯ থেকে ১৮১৭ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এবং অধিকার বিলের খসড়া প্রণয়ন ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ম্যাডিসনকে "সংবিধানের জনক" হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জেমস ম্যাডিসন জুনিয়র ১৭৫১ সালের ১৬ই মার্চ (৫ই মার্চ ১৭৫১, পুরনো স্টাইল, জুলীয় বর্ষপঞ্জী) ভার্জিনিয়ার পোর্ট কনওয়ের নিকটবর্তী বেলে গ্রোভ প্লান্টেশনে জন্মগ্রহণ করেন। তার পিতা জেমস ম্যাডিসন সিনয়র টোবাকো প্লান্টার ছিলেন। তিনি মাউন্ট পিজেন্টে এক প্লান্টেশনে বেড়ে ওঠেন এবং বয়ঃপ্রাপ্ত হলে উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিক হন। তিনি পরবর্তীতে আরও সম্পত্তি, দাস ও ৫,০০০ একর জমির মালিক হন এবং পিয়েডমন্টের সবচেয়ে বড় জমিদার হয়ে ওঠেন। জেমসের মাতা নেলি কনওয়ে ম্যাডিসন পোর্ট কনওয়েতে জন্মগ্রহণ করেন। তিনি সেখানকার প্রখ্যাত প্লান্টার ও টোবাকো ব্যবসায়ীর কন্যা।[]} জেমস তার ১২ ভাইবোনের সর্বজ্যেষ্ঠ ছিলেন। তার সাত ভাই ও চার বোনের মধ্যে ছয়জন পূর্ণবয়স্ক হওয়ার পূর্বে মারা যায়। ১৭৬০-এর দশকে ম্যাডিসন পরিবার মন্টপেলিয়ার নামক নতুন বাড়িতে বসবাস শুরু করেন।[১০]

  1. উপ-রাষ্ট্রপতি ক্লিনটন ও জেরি দায়িত্বে থাকা অবস্থায় মারা যান। ১৯৬৭ সালে মার্কিন সংবিধানের পঁচিশতম সংশোধনী গৃহীত হওয়ার আগে পর্যন্ত কোনো উপ-রাষ্ট্রপতি পদ শূন্য হলে তা পূরণের কোনো ব্যবস্থা ছিল না।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Banning 2000
  2. Billias 1976, পৃ. 329।
  3. Rutland 1990, পৃ. 19।
  4. Labunski 2006, পৃ. 148–150।
  5. Wills 2002, পৃ. 12–13।
  6. "The Federalist and the Republican Party"PBS। ডিসেম্বর ৬, ২০১৮। ডিসেম্বর ২৪, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০২৪ 
  7. "James Madison - Founding Father, Constitution, Federalist"Encyclopædia Britannica। ডিসেম্বর ১৬, ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৯, ২০২৪ 
  8. Kane 1993, পৃ. 344।
  9. কেচাম ১৯৯০, পৃ. ৫।
  10. "The Life of James Madison"মন্টপেলিয়ার। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৮