বিষয়বস্তুতে চলুন

কহানি হমারে মহাভারত কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কহানি হমারে মহাভারত কি
লেখকমহেশ পাণ্ডে
মনীষ পালিওয়াল
ড. বোধিসত্ত্ব
সংলাপ:
ধীরজ সর্না
পরিচালকগ্যারি ভিন্ডার
শান্তরাম বর্মা
তালাত জানি
মুজাম্মিল দেসাই
সৃজনশীল পরিচালকসুরজ রাও
বিকাশ গুপ্ত
অভিনয়েনিচে দেখুন
উদ্বোধনী সঙ্গীত"কথা মহাভারত কি" (দালের মেহেন্দিপামেলা জৈন গীত)
মূল দেশভারত
মূল ভাষাহিন্দি
পর্বের সংখ্যা৭৫
নির্মাণ
প্রযোজক
চিত্রগ্রাহকমহেশ তালকড়
শাবির নাইক
দীপক মলওয়াঙ্কর
সুহাস শিরোদকর
সম্পাদকবিকাশ শর্মা
বিশাল শর্মা
খুরশিদ রিজভি
প্রেম রাজ
রাজীব কুমার চানাই
ব্যাপ্তিকাল২৪ মিনিট
নির্মাণ কোম্পানিবালাজী টেলিফিল্মস
মুক্তি
মূল নেটওয়ার্ক৯এক্স
ছবির ফরম্যাট৫৭৬আই
মূল মুক্তির তারিখ৭ জুলাই ২০০৮ (2008-07-07) –
৬ নভেম্বর ২০০৮ (2008-11-06)
ওয়েবসাইট

কহানি হমারে মহাভারত কি হল একটি ভারতীয় পৌরাণিক টেলিভিশন ড্রামা ধারাবাহিকসংস্কৃত মহাকাব্য মহাভারত অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েছিল ৯এক্স চ্যানেলে।

২০০৮ সালের ৭ জুলাই এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়। একতা কপূরশোভা কপূর তাঁদের বালাজী টেলিফিল্মসের ব্যানারে এই ধারাবাহিকটি প্রযোজনা করে। ২০০৮ সালেরই ৮ নভেম্বর ধারাবাহিকটির সমাপ্তি ঘটে।[][][][][][]

কাহিনি-সারাংশ

[সম্পাদনা]

কহানি হমারে মহাভারত কি ধারাবাহিকে কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। কুরুবংশ কর্তৃক শাসিত হস্তিনাপুরের সিংহাসনের অধিকার নিয়ে এই বংশের দুই শরিক কৌরবপাণ্ডবদের বিবাদ মহাভারত গ্রন্থের মূল উপজীব্য বিষয়। কৌরবগণ এই বংশের বড়ো শরিক হলেও তাঁদের জ্যেষ্ঠ ভ্রাতা দুর্যোধন পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের থেকে বয়োঃকনিষ্ঠ ছিলেন। এই বংশের ভাগ্যনির্ণায়ক কুরুক্ষেত্র যুদ্ধের বীজ পাণ্ডব ও কৌরবদের বাল্যজীবন ও পরবর্তীকালে কৌরবদের মামা শকুনি কর্তৃক দুর্যোধনের মন পাণ্ডবদের বিরুদ্ধে বিষিয়ে দেওয়ার মধ্যে নিহিত ছিল। এই ধারাবাহিকটি অবশ্য মূল কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনাবলি পর্যন্ত গড়ানোর আগেই শেষ হয়ে যায়।

কলাকুশলী

[সম্পাদনা]

প্রতিক্রিয়া

[সম্পাদনা]

লাইভমিন্টে পদ্মপর্ণা ঘোষ লিখেছিলেন, "একতা কপূরের মহাভারত হল আরেকটি জটিল বহু-চরিত্র সংবলিত ধারাবাহিক, যাতে প্রতিশোধ, ঘৃণা, ঈর্ষা ও পারিবারিক বিবাদ রয়েছে মহাকাব্যিক মাত্রায়[।] একটি পৌরাণিক ধারাবাহিকের ক্ষেত্রে যার যোগফল দাঁড়ায় [এক] মহাকাব্যিক বিপর্যয়।"[] অভিনেতা মুকেশ খান্না বলেন যে, প্রযোজক একতা কপূর এমন এক জঘন্য মহাকাব্যিক ধারাবাহিক নির্মাণ করেছেন যেখানে চরিত্রায়ণ ও পোশাক-পরিচ্ছদ পৌরাণিক চরিত্রগুলির সঙ্গে অত্যন্ত বেমানান হয়েছে। তিনি আরও বলেন যে, একতা কপূর যে ধারাবাহিকটি নির্মাণ করেছেন তা আসলে মহাভারত গ্রন্থের বিদ্রুপে পরিণত হয়েছে।[]

হিন্দুস্তান টাইমস পত্রিকার সমালোচক নব্যা সিনহা লেখেন যে, "একতা কপূরের মহাভারতের বিষয় শুধুমাত্র, সিক্স-প্যাক অ্যাবস, ওয়াক্স-কৃত বক্ষ, কাঁধের নিচে পরিহিত ব্লাউজ ও শিফন শাড়ি পরিহিতা এক স্বল্পবসনা দ্রৌপদী।"[]

ধারাবাহিকটির সেট তৈরি করতে খরচ হয়েছিল ১৪ কোটি টাকা[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Meet Ganga in Ekta Kapoor's Mahabharat"Rediff 
  2. "Ekta Kapoor's Mahabharat to air in Britain"News18 
  3. "Mahabharata interpreted differently"। ২৩ সেপ্টেম্বর ২০০৮ – www.thehindu.com-এর মাধ্যমে। 
  4. "The Sunday Tribune - Spectrum"www.tribuneindia.com 
  5. "'I used cheerharan to grab attention'"DNA India। ২৩ জুলাই ২০০৮। 
  6. "एकता कपूर की महाभारत"Filmibeat। ২০ ফেব্রুয়ারি ২০০৮। 
  7. Ghosh, Padmaparna (২২ আগস্ট ২০০৮)। "What an epic disaster"Livemint 
  8. "Mukesh Khanna: Ekta Kapoor made a mockery of Mahabharata - Times of India"The Times of India 
  9. "Kahaani Ekta Ke Mahabharat ki"Hindustan Times। ১০ জুলাই ২০০৮। 
  10. "The lost K factor"BusinessWorld। ৬ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]