শুটআউট অ্যাট ওয়াডালা
অবয়ব
শুটআউট অ্যাট ওয়াডালা | |
---|---|
পরিচালক | সঞ্জয় গুপ্ত |
প্রযোজক | সঞ্জয় গুপ্ত অনুরাধা গুপ্ত একতা কাপুর শোভা কাপুর |
চিত্রনাট্যকার | সঞ্জয় গুপ্ত সঞ্জয় ভাটিয়া অভিজিৎ দেশপান্ডে মিলাপ জাভেরি (সংলাপ) |
কাহিনিকার | সঞ্জয় গুপ্ত হুসেন জায়েদি |
উৎস | হুসেন জায়েদি কর্তৃক ডোংরি টু দুবাই |
শ্রেষ্ঠাংশে | জন আব্রাহাম অনিল কাপুর কঙ্গনা রানাউত সোনু সুদ মনোজ বাজপেয়ী রনিত রায় মহেশ মাঞ্জরেকর তুষার কাপুর |
বর্ণনাকারী | জন আব্রাহাম |
সুরকার | গান: আনু মালিক মোস্তফা জাহিদ আনন্দ রাজ আনন্দ মীত ভ্রাতৃদ্বয় অঞ্জন ব্যাকগ্রাউন্ড স্কোর: অমর মহিলে |
চিত্রগ্রাহক | সমীর আর্য সঞ্জয় এফ. গুপ্ত |
সম্পাদক | বান্টি নাগি |
প্রযোজনা কোম্পানি | বালাজী মোশন পিকচার্স হোয়াইট ফেদার ফিল্মস |
পরিবেশক | বালাজী মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫০ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৫০ কোটি[২] |
আয় | প্রা. ₹৮২ কোটি [৩][২] |
শুটআউট অ্যাট ওয়াডালা হলো ২০১৩ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার জীবনীসংক্রান্ত-গ্যাংস্টার-অপরাধধর্মী চলচ্চিত্র,[৪] যা রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্ত। এটি ২০০৭ সালের চলচ্চিত্র শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা-এর প্রিক্যুয়েল।[৫] এটি হুসেন জায়েদি রচিত ডোংরি টু দুবাই: সিক্স ডিকেডস অব দ্য মুম্বই মাফিয়া বইটির উপর ভিত্তি করে নির্মিত। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, অনিল কাপুর, কঙ্গনা রানাওয়াত, তুষার কাপুর, মনোজ বাজপেয়ী ও সোনু সুদ। চলচ্চিত্রটি ২০১৩ সালের ১ মে মুক্তি পেয়েছিল।
অভিনয়ে
[সম্পাদনা]- জন আব্রাহাম — মান্য সুর্ভে
- অনিল কাপুর — এসিপি আফাক বাঘরান
- কঙ্গনা রানাওয়াত — বিদ্যা জোশী
- তুষার কাপুর — শেখ মুনীর[৬]
- মনোজ বাজপেয়ী — জুবায়ের ইমতিয়াজ হাকসার
- সোনু সুদ — দিলাওয়ার ইমতিয়াজ হাকসার
- আকবর খান — হাজি মাকসুদ
- রনিত রায় — ইন্সপেক্টর রাজা আম্বাত
- মহেশ মাঞ্জরেকর — ইন্সপেক্টর ভিন্ডে
- সিদ্ধান্ত কাপুর — জ্ঞানচো
- রঞ্জিত — ভাটকর দাদা
- জ্যাকি শ্রফ — পুলিশ কমিশনার
- রাজু খের — ইন্সপেক্টর আম্বোলকর
- আরিফ জাকারিয়া — সাদিক
- রাজু মাভানি — ইয়াকুব লালা
- চেতন হংসরাজ — পোট্যা
- করণ প্যাটেল — জামাল
- সঞ্জীব চাড্ডা — বীরা
- বিনীত শর্মা — ভার্গব সুরভে[৭][৮]
- পঙ্কজ কালরা — সাইদ বাটলা
- সাজি চৌধুরী — আওরঙ্গজেব মাস্তান
- বিশেষ উপস্থিতি
- সানি লিওন — "লায়লা" আইটেম নম্বরে[৯]
- প্রিয়াঙ্কা চোপড়া — "বাবলি বদমাশ" আইটেম নম্বরে
- সোফি চৌধরী — "আলা রে আলা" আইটেম নম্বরে
সাউন্ডট্র্যাক
[সম্পাদনা]শুটআউট অ্যাট ওয়াডালা | |
---|---|
আনু মালিক, মীত ভ্রাতৃদ্বয় অঞ্জন, মোস্তফা জাহিদ ও আনন্দ রাজ আনন্দ কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |
মুক্তির তারিখ | ১২ এপ্রিল ২০১৩ |
শব্দধারণের সময় | ২০১৩ |
ঘরানা | ফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক |
দৈর্ঘ্য | ৪৯:২৬ |
ভাষা | হিন্দি |
সঙ্গীত প্রকাশনী | সনি মিউজিক ইন্ডিয়া |
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "আলা রে আলা" | নীলেশ মিশ্র | আনু মালিক | সুনিধি চৌহান, মিকা সিং | ৫:৪৪ |
২. | "লায়লা" | সঞ্জয় গুপ্ত | আনন্দ রাজ আনন্দ | মিকা সিং, আনন্দ রাজ আনন্দ | ৩:৩৬ |
৩. | "বাবলি বদমাশ" | কুমার | আনু মালিক | সুনিধি চৌহান | ৪:২৭ |
৪. | "এক দিন কে লিয়ে" | আনু মালিক | সুনিধি চৌহান, আনু মালিক | ০:৪৮ | |
৫. | "ইয়ে জুনুন" | মোস্তফা জাহিদ | মোস্তফা জাহিদ | ৪:৫২ | |
৬. | "অ্যাই মান্যা" | মীত ভ্রাতৃদ্বয় অঞ্জন | আদনান সামি, মীত ভ্রাতৃদ্বয় অঞ্জন ও শান | ৪:৫৬ | |
৭. | "গোলি" | মীত ভ্রাতৃদ্বয় অঞ্জন | মীত ভ্রাতৃদ্বয় অঞ্জন, সুদেশ ভোঁসলে, অনিল কাপুর ও জন আব্রাহাম | ৪:০৮ | |
৮. | "বাবলি বদমাশ (রিমিক্স)" | আনু মালিক | সুনিধি চৌহান, আনু মালিক | ৪:৪৭ | |
৯. | "আলা রে আলা (রিমিক্স)" | আনু মালিক | সুনিধি চৌহান, মিকা সিং ও আনু মালিক | ৫:০২ | |
১০. | "লায়লা (রিমিক্স)" | আনন্দ রাজ আনন্দ | মিকা সিং, আনন্দ রাজ আনন্দ | ৩:২৭ | |
১১. | "ইয়ে জুনুন (রিমিক্স)" | মোস্তফা জাহিদ | মোস্তফা জাহিদ | ৪:০১ | |
১২. | "গোলি (রিমিক্স)" | মীত ভ্রাতৃদ্বয় অঞ্জন | মীত ভ্রাতৃদ্বয় অঞ্জন, সুদেশ ভোঁসলে, অনিল কাপুর ও জন আব্রাহাম | ৩:৩৮ | |
মোট দৈর্ঘ্য: | ৪৯:২৬ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "SHOOTOUT AT WADALA (18)"। British Board of Film Classification। ২৯ এপ্রিল ২০১৩।
- ↑ ক খ "Shootout at Wadala - Movie - Box Office India"।
- ↑ "Shootout at Wadala Two Weeks Business"। Box Office India। ১৬ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৩।
- ↑ "Shootout at Wadala (2013)"। Box Office Mojo।
- ↑ "shootout-wadala-will-prequels-kick-start-new-trend-bollywood"। starblockbuster.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১২।
- ↑ "Tusshar to play gangster in 'Shootout at Wadala'"। Mid-Day। ২৮ নভেম্বর ২০১১।
- ↑ "Shootout at Wadala Cast & Crew"। Bollywood Hungama।
- ↑ Kamath, Sudhish (৪ মে ২০১৩)। "Shootout at Wadala: Guns, girls and goggles"। The Hindu।
- ↑ "One dead, one caught"। Hindustan Times। ২২ অক্টোবর ২০০৬। ৩০ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শুটআউট অ্যাট ওয়াডালা (ইংরেজি)
- বলিউড হাঙ্গামায় শুটআউট অ্যাট ওয়াডালা (ইংরেজি)
বিষয়শ্রেণীসমূহ:
- ২০১৩-এর চলচ্চিত্র
- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ভারতীয় অপরাধ অ্যাকশন চলচ্চিত্র
- ভারতীয় উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
- বালাজী মোশন পিকচার্সের চলচ্চিত্র
- আইটেম নাম্বার বিশিষ্ট চলচ্চিত্র
- ভারতীয় গ্যাংস্টার চলচ্চিত্র
- মহারাষ্ট্র পুলিশের কাল্পনিক চিত্রায়ণ
- আনু মালিক সুরারোপিত চলচ্চিত্র
- ভারতীয় জীবনীসংক্রান্ত চলচ্চিত্র
- ২০১০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- মুম্বইয়ের পটভূমিতে চলচ্চিত্র
- সত্য ঘটনা অবলম্বনে ভারতীয় চলচ্চিত্র
- ভারতে সংঘবদ্ধ অপরাধ সম্পর্কে চলচ্চিত্র
- সত্য ঘটনা অবলম্বনে অ্যাকশন চলচ্চিত্র
- ১৯৮২-এর পটভূমিতে চলচ্চিত্র
- ভারতীয় ঐতিহাসিক অ্যাকশন চলচ্চিত্র
- সত্য ঘটনা অবলম্বনে হিন্দি চলচ্চিত্র