বিষয়বস্তুতে চলুন

ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ
ধরনপৌরাণিক নাটক
প্রেম
নির্মাতাসুরিন্দর ফিল্মস
লেখককনসেপ্ট
লিখম ঘোষাল
সংলাপ
অমিতাভ ভট্টাচার্য
পরিচালকঅমিত দাস
অনুপ চক্রবর্তী
শ্রেষ্ঠাংশেভাস্বর চ্যাটার্জি গৌরব
ইপশিতা মুখার্জী
রূপশা মুখোপাধ্যায়
জেসমিন রায়
বিশ্বনাথ বসু
মহুয়া হালদার
তথাগত মুখোপাধ্যায়
প্রারম্ভিক সঙ্গীতশ্রী কৃষ্ণ by Various
সুরকারউপালি চ্যাটার্জি
দেশভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৬৫৭
নির্মাণ
প্রযোজকনিশপাল সিং
সুরিন্দর সিং
নির্মাণ স্থানমথুরা
কলকাতা
স্থিতিকাল২২ মিনিট
নির্মাণ প্রতিষ্ঠানসুরিন্দর ফিল্মস
মুক্তি
নেটওয়ার্কস্টার জলসা
মুক্তি২১ মার্চ ২০১৬ (2016-03-21) 
৭ জানুয়ারি ২০১৮ (2018-01-07)

ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ একটি বাংলা পৌরাণিক ধারাবাহিক, যা ২১শে মার্চ ২০১৬-এ প্রিমিয়ার হয়েছিল এবং ২০১৬ সালের নভেম্বর থেকে প্রতি সোম থেকে শনিবার রাত ১০টায় এবং তারপর রাত ১১টায় স্টার জলসায় প্রচারিত হয়েছিল। এটি সুরিন্দর ফিল্মস দ্বারা প্রযোজনা করা হয়েছে । এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গৌরব, ইপশিতা মুখার্জি, রূপশা মুখোপাধ্যায় এবং জেসমিন রায় এবংপ্রধান প্রতিপক্ষ হিসেবে তথাগত মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু,

সিরিজটি হিন্দিতে ডাব করা হয়েছে এবং স্টার উৎসবে কৃষ্ণোৎসব নামে প্রচারিত হয়েছে।[]

কাস্ট

[সম্পাদনা]

পুনরাবৃত্ত

[সম্পাদনা]
  • বিষ্ণুর চরিত্রে মনোজ ওঝা
  • লক্ষ্মীর চরিত্রে মিমি দত্ত
  • নারদ চরিত্রে সৌরভ চক্রবর্তী
  • রোহিণী চরিত্রে শাহানা সেন

প্রাক্তন কাস্ট

[সম্পাদনা]
  • রুক্মিণীর চরিত্রে ইপশিতা মুখোপাধ্যায়
  • কর্ণ চরিত্রে প্রান্তিক বন্দ্যোপাধ্যায়
  • বাসুদেবের চরিত্রে অনির্বাণ গুহ
  • দেবকী চরিত্রে সুজাতা ডন
  • বলরামের চরিত্রে হানি বাফনা
  • সুভদ্রার চরিত্রে কৌশাম্বী চক্রবর্তী
  • অর্জুনের চরিত্রে অভিষেক বোস
  • নন্দ বাবার চরিত্রে ভাস্বর চ্যাটার্জি
  • যশোদার চরিত্রে মহুয়া হালদার
  • নন্দের বাবার চরিত্রে সপ্তর্ষি রায়
  • নন্দার মায়ের ভূমিকায় রেশমি সেন
  • উগ্রসেনের চরিত্রে কৌশিক ব্যানার্জি
  • পদ্মাবতীর চরিত্রে মালবিকা সেন
  • কুন্তীর চরিত্রে দোলন রায়
  • যুধিষ্ঠিরের চরিত্রে সব্যসাচী চৌধুরী
  • ভীম চরিত্রে স্বর্ণদীপ্ত ঘোষ
  • নকুল চরিত্রে সায়ান কর্মকার
  • সহদেবের চরিত্রে সৌরভ ঘোষ
  • ভীষ্মের চরিত্রে রোহিত মুখার্জি
  • দুর্যোধন চরিত্রে তথাগত মুখোপাধ্যায়
  • ধৃষ্টদুষ্ট চরিত্রে সৌগত বন্দ্যোপাধ্যায়
  • পান্ডু চরিত্রে অভিজিৎ দেবরয় (ফ্ল্যাশব্যাক)
  • দ্রৌপদীর চরিত্রে দেবযানী মোদক
  • কংস চরিত্রে বিশ্বনাথ বসু
  • প্রাপ্তির চরিত্রে প্রিয়া মণ্ডল
  • অস্টির চরিত্রে মোনালিসা পল
  • সত্যভামা চরিত্রে রূপসা মুখোপাধ্যায়
  • রুকমির চরিত্রে ফাহিম মির্জা
  • শিশুপালের চরিত্রে শুভ্র সৌরভ দাস
  • জাটিলার চরিত্রে কস্তুরী চ্যাটার্জি
  • কুটিলার চরিত্রে সুচন্দ্রা ব্যানার্জি
  • বদি মাই চরিত্রে তনুকা চ্যাটার্জি
  • পুতনা চরিত্রে অদিতি চ্যাটার্জি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. MK (২৫ আগস্ট ২০১৬)। "स्टार उत्सव का नया शो 'कृष्णोत्सव'"Mediakhabar.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]