একলাশপুর উচ্চ বিদ্যালয়
একলাশপুর উচ্চ বিদ্যালয় Eklashpur High School | |
---|---|
![]() প্রতিষ্ঠানের লোগো | |
অবস্থান | |
![]() | |
একলাশপুর, বেগমগঞ্জ, নোয়াখালী জেলা একলাশপুর বাজার -৩৮২০, | |
তথ্য | |
ধরন | বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় |
নীতিবাক্য | পড় তোমার প্রভুর নামে (Read in the name of the Lord) |
প্রতিষ্ঠাকাল | ১৯৩৭ |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা |
সেশন | জানুয়ারি—ডিসেম্বর |
ইআইআইএন | ১০৭২০৪ |
প্রধান শিক্ষক | সালেহ আহমেদ |
কর্মকর্তা | ৬ |
শিক্ষকমণ্ডলী | ২৬ |
শ্রেণি | ৬ষ্ঠ থেকে ১০ম |
লিঙ্গ | সহশিক্ষা |
শিক্ষার্থী সংখ্যা | ৬০০~ |
ভাষা | বাংলা |
বিদ্যালয়ের কার্যসময় | সকাল ১০টা থেকে বিকাল ৪টা |
শ্রেণিকক্ষ | ২৫+ |
ক্যাম্পাসসমূহ | ২টি |
ক্যাম্পাস | গ্রামীণ |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
রং | সাদা ও নেভি ব্লু এবং সবুজ ও সাদা |
এমপিওভুক্তি ক্রমিক | ১১০১৩২৩১৩০১ |
শিফট | দিবা |
ওয়েবসাইট | একলাশপুর উচ্চ বিদ্যালয় |
একলাশপুর উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Eklashpur High School) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার অন্তর্গত একলাশপুর ইউনিয়নে অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১] [২] স্কুলটি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রদান করে থাকে।
ইতিহাস
[সম্পাদনা]বেগমগঞ্জ উপজেলার অন্তর্গত একলাশপুর ইউনিয়ন পরিষদে বিদ্যালয়টি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সাধারণ ঘরের ছাত্রদের শিক্ষার চাহিদা মেটানোর জন্য এ স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাথমিকভাবে স্কুলটি শুধুমাত্র একটি শিফট পরিচালনা করে থাকে।
অবস্থান
[সম্পাদনা]বিদ্যালয়টি ঢাকা–নোয়াখালী মহাসড়কের সংযোগে একলাশপুর বাজারের পাশেই। যা ৭নং একলাশপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ২০০গজ উত্তরে অবস্থিত।
বিদ্যালয়ের বিভিন্ন সংকেতলিপি
[সম্পাদনা]- শিক্ষাপ্রতিষ্ঠান সনাক্তকরণ সংখ্যা (EIIN) : ১০৭২০৪
- বিদ্যালয় সংকেতলিপি :
- মাসিক বেতন ক্রম (MPO) সংকেতলিপি : ১১০১৩২৩১৩০১
সু্যোগ–সুবিধা
[সম্পাদনা]বিদ্যালয়ে দুটি ৩ তলা বৈশিষ্ট্য বিল্ডিং আছে। স্কুলের পাশে একটি মাঝারি মাঠ। সেখানে ২৬ জন শিক্ষক কাজ করেন। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে একটি অডিটোরিয়াম, একটি পুকুর, শহীদ মিনার, লাইব্রেরি, বিজ্ঞান গবেষণাগার এবং কম্পিউটার ল্যাব রয়েছে। বিদ্যালয়ে সকালের সমাবেশ, প্রতি বছর মার্চ–এপ্রিলের সময়কালে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং একটি বার্ষিক পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
পোষাক
[সম্পাদনা]ছেলেদের পোষাক কালো বেল্ট সহ নেভি ব্লু ফুল প্যান্ট, সাদা জুতা এবং সাদা শার্ট। স্কুল মনোগ্রাম বুকে বা কাঁধে প্রদর্শিত হয়ে থাকে। মেয়েদের পোষাক সবুজ ফ্রক, সাদা পায়জামা এবং সাদা ওড়না।
শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ
[সম্পাদনা]বর্তমানে এ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫টি ক্লাসে মোট ১৫টি শাখা রয়েছে।
- ৬ষ্ঠ শ্রেণি; ক, খ, গ, এবং ঘ শাখা।
- ৭ম শ্রেণি; ক, খ, গ, এবং ঘ শাখা।
- ৮ম শ্রেণি; ক, খ, গ, এবং ঘ শাখা।
- ৯ম–১০ম শ্রেণি; বিভাগ: বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা
ভর্তি
[সম্পাদনা]শিক্ষার্থীরা সাধারণত ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করা হয়ে থাকে। শূন্যপদ দেওয়া হলে বা অন্য স্কুল থেকে কেউ বদলি হলে অন্য শ্রেণিতে ভর্তির বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ভর্তি পরীক্ষা সাধারণত জানুয়ারির প্রথম সপ্তাহে নেওয়া হয়ে থাকে।
পাঠ্যক্রম
[সম্পাদনা]এই স্কুল জাতীয় শিক্ষা কারিকুলাম অনুসরণ করে। প্রথম থেকেই বিদ্যালয়টি এক শিফটে ক্লাস চালিয়ে যাচ্ছে। তবে ৬ষ্ঠ থেকে ৮ম পর্যন্ত সকল গ্রেডে ৪টি বিভাগ রয়েছে। ৯ম এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩টি আলাদা বিভাগ বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক অধ্যয়ন করানো হয়। যা তাদের নিজস্ব দ্বারা পছন্দের বিভাগ বা বিষয় বেছে নেওয়া যেতে পারে।
উল্লেখযোগ্য শিক্ষার্থী
[সম্পাদনা]![]() | এই অনুচ্ছেদটি খালি। আপনি এখানে যোগ করে সাহায্য করতে পারেন। |
আরও দেখুন
[সম্পাদনা]- নোয়াখালী জেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা
- বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
- নোয়াখালী জিলা স্কুল
- নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- চৌমুহনী পৌরসভা
- বেগমগঞ্জ উপজেলা
- নোয়াখালী জেলা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Eklashpur High School, Noakhali (Address, EIIN, Mobile Number)"। honoursadmission.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-৩০।
- ↑ "Eklashpur High School, Noakhali (Address, EIIN, Mobile Number)"। sohopathi.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-৩০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- একলাশপুর উচ্চ বিদ্যালয় ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ এপ্রিল ২০২৪ তারিখে
![]() |
বাংলাদেশের বিদ্যালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |