মানববিদ্যা
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
![]() | বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
মানববিদ্যা বা কলাবিদ্যা বলতে জ্ঞানের সেইসব শাখাকে বোঝায় যেগুলিতে মানব সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে গবেষণা ও অধ্যয়ন করা হয়। এটি শিক্ষার একটি পশ্চিমী বিভাজন। রেনেসাঁ বা রনেসঁস (১৩শ থেকে ১৫শ শতক) পর্বে ইউরোপে মানববিদ্যা ছিল ধর্মবিদ্যার বিপরীতে ধর্মনিরপেক্ষে বিভিন্ন বিষয়াদির আলোচনা। এগুলিকে বর্তমানে পাশ্চাত্যে ক্লাসিক্স বা ধ্রুপদী বিদ্যা নামে অভিহিত করা হয়। আধুনিক যুগে এসে মানববিদ্যার অন্তর্ভুক্ত জ্ঞানের শাখাগুলিকে প্রায়শই প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও পেশাদারী প্রশিক্ষণের থেকে পৃথক হিসেবে গণ্য করা হয়ে থাকে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের একটি স্বতন্ত্র শাখা যেখানে প্রাগৈতিহাসিক ও আধুনিক ভাষা, সাহিত্য, দর্শন, ইতিহাস, নৃতত্ত্ব, আইন, সামাজিক বিজ্ঞান, পৌরনীতি এবং শিল্প ও কলা বিভাগসমূহের জ্ঞান ও শিক্ষা দেয়া হয় ।