আরিস্তিদ ব্রিয়ঁ
অবয়ব
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জানুয়ারি ২০১৭) |
আরিস্তিদ ব্রিয়ঁ | |
---|---|
![]() | |
৫৫তম ফ্রান্সের প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ২৯ জুলাই ১৯২৯ – ২ নভেম্বর ১৯২৯ | |
পূর্বসূরী | রেমোঁ পোয়েঁকারে |
উত্তরসূরী | অঁদ্রে তারদিও |
কাজের মেয়াদ ২৮ নভেম্বর ১৯২৫ – ২০ জুলাই ১৯২৬ | |
পূর্বসূরী | পোল পেঁল্যভে |
উত্তরসূরী | এদুয়ার এরিয়ো |
কাজের মেয়াদ ১৬ জানুয়ারি ১৯২১ – ১৫ জানুয়ারি ১৯২২ | |
পূর্বসূরী | জর্জ লেইগ |
উত্তরসূরী | রেমোঁ পোয়েঁকারে |
কাজের মেয়াদ ২৯ অক্টোবর ১৯১৫ – ২০ মার্চ ১৯১৭ | |
পূর্বসূরী | রনে ভিভিয়ানি |
উত্তরসূরী | আলেকসান্দ্রে রিবো |
কাজের মেয়াদ ২১ জানুয়ারি ১৯১৩ – ২২ মার্চ ১৯১৩ | |
পূর্বসূরী | রেমোঁ পোয়েঁকারে |
উত্তরসূরী | লুই বার্থু |
কাজের মেয়াদ ২৪ জুলাই ১৯০৯ – ২ মার্চ ১৯১১ | |
পূর্বসূরী | জর্জ ক্লেমঁসো |
উত্তরসূরী | এরনেস্ত মনি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নঁতে, ফ্রান্স | ২৮ মার্চ ১৮৬২
মৃত্যু | ৭ মার্চ ১৯৩২ প্যারিস, ফ্রান্স | (বয়স ৬৯)
রাজনৈতিক দল | এসএফআইও পিআরএস |

আরিস্তিদ ব্রিয়ঁ (ফরাসি : [a.ʁis.tid bʁi.jɑ̃]; ২৮ মার্চ ১৮৬২ - ৭ মার্চ ১৯৩২) ছিলেন ফরাসি রাজনীতিক যিনি ফরাসি তৃতীয় প্রজাতন্ত্রের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই রাজনীতিক ১৯২৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ব্রিয়ঁ ১৮৬২ সালের ২৮শে মার্চ নঁতের এক পেটি বুর্জোয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নঁতের লাইসে পড়াশোনা করেন। সেখানে লেখক জুল ভার্নের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে।[১] তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন এবং অচিরেই রাজনীতিতে যোগ দেন ও প্রগতিশীল আন্দোলনে জড়িত হন। তিনি সিন্ডিক্যালিস্ট সাময়িকী ল্য পোপ্ল-এ নিবন্ধ লিখতেন এবং কিছু সময় লঁতের্ন পরিচালনা করেন। এই সময়ে তিনি পেটিট রিপাবলিক পাস করেন এবং জঁ জোরের সাথে মিলে লুমানিত প্রতিষ্ঠা করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Aristide Briand Biographical"। নোবেল পুরস্কার। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৮।
- ↑ চিসহোম, হিউ সম্পাদিত (১৯১১)। "Briand, Aristide"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। ২ (১১তম সংস্করণ)। ক্যাম্বব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস। পৃ. ৫১৫–৫১৬।