বিষয়বস্তুতে চলুন

আঁস্তিত্যু দ্য দ্রোয়া আঁতেরনাসিওনাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোটো justitia et pace-সহ ইনিস্টিটিউটের লোগো
২০০৫ সালের ক্রাকো সম্মিলনে উপস্থিত ইনিস্টিটিউটের সদস্যরা

আঁস্তিত্যু দ্য দ্রোয়া আঁতেরনাসিওনাল (ফরাসি: Institut de droit international; "আন্তর্জাতিক আইন গবেষণা প্রতিষ্ঠান") আন্তর্জাতিক আইন সম্পর্কিত প্রশিক্ষণ ও গবেষণার জন্য প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত আইনজীবীরা এর সদস্য। এই সংস্থাটি ১৯০৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

ইতিহাস

[সম্পাদনা]

১৮৭৩ সালের ৮ সেপ্টেম্বর বেলজিয়ামের জেন্ট শহরে সাল দ্য লার্স্যনাল (Salle de l'Arsenal) ভবনে ১১জন প্রখ্যাত আইনজীবীর সমন্বয়ে প্রতিষ্ঠানটি গঠিত হয়।

১৮৭৩ সালে এর প্রতিষ্ঠাকালীন সদস্যগণ হলেন:

সংগঠন

[সম্পাদনা]

এই ইনিস্টিটিউটটি একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে।

পুরস্কার ও সম্মননা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহি:সংযোগ

[সম্পাদনা]