আবর্তন (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবর্তন
পরিচালকভবেন্দ্র নাথ শইকীয়া
প্রযোজকডঃ ভবেন্দ্র নাথ শইকীয়া
চিত্রনাট্যকারডঃ ভবেন্দ্র নাথ শইকীয়া
শ্রেষ্ঠাংশেতপন দাস
মৃদুলা বরুয়া
সুরকারনারায়ণ বরুয়া
দেয়েশ্বর শর্মা
দিলিপ রয়[১]
চিত্রগ্রাহককমল নায়ক
সম্পাদকনিকুঞ্জ ভট্টাচার্য্য
প্রযোজনা
কোম্পানি
মুক্তি১৯৯৩
দেশভারত
ভাষাঅসমীয়া

আবর্তন (অসমীয়া: আৱৰ্তন) ১৯৯৩ সালেত মুক্তিপ্রাপ্ত ডঃ ভবেন্দ্র নাথ শইকীয়ার ষষ্ঠ অসমীয়া চলচ্চিত্র[১][২]। ডঃ শইকীয়া এই ছবিটির একাধারে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য ও সংলাপ লেখক ছিলেন। এই ছবিটির একটি বিশেষ বৈশিষ্ট্য এই যে, পরিচালকর অন্যান্য ছবির মতো এর কাহিনীভাগ কোনো ছোটগল্প বা উপন্যাসর থেকে নেওয়া ছিল না। প্রথমবারের জন্য তিনি ভ্রাম্যমাণ থিয়েটার আধারিত একটি মৌলিক কাহিনী নিয়ে এই ছবিটি নির্মাণ করেছিলেন। ছবিটির আবহ সঙ্গীতে ভ্রাম্যমাণ থিয়েটারের সঙ্গীতশৈলী ব্যবহৃত হয়েছিল। ১৬ মিলিমিটারে নির্মিত এইটি একটি রঙীন ছবি ছিল।

কাহিনী[সম্পাদনা]

১৯৮২ সালের থেকে ডঃ ভবেন্দ্র নাথ শইকীয়া ভ্রাম্যমাণ থিয়েটারের সাথে জড়িত হয়ে ছিল। ভ্রাম্যমাণ থিয়েটারর অভিনেতা-অভিনেত্রী, কলা-কুশলীসকলের জীবন তিনি বহু কাছে থেকে প্রত্যক্ষ করেছিলেন। এই অভিজ্ঞতা তার আবর্তনর কাহিন বুনন করেছিলেন।

অভিনেতা-অভিনেত্রী[সম্পাদনা]

  • বাবুল খাটনিয়ার
  • উৎসয় কলিতা
  • লক্ষী দাস
  • হেমন্ত চৌধুরী
  • রবেন রয়
  • চেতনা দাস
  • মিতালী বৈশ্য
  • জুরি শর্মা
  • শিল্পীশিখা বরুয়া
  • বিনু কলিতা
  • বিনীতা দাস
সাথেে আবাহন থিয়েটারর অন্যান্য অভিনেতা-অভিনেত্রীসকল।

পুরস্কার ও স্বীকৃতি[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Abartan (On the Run) 1993, Colour" (ইংরেজি ভাষায়)। Rupaliparda.com। সেপ্টেম্বর ২৯, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৯, ২০১১ 
  2. "Released Assamese Movies - A" (ইংরেজি ভাষায়)। Enajori.com। ২৭ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১৯, ২০১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]