আঞ্চলিক পরিষদ (ভারত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতের আঞ্চলিক পরিষদসমূহ

আঞ্চলিক পরিষদ বা জোনাল কাউন্সিল হচ্ছে ভারতের কয়েকটি রাজ্য নিয়ে গঠিত একটি উপদেষ্টা পরিষদ। রাজ্যগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভারতের এসব আঞ্চলিক পরিষদ গঠন করা হয়েছে। ভারতের সবগুলো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে মোট পাঁচ ভাগে ভাগ করে ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইনের "পার্ট বি"-এর অধীনে পাঁচটি আঞ্চলিক পরিষদ গঠন করা হয়।

বর্তমান আঞ্চলিক পরিষদগুলো নিম্নরূপ:[১]

# নাম সদস্য রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল সদর দপ্তর [২]
উত্তর আঞ্চলিক পরিষদ চণ্ডীগড়, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব এবং রাজস্থান নতুন দিল্লি
দক্ষিণ আঞ্চলিক পরিষদ অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা চেন্নাই
মধ্য আঞ্চলিক পরিষদ ছত্তিশগড়, মধ্য প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশ এলাহাবাদ
পূর্ব আঞ্চলিক পরিষদ বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ কলকাতা
পশ্চিম আঞ্চলিক পরিষদ দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ, গোয়া, গুজরাত এবং মহারাষ্ট্র মুম্বই

উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি কোনও আঞ্চলিক পরিষদের আওতাভুক্ত নয় এবং তাদের বিশেষ সমস্যাগুলি উত্তর পূর্ব পরিষদ আইন, ১৯৭১ দ্বারা নির্মিত অন্য সংবিধিবদ্ধ সংস্থা উত্তর-পূর্ব পরিষদের দ্বারা পরিচালিত হয়।[৩] এই পরিষদটি মূলত আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা নিয়ে গঠিত ; পরবর্তীতে সিকিম রাজ্যটি উত্তর পূর্ব পরিষদ (সংশোধন) আইন, ২০০২ এর ২৩ শে ডিসেম্বর ২০০২ এ বিজ্ঞপ্তিভুক্ত হয়েছিল। [৪]

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ জোনাল কাউন্সিলের কোনও সদস্য নয়। [৫] তবে বর্তমানে তারা দক্ষিণ জোনাল কাউন্সিলের বিশেষ আমন্ত্রিত সদস্য।[৬]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Archived copy"। ৮ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১২ 
  2. M Laxmikanth (২০২০)। Indian Polity (English ভাষায়) (6th সংস্করণ)। McGraw Hill Education (India) Private Limited। পৃষ্ঠা 15.5। আইএসবিএন 978-93-89538-47-2 
  3. "Archived copy"। ১৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১২ 
  4. "Zonal Council"mha.nic.in। ১২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৬ 
  5. http://interstatecouncil.nic.in/iscs/wp-content/uploads/2016/08/states_reorganisation_act.pdf
  6. http://interstatecouncil.nic.in/iscs/wp-content/uploads/2017/02/COMPOSITION-OF-SOUTHERN-ZONAL-COUNCIL.pdf