অভদ্র (চলচ্চিত্র)
অবয়ব
অভদ্র | |
---|---|
পরিচালক | অমন কুমার |
প্রযোজক | অরূপ অধিকারী রসালো অধিকারী এ-টু ক্রিয়েছন্ছ |
চিত্রনাট্যকার | অমন কুমার |
কাহিনিকার | অমন কুমার |
শ্রেষ্ঠাংশে | চিরঞ্জিত বরা ইন্দুমৌলি নেওগ ফেরিপ্রিয়া আহমেদ |
সুরকার | বিপুলেন্দ্র হানিয়ে |
চিত্রগ্রাহক | মায়াংক শর্মা বিপুল দাস সিদ্ধেশ্বর ভাস্কর কাশ্যপ |
সম্পাদক | রোহন কণ্টাক |
মুক্তি | ৯ মে ২০১৪ |
দেশ | ভারত |
ভাষা | অসমীয়া |
অভদ্র (অসমীয়া: অভদ্র) হল ২০১৪ সালের ৯ মে মুক্তি লাভ করা একটি অসমীয়া বিনোদনধর্মী চলচ্চিত্র। এ-টু ক্রিয়েসন্সের বেনারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন অরূপ অধিকারী ও রসালো অধিকারী। পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ অমন কুমারের। মুম্বাইর প্রযোজক অরূপ অধিকারী এর আগে "দহেক - দ্য রেস্টলেস মেন" নামেরে একটি হিন্দী ছবি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন। নবাগত পরিচালক অমন কুমার এর আগে বালাজী টেলিফিল্ম্স, সাহারা ওয়ান আদি প্রডাক্সন কোম্পানী ও স্যাটেলাইট চেনেলে ক্রিয়েটিভ নির্দেশক ও চিত্রনাট্য লেখক হিসাবে কাজ করেছিলেন।[১] গুয়াহাটী, সোণাপুর ও শিলঙে ছবিটির চিত্রগ্রহণ হয়।
অভিনয়ে
[সম্পাদনা]- চিরঞ্জিত বরা
- ইন্দুমৌলি নেওগ
- ফেরীপ্রিয়া আহমেদ
- দীপক রয়
- বিপুল রাভা
- শশাঙ্ক শেখর ইত্যাদি।
কলা-কুশলী
[সম্পাদনা]- পরিচালনা/কাহিনী/চিত্রনাট্য/সংলাপ - অমন কুমার
- প্রযোজনা - অরূপ অধিকারী, রসালো অধিকারী
- চিত্রগ্রহণ - মায়াংক শর্মা, বিপুল দাস, সিদ্ধেশ্বর, ভাস্কর কাশ্যপ
- সঙ্গীত পরিচালক/আয়হ সঙ্গীত - বিপুলেন্দ্র হানি
- গানিকার - আক্রাম উদ্দিন
- সম্পাদক - রোহন কণ্টাক
- কলা- অভিমন্যু
- সাউণ্ড মিক্সিং - উৎপল দাস
- নৃত্য নির্দেশনা - আকাশ শূর, মিতুপর্ণ
- রূপসজ্জা - নানু, দেয়াশিস
- প্রযোজনা নিয়ন্ত্রণ - তপন কলিতা
সঙ্গীত
[সম্পাদনা]অভদ্রর সঙ্গীত পরিচালক বিপুলেন্দ্র হানি। গানের কথা আক্রাম উদ্দিনের। কণ্ঠদান করেন মধুস্মিতা বরঠাকুর, প্রীতম দত্ত, নেহা সিং, সুপ্রিয়া পাঠক ও গ্রেগ শর্মা।
গানের তালিকা | |||||
---|---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | গায়ক/গায়িকা | দৈর্ঘ্য |
১. | "আজি মন মোর (নারী কণ্ঠ)" | আক্রাম উদ্দিন | বিপুলেন্দ্র হানিয়ে | মধুস্মিতা | ৫:২৬ |
২. | "আজি মন মোর (পুরুষ কণ্ঠ)" | আক্রাম উদ্দিন | বিপুলেন্দ্র হানি | প্রীতম দত্ত | ৫:৩২ |
৩. | "এ বাবু" | আক্রাম উদ্দিন | বিপুলেন্দ্র হানি | নেহা সিং | ৪:১৭ |
৪. | "সকলোয়ে কয়" | আক্রাম উদ্দিন | বিপুলেন্দ্র হানি | সুপ্রিয়া পাঠক | ৪:৩৮ |
৫. | "জীয়ন পথেরে" | আক্রাম উদ্দিন | বিপুলেন্দ্র হানি | গ্রেগ শর্মা | ৪:২৬ |
৬. | "নীলা চকু" | আক্রাম উদ্দিন | বিপুলেন্দ্র হানি | প্রীতম দত্ত, মধুস্মিতা | ৪:৪৮ |
মোট দৈর্ঘ্য: | ২৮:৪৭ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মুম্বাইর প্রযোজকের অসমীয়া ছবি - অভদ্র"। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]- চলচ্চিত্রটির ট্রেইলার
- মিউজিক ইণ্ডিয়া অনলাইন ওয়েবসাইটে চলচ্চিত্রটির গানসমূহ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে