বিষয়বস্তুতে চলুন

অভদ্র (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অভদ্র
চলচ্চিত্রটির পোস্টার
পরিচালকঅমন কুমার
প্রযোজকঅরূপ অধিকারী
রসালো অধিকারী
এ-টু ক্রিয়েছন্‌ছ
চিত্রনাট্যকারঅমন কুমার
কাহিনিকারঅমন কুমার
শ্রেষ্ঠাংশেচিরঞ্জিত বরা
ইন্দুমৌলি নেওগ
ফেরিপ্রিয়া আহমেদ
সুরকারবিপুলেন্দ্র হানিয়ে
চিত্রগ্রাহকমায়াংক শর্মা
বিপুল দাস
সিদ্ধেশ্বর
ভাস্কর কাশ্যপ
সম্পাদকরোহন কণ্টাক
মুক্তি৯ মে ২০১৪
দেশভারত
ভাষাঅসমীয়া

অভদ্র (অসমীয়া: অভদ্র) হল ২০১৪ সালের ৯ মে মুক্তি লাভ করা একটি অসমীয়া বিনোদনধর্মী চলচ্চিত্র। এ-টু ক্রিয়েসন্‌সের বেনারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন অরূপ অধিকারী ও রসালো অধিকারী। পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ অমন কুমারের। মুম্বাইর প্রযোজক অরূপ অধিকারী এর আগে "দহেক - দ্য রেস্টলেস মেন" নামেরে একটি হিন্দী ছবি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন। নবাগত পরিচালক অমন কুমার এর আগে বালাজী টেলিফিল্ম্‌স, সাহারা ওয়ান আদি প্রডাক্‌সন কোম্পানী ও স্যাটেলাইট চেনেলে ক্রিয়েটিভ নির্দেশক ও চিত্রনাট্য লেখক হিসাবে কাজ করেছিলেন।[] গুয়াহাটী, সোণাপুরশিলঙে ছবিটির চিত্রগ্রহণ হয়।

অভিনয়ে

[সম্পাদনা]
  • চিরঞ্জিত বরা
  • ইন্দুমৌলি নেওগ
  • ফেরীপ্রিয়া আহমেদ
  • দীপক রয়
  • বিপুল রাভা
  • শশাঙ্ক শেখর ইত্যাদি।

কলা-কুশলী

[সম্পাদনা]
  • পরিচালনা/কাহিনী/চিত্রনাট্য/সংলাপ - অমন কুমার
  • প্রযোজনা - অরূপ অধিকারী, রসালো অধিকারী
  • চিত্রগ্রহণ - মায়াংক শর্মা, বিপুল দাস, সিদ্ধেশ্বর, ভাস্কর কাশ্যপ
  • সঙ্গীত পরিচালক/আয়হ সঙ্গীত - বিপুলেন্দ্র হানি
  • গানিকার - আক্রাম উদ্দিন
  • সম্পাদক - রোহন কণ্টাক
  • কলা- অভিমন্যু
  • সাউণ্ড মিক্সিং - উৎপল দাস
  • নৃত্য নির্দেশনা - আকাশ শূর, মিতুপর্ণ
  • রূপসজ্জা - নানু, দেয়াশিস
  • প্রযোজনা নিয়ন্ত্রণ - তপন কলিতা

সঙ্গীত

[সম্পাদনা]

অভদ্রর সঙ্গীত পরিচালক বিপুলেন্দ্র হানি। গানের কথা আক্রাম উদ্দিনের। কণ্ঠদান করেন মধুস্মিতা বরঠাকুর, প্রীতম দত্ত, নেহা সিং, সুপ্রিয়া পাঠক ও গ্রেগ শর্মা।

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারসুরকারগায়ক/গায়িকাদৈর্ঘ্য
১."আজি মন মোর (নারী কণ্ঠ)"আক্রাম উদ্দিনবিপুলেন্দ্র হানিয়েমধুস্মিতা৫:২৬
২."আজি মন মোর (পুরুষ কণ্ঠ)"আক্রাম উদ্দিনবিপুলেন্দ্র হানিপ্রীতম দত্ত৫:৩২
৩."এ বাবু"আক্রাম উদ্দিনবিপুলেন্দ্র হানিনেহা সিং৪:১৭
৪."সকলোয়ে কয়"আক্রাম উদ্দিনবিপুলেন্দ্র হানিসুপ্রিয়া পাঠক৪:৩৮
৫."জীয়ন পথেরে"আক্রাম উদ্দিনবিপুলেন্দ্র হানিগ্রেগ শর্মা৪:২৬
৬."নীলা চকু"আক্রাম উদ্দিনবিপুলেন্দ্র হানিপ্রীতম দত্ত, মধুস্মিতা৪:৪৮
মোট দৈর্ঘ্য:২৮:৪৭

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]