অনন্তনাথ
অবয়ব
অনন্তনাথ | |
---|---|
১৪শ জৈন তীর্থঙ্কর | |
![]() অনন্তনাথ | |
পূর্বসূরি | বিমলনাথ |
উত্তরসূরি | ধর্মনাথ |
রাজপরিবার | |
রাজবংশ/বংশ | ইক্ষ্বাকু |
পরিবার | |
পিতামাতা | সিংহসেন (পিতা) সুযশা (মাতা) |
্কল্যাণক / গুরুত্বপূর্ণ ঘটনাবলি | |
জন্ম | ৭ x ১০২১০ বছর আগে অযোধ্যা |
মোক্ষের স্থান | শিখরজি |
বৈশিষ্ট্য | |
বর্ণ | সোনালি |
প্রতীক | শজারু (দিগম্বর মতে) বাজ পাখি (শ্বেতাম্বর মতে) |
উচ্চতা | ৫০ ধনুষ (১৫০ মিটার) |
বয়স | ৩,০০০,০০০ বছর |
কেবলকাল | |
যক্ষ | পাতাল |
যক্ষিণী | অঙ্কুশা |
জৈনধর্ম |
---|
![]() |
![]() |
জৈন বিশ্বতত্ত্ব অনুসারে, অনন্তনাথ ছিলেন বর্তমান কালচক্রার্ধের (‘অবসর্পিণী’ যুগ) ১৪শ তীর্থঙ্কর। জৈন বিশ্বাস অনুসারে, তিনি সকল কর্মের বন্ধন ছিন্ন করে ‘সিদ্ধ’ (মুক্ত আত্মা) হয়েছিলেন।
জীবন
[সম্পাদনা]জৈন বিশ্বতত্ত্ব অনুসারে, অনন্তনাথ ছিলেন বর্তমান কালচক্রার্ধের (‘অবসর্পিণী’ যুগ) ১৪শ তীর্থঙ্কর।[১] জৈন বিশ্বাস অনুসারে, তিনি সকল কর্মের বন্ধন ছিন্ন করে ‘সিদ্ধ’ (মুক্ত আত্মা) হয়েছিলেন।
অনন্তনাথের পিতা ছিলেন ইক্ষ্বাকু-বংশীয় রাজা সিংহসেন এবং মাতা ছিলেন রানি সুযশা দেবী। অনন্তনাথ অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন।[১] ভারতীয় পঞ্জিকা অনুসারে, তার জন্মতিথিটি হল বৈশাখ কৃষ্ণা ত্রয়োদশী।
মন্দির
[সম্পাদনা]অনন্তনাথ স্বামী মন্দির, কালপেট্টা, কেরল
ছবি
[সম্পাদনা]-
অনন্তনাথ স্বামী মন্দির, কালপেট্টা
-
বিগ্রহ, অনন্তনাথ স্বামী মন্দির, কালপেট্টা
-
অনন্তনাথ মন্দির, মধুবন
আরও দেখুন
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে অনন্তনাথ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
পাদটীকা
[সম্পাদনা]- ↑ ক খ Tukol 1980, পৃ. 31।
তথ্যসূত্র
[সম্পাদনা]- Tukol, T. K. (১৯৮০), Compendium of Jainism, Dharwad: University of Karnataka