অধিনায়ক (চলচ্চিত্র)
অবয়ব
| অধিনায়ক | |
|---|---|
![]() অধিনায়ক চলচ্চিত্রের পোষ্টার | |
| পরিচালক | যতীন বরা |
| কাহিনিকার | মুনিন বরুয়া |
| শ্রেষ্ঠাংশে | যতীন বরা অরূপ বরা নিশিতা গোস্বামী রিম্পি দাস |
| সুরকার | জুবিন গার্গ |
| চিত্রগ্রাহক | সুমন দুয়রা |
| মুক্তি | ফেব্রুয়ারি ১৭, ২০০৬ |
| দেশ | ভারত |
| ভাষা | অসমীয়া |
অধিনায়ক ২০০৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারিখে মুক্তি লাভ করা একটি অসমীয়া চলচ্চিত্র[১]। অভিনেতা যতীন বরা এইটি ছবির জন্যই প্রথম চলচ্চিত্র পরিচালনায় হাত দেওয়ার সাথে নিজে মুখ্য চরিত্রে অভিনয় করেন।[২] কাহিনী মুনিন বরুয়ার ও কারিকরী উপদেষ্টা হিসাবে থাকে রাজেশ ভূঞা।[১]
কাহিনী
[সম্পাদনা]রাজা (যতীন বরা) নামের একজন মেকানিক ও বাকী চরিত্রসমূহের সাথে গড়ে ওঠা তার সম্পর্কের আধারে কাহিনীটি নির্মিত।[২]
অভিনয়-শিল্পী
[সম্পাদনা]- যতীন বরা
- অরূপ বরা
- নিশিতা গোস্বামী
- রিম্পি দাস
- নিকুমণি বরুয়া
- গুণ মহন্ত
- দিলীপ বরুয়া
- বাসবী ভূঞা
- অরুণ হাজারিকা
- ভবেশ দাস
- জোয়ান দত্ত
- সুরেন বরা
- জিষ্ণু কাকতী (শিশুশিল্পী)
- চেতনা দাস (অতিথি শিল্পী)
- প্রস্তুতি থেকেশর (অতিথি শিল্পী)
- জয়ন্ত দাস (অতিথি শিল্পী)
- উপকূল বরদনিয়ে (অতিথি শিল্পী)
- হিরণ্য দাস (অতিথি শিল্পী)
- দেবজিত মজুমদার (অতিথি শিল্পী)
- অয়তোষ ভূঞা (অতিথি শিল্পী)
সঙ্গীত
[সম্পাদনা]চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করে জুবিন গার্গ।
| গানের তালিকা | |||
|---|---|---|---|
| নং. | শিরোনাম | গায়ক/গায়িকা | দৈর্ঘ্য |
| ১. | "অচিনাকী দুটি মনে" | জুবিন গার্গ, নবনীতা শর্মা | ৪:৮৫ |
| ২. | "সপোনর পাহে পাহে" | জুবিন গার্গ, অনিন্দিতা পাল | ৪:১৮ |
| ৩. | "পছোয়া বলিছে" | জুবিন গার্গ | ৪:১২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Adhinayak releasing on February 17"। Vedanti.com। ৪ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৩।
- 1 2 "Beyond Headlines: A new direction"। The Telegraph। ১১ ফেব্রুয়ারি ২০০৬। ১৯ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৩।
