২০২২–২৩ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
 
  স্কটল্যান্ড আয়ারল্যান্ড
তারিখ ৫ সেপ্টেম্বর ২০২২ – ৮ সেপ্টেম্বর ২০২২
অধিনায়ক ক্যাথরিন ব্রাইস[টীকা ১] লরা ডেলানি
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান সাসকিয়া হোরলি (৯৬) ওর্লা প্রেন্ডারগাস্ট (৯২)
সর্বাধিক উইকেট ক্যাথেরিন ফ্রেজার (২) আরলিন কেলি (৩)

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২০২২ সালের আগস্ট মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য স্কটল্যান্ড সফর করে।[১][২] এ সিরিজের মধ্য দিয়েই এডিনবরার দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ প্রথমবারের মত নারীদের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করে।[৩] সিরিজে আয়ারল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়।[৪]

দলীয় সদস্য[সম্পাদনা]

 স্কটল্যান্ড[৫]  আয়ারল্যান্ড[৬]

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৫ সেপ্টেম্বর ২০২২
১৩:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৩৩/৬ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
১৩৭/২ (১৬.২ ওভার)
সাসকিয়া হোরলি ৫২ (৪২)
আরলিন কেলি ২/১২ (৪ ওভার)
আয়ারল্যান্ড ৮ উইকেটে জয়ী
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওর্লা প্রেন্ডারগাস্ট (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সাসকিয়া হোরলি (স্কটল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৬ সেপ্টেম্বর ২০২২
১৩:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১২৬/৮ (২০ ওভার)
 আয়ারল্যান্ড
৪৪/১ (৫ ওভার)
সাসকিয়া হোরলি ৪৪ (৩৩)
কারা মারে ২/২০ (৩ ওভার)
ওর্লা প্রেন্ডারগাস্ট ১৭* (৮)
র‍্যাচেল স্লেটার ১/১৪ (২ ওভার)
আয়ারল্যান্ড ১৬ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাসকিয়া হোরলি (স্কটল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

৩য় টি২০আই[সম্পাদনা]

৮ সেপ্টেম্বর ২০২২
১১:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
দ্য গ্রেঞ্জ ক্লাব মাঠ, এডিনবরা
আম্পায়ার: ডেভিড ম্যাকলিন (স্কটল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

টীকা[সম্পাদনা]

  1. সারা ব্রাইস প্রথম ও দ্বিতীয় টি২০আই ম্যাচে স্কটল্যান্ডের অধিনায়কত্ব করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ireland Women to play Scotland"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৫ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ 
  2. "Ireland to take on Scotland in September series in Edinburgh"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ 
  3. "Scotland to face Ireland in first-ever women's international at The Grange"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ 
  4. @CricketScotland (৮ সেপ্টেম্বর ২০২২)। "Unfortunately too much rain this morning and the 3rd game of the series has been abandoned 😓" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  5. "Scotland host Ireland in 3 match series"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ 
  6. "Scotland tour and squad announced for Ireland Women"ক্রিকেট আয়ারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]