২০২২ ইতালি নারী ক্রিকেট দলের অস্ট্রিয়া সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ ইতালি নারী ক্রিকেট দলের অস্ট্রিয়া সফর
 
  অস্ট্রিয়া ইতালি
তারিখ ১৭ আগস্ট ২০২২ – ২০ আগস্ট ২০২২
অধিনায়ক গান্ধালি বাপাত কুমুডু পেডরিক
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ইতালি ৫–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান আন্দ্রেয়া-মে ৎসেপেডা (১৫৯) শ্যারন ভিথানাগে (২৩৪)
সর্বাধিক উইকেট ভালেন্টিনা আভদিলায় (৬) চতুরিকা মহামালাগে (৫)

ইতালি নারী ক্রিকেট দল ২০২২ সালের আগস্ট মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য অস্ট্রিয়া সফর করে।[১] ম্যাচগুলো নিম্ন অস্ট্রিয়ার জিবার্ন এলাকার জিবার্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[২][৩] সিরিজে ইতালি ৫–০ ব্যবধানে জয়ী হয়।

দলীয় সদস্য[সম্পাদনা]

 অস্ট্রিয়া[৪]  ইতালি
  • গান্ধালি বাপাত (অধি.) (উই.)
  • আনিশা নূকল (উই.)
  • আন্দ্রেয়া-মে ৎসেপেডা
  • এলভিরা আভদিলায়
  • জো-অঁতোয়ানেত স্টিশলিৎস
  • প্রিয়দর্শিনী পোনরাজ
  • প্রিয়া সাবু
  • বুসরা উজা (উই.)
  • ভালেন্টিনা আভদিলায়
  • মহাদেবা পাথিরান্নেহেলাগে
  • শ্রিয়া কোমতি রেড্ডি
  • সাফিয়া মোহাম্মদ মহিউদ্দিন
  • সৌজন্য ব্যাঙ্গালোর চামুণ্ডাইয়া
  • হানা সিম্পসন-পার্কার
  • কুমুডু পেডরিক (অধি.)
  • অনূষা লন্দগে
  • কিরণদীপ কৌর
  • গায়ত্রী বাটাগোডা
  • চতুরিকা মহামালাগে
  • তেশানি আরালিয়া
  • দয়ানা সমরাসিংহে
  • দিলাইশা নানায়ক্কার
  • দিশানি সমরবিক্রম
  • নিমেষা অসুরমণগে
  • মেতনারা রত্নায়ক (উই.)
  • শ্যারন ভিথানাগে
  • সাদালি মালওয়াট্টা
  • সেউমিনি কাননকেগে
  • সোনিয়া তোফ্‌ফোলেত্তো

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১৭ আগস্ট ২০২২
১০:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
৯৪/৪ (২০ ওভার)
বনাম
 ইতালি
৯৫/২ (১১.২ ওভার)
গান্ধালি বাপাত ৩৩ (৫৭)
চতুরিকা মহামালাগে ১/১৩ (৪ ওভার)
শ্যারন ভিথানাগে ৫০* (৪১)
ভালেন্টিনা আভদিলায় ১/১৮ (৩.২ ওভার)
ইতালি ৮ উইকেটে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: প্রবীণ কুমার স্বামীদাস (অস্ট্রিয়া) ও রাজেন্দ্র কুমার (অস্ট্রিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: শ্যারন ভিথানাগে (ইতালি)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সাফিয়া মোহাম্মদ মহিউদ্দিন, হানা সিম্পসন-পার্কার (অস্ট্রিয়া), চতুরিকা মহামালাগে, নিমেষা অসুরমণগে, মেতনারা রত্নায়ক ও সোনিয়া তোফ্‌ফোলেত্তো (ইতালি)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১৮ আগস্ট ২০২২
১০:৩০
স্কোরকার্ড
ইতালি 
১৬৩/৪ (২০ ওভার)
বনাম
 অস্ট্রিয়া
৫৭ (১২.৪ ওভার)
শ্যারন ভিথানাগে ৫৪* (৩৯)
সৌজন্য ব্যাঙ্গালোর চামুণ্ডাইয়া ১/১৮ (৪ ওভার)
শ্রিয়া কোমতি রেড্ডি ১১ (১৮)
কুমুডু পেডরিক ৩/৬ (২ ওভার)
ইতালি ১০৬ রানে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: অরবিন্দন গণেশন (অস্ট্রিয়া) ও প্রবীণ কুমার স্বামীদাস (অস্ট্রিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুমুডু পেডরিক (ইতালি)
  • ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কিরণদীপ কৌর (ইতালি)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১৮ আগস্ট ২০২২
১৫:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১৪৩/৩ (২০ ওভার)
বনাম
 ইতালি
১৪৫/৭ (১৭.৫ ওভার)
আন্দ্রেয়া-মে ৎসেপেডা ৭২* (৫৫)
দিশানি সমরবিক্রম ১/১৫ (৩ ওভার)
চতুরিকা মহামালাগে ৪৫ (৪১)
শ্রিয়া কোমতি রেড্ডি ২/২০ (৩ ওভার)
ইতালি ৩ উইকেটে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: অরবিন্দন গণেশন (অস্ট্রিয়া) ও রাজেন্দ্র কুমার (অস্ট্রিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: চতুরিকা মহামালাগে (ইতালি)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অনূষা লন্দগে (ইতালি)-এর টি২০আই অভিষেক হয়।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

১৯ আগস্ট ২০২২
১৫:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১২৭/৩ (২০ ওভার)
বনাম
 ইতালি
১২৮/৬ (১৮.৪ ওভার)
শ্যারন ভিথানাগে ৪২ (৪৩)
ভালেন্টিনা আভদিলায় ২/১৫ (৩.৫ ওভার)
ইতালি ৪ উইকেটে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: প্রবীণ কুমার স্বামীদাস (অস্ট্রিয়া) ও রাজেন্দ্র কুমার (অস্ট্রিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: চতুরিকা মহামালাগে (ইতালি)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই[সম্পাদনা]

২০ আগস্ট ২০২২
১০:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১১৮/৬ (২০ ওভার)
বনাম
 ইতালি
১২১/৩ (১৮.৫ ওভার)
গান্ধালি বাপাত ৪১* (৫১)
শ্যারন ভিথানাগে ২/৮ (৪ ওভার)
শ্যারন ভিথানাগে ৬৪* (৬৩)
মহাদেবা পাথিরান্নেহেলাগে ২/১৩ (৪ ওভার)
ইতালি ৭ উইকেটে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: অরবিন্দন গণেশন (অস্ট্রিয়া) ও রাজেন্দ্র কুমার (অস্ট্রিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: শ্যারন ভিথানাগে (ইতালি)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Italy Women Tour of Austria - Squads, Fixtures and All you need to know"ক্রিকেট ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২২ 
  2. "Italy women travel to Austria for five-match bilateral T20I series - get schedule and India match times"স্পোর্টসআড্ডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২২ 
  3. "Austrian and Italian women play T20I series of 5 matches in Seebarn Cricket ground Austria"অস্ট্রীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "Austria Cricket to host Italy Women in August 2022 for bi-lateral WT20I series"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]