২০২২ সিংহ চ্যাম্পিয়নশিপ সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ সিংহ চ্যাম্পিয়নশিপ সিরিজ
 
  সিঙ্গাপুর পাপুয়া নিউ গিনি
তারিখ ২ জুলাই ২০২২ – ৫ জুলাই ২০২২
অধিনায়ক আমজাদ মাহবুব আসাদুল্লাহ ভালা
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান অর্জুন মুতরেজা (১১৩) টনি উরা (৯৯)
সর্বাধিক উইকেট বিনোদ ভাস্করন (৪) ডেমিয়েন রাভু (৪)

২০২২ সিংহ চ্যাম্পিয়নশিপ সিরিজ একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের জুলাই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।[১] সিরিজটিতে পাপুয়া নিউ গিনি পুরুষ ক্রিকেট দল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।[২] এ সিরিজের আগে সিঙ্গাপুর দল মালয়েশিয়ার সঙ্গে ২০২২ স্ট্যান নাগাইয়া ট্রফিতে অংশ নেয়, যেখানে তারা পরাজিত হয়।[৩] সিরিজটি উভয় দলের জন্য ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ বৈশ্বিক বাছাইপর্ব বি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[১] সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।

দলীয় সদস্য[সম্পাদনা]

 সিঙ্গাপুর[১]  পাপুয়া নিউগিনি[৪]

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২ জুলাই ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
১৬৮/৫ (১৮ ওভার)
 পাপুয়া নিউগিনি
১৫০/৯ (১৮ ওভার)
লেগা সিয়াকা ৪৫ (৩০)
অক্ষয় পুরি ৩/২৬ (৪ ওভার)
সিঙ্গাপুর ১৮ রানে জয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাঠ, কালং
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও হরদীপ জাদেজা (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: অর্জুন মুতরেজা (সিঙ্গাপুর)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৮ ওভারে খেলা হয়।
  • অর্জুন মুতরেজা (সিঙ্গাপুর) ও হিলা ভারে (পাপুয়া নিউ গিনি)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৩ জুলাই ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
২০৩/৭ (২০ ওভার)
 পাপুয়া নিউগিনি
২০৬/৭ (১৯.৪ ওভার)
টনি উরা ৯৩* (৪০)
আমজাদ মাহবুব ২/১২ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ৩ উইকেটে জয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাঠ, কালং
আম্পায়ার: সেন্থিল কুমার ত্যাগরাজন (সিঙ্গাপুর) ও হরদীপ জাদেজা (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: টনি উরা (পাপুয়া নিউ গিনি)
  • সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নিল কর্ণিক (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।
  • সুরেন্দ্রন চন্দ্রমোহন প্রথম সিঙ্গাপুরি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।

৩য় টি২০আই[সম্পাদনা]

৫ জুলাই ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাঠ, কালং
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও সতীশ বালসুব্রহ্মণ্যম (সিঙ্গাপুর)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Singapore and PNG Men's team to play T20I series prior to Global qualifier"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২২ 
  2. "Barras to play Singapore ahead of Zimbabwe qualifiers"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২ 
  3. "Stan Nagaiah Trophy back in Malaysia"নিউ স্ট্রেইটস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২ 
  4. "Vare makes final squad for Barras"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]