এলিয়ট পেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলিয়ট পেজ
২০২৩ সালে এলিয়ট
জন্ম (1987-02-21) ২১ ফেব্রুয়ারি ১৯৮৭ (বয়স ৩৭)
পেশা
  • অভিনেতা
  • প্রযোজক
কর্মজীবন১৯৯৭–বর্তমান
দাম্পত্য সঙ্গীএমা পোর্টনার (বি. ২০১৮; বিচ্ছেদ ২০২১)
পুরস্কারসম্পূর্ণ তালিকা
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

এলিয়ট পেজ[১] (জন্ম ২১ ফেব্রুয়ারি, ১৯৮৭)[২] একজন কানাডীয় অভিনেতা ও প্রযোজক। তিনি চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিক পিট পনি-এ (১৯৯৭-২০০০) অভিনয় করার জন্য প্রথমে পরিচিত হয়ে ওঠেন, যার ফলে তিনি ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডের জন্য এবং ট্রেলার পার্ক বয়েজ (২০০২) ও রিজেনিসিস (২০০৪) এর পুনরাবৃত্ত ভূমিকার জন্য মনোনীত হন। হার্ড ক্যান্ডি (২০০৫) ছবিতে তার ভূমিকার জন্য স্বীকৃতিও পান এবং অস্টিন ফিল্ম সমালোচক সমিতির পুরষ্কারও অর্জন করেন।

জেসন রিটটম্যানের ছবি জুনোতে (২০০৭) শিরোনাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে এলিয়ট পেজ একাডেমি পুরস্কার, বিএএফটিএ পুরস্কার, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন অর্জন করেন। দ্য ট্রেসি ফ্রেগমেন্টস (২০০৭), হুইপ ইট (২০০৯), সুপার (২০১০), ইনসেপশন (২০১০) এবং তল্লুলাহ (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রশংসা অর্জন করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Canadian actor Elliot Page shares he is transgender"CBC News। ডিসেম্বর ১, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০২০ 
  2. "Ellen Page: Film Actress (1987–)"Biography.com। মে ৪, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৬, ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]