বিষয়বস্তুতে চলুন

পাতাড়ী ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৫°৭′৫৬″ উত্তর ৮৮°২৮′২৬″ পূর্ব / ২৫.১৩২২২° উত্তর ৮৮.৪৭৩৮৯° পূর্ব / 25.13222; 88.47389
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাতাড়ী
ইউনিয়ন
পাতাড়ী ইউনিয়ন পরিষদ
পাতাড়ী রাজশাহী বিভাগ-এ অবস্থিত
পাতাড়ী
পাতাড়ী
পাতাড়ী বাংলাদেশ-এ অবস্থিত
পাতাড়ী
পাতাড়ী
বাংলাদেশে পাতাড়ী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৭′৫৬″ উত্তর ৮৮°২৮′২৬″ পূর্ব / ২৫.১৩২২২° উত্তর ৮৮.৪৭৩৮৯° পূর্ব / 25.13222; 88.47389 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলানওগাঁ জেলা
উপজেলাসাপাহার উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৮.৮৫ বর্গকিমি (৩.৪২ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩০,১১৭
 • জনঘনত্ব৩,৪০০/বর্গকিমি (৮,৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

পাতাড়ী ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[][]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে পাতাড়ী ইউনিয়ন অবস্থিত।এর পশ্চিমে ভারতের মালদা জেলার বামনগোলা থানা ও উত্তরে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এবং উত্তরে ও পূর্বে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন ও পূর্বে শিরন্টি ইউনিয়ন এবং দক্ষিণে গোয়ালা ইউনিয়ন

ইতিহাস

[সম্পাদনা]

এই ইউনিয়নের প্রায় সকল নাগরিকই চাঁপাইনবাবগঞ্জ জেলার চরাঞ্চল ও ভারতের মালদহ জেলা থেকে আগত মুসলিম। এরা স্থানীয় ভাবে দিয়াড়া নামে পরিচিত। এই ইউনিয়নে কলমুডাঙ্গা নামে একটি গ্রাম রয়েছে। যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রাম।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

সীমান্তবর্তী পাতাড়ী ইউনিয়ন ৯টি ওয়ার্ড, ১২টি মৌজা ও ১৮ টি গ্রামের সমন্বয়ে গঠিত।

ওয়ার্ড সমূহ
ওয়ার্ড নাম্বার গ্রামের নাম
০১ উত্তর পাতাড়ী
০২ দক্ষিণ পাতাড়ী
০৩ তিলনী, বইকন্ঠপুর
০৪ আদাতলা, জালসুখা, কাওয়াভাষা, হাঁড়িপাল, কাড়িয়াপাড়া
০৫ জয়দেবপুর, শুঁটকিডাঙ্গা, গোসাইডাঙ্গা, শিমুলডাঙ্গা
০৬ উত্তর কলমুডাঙ্গা
০৭ মধ্য কলমুডাঙ্গা
০৮ দক্ষিণ কলমুডাঙ্গা
০৯ পশ্চিম কলমুডাঙ্গা

আয়তন ও জনসংখ্যা

[সম্পাদনা]

পাতাড়ী ইউনিয়নের আয়তন ৮ বর্গ কি.মি.। আয়তনের দিক দিয়ে এটি সাপাহার উপজেলার ক্ষুদ্রতম ইউনিয়ন। বাংলাদেশ সরকারের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী উক্ত ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫৩২৮ জন। ফলে এই ইউনিয়ন সাপাহার উপজেলার সর্বাধিক জনঘনবসতিপূর্ণ ইউনিয়নে পরিণত হয়েছে।

শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]

শিক্ষার হার: এই ইউনিয়নের শিক্ষার হার মাত্র ৩০.৮% ।[ আদমশুমারী ২০১১]

শিক্ষা প্রতিষ্ঠান:

উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহ;

  • পাতাড়ী ফাজিল মাদ্রাসা।
  • কলমুডাঙ্গা জোহাকিয়া আলিম মাদ্রাসা।
  • কলমুডাঙ্গা উচ্চ বিদ্যালয়।
  • কলমুডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়।
  • কলমুডাঙ্গা মহিলা দাখিল মাদ্রাসা।
  • জয়দেবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
  • আদাতলা দাখিল মাদ্রাসা।
  • বইকন্ঠপুর দাখিল মাদ্রাসা।
  • তিলনী সরলী দাখিল মাদ্রাসা।
  • শিমুলডাঙ্গা ইসলমিয়া দাখিল মাদ্রাসা।
  • তিলনী পাতাড়ী নয়াবাজার নিম্নমাধ্যমিক বিদ্যালয়।


প্রাথমিক বিদ্যালয় সমূহ;

  • পাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • তিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • বইকন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • মির্জাপুর বোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • রামাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • উত্তর কলমুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কলমুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • কলমুডাঙ্গা বলদিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • দক্ষিণ কলমুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।


কওমি মাদ্রাসা সমূহ;

  • কলমুডাঙ্গা দারুল উলুম সালাফিয়া মাদ্রাসা।
  • আল জামিয়া আস-সালাফিয়া, কলমুডাঙ্গা।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

এই ইউনিয়নের পশ্চিম ধার দিয়ে ভারত সীমান্ত ঘেঁষে বয়ে চলেছে পুনর্ভবা নদী। বিভিন্ন সময়ে বিশেষ করে ঈদ মৌসুমে নদী দেখতে পর্যটকরা আসে। এছাড়া ও এই ইউনিয়নে রয়েছে মাহিল বিল ও কাকলাসি বিল।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান-মোঃ জাহাঙ্গীর আলম

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ হতে মেয়াদ পর্যন্ত
০১ মোঃ রুহুল মিয়া ০২/১২/১৯৯৭ ১৬/০৮/২০০৩
০২ মোঃ তরিকুল ইসলাম ১৬/০৮/২০০৩ ১৬/০৮/২০১১
০৩ মোঃ তরিকুল ইসলাম ১৬/০৮/২০১১ ১৬/০৮/২০১৬
০৪ মোঃ মুকুল মিয়া ১৬/০৮/২০১৬ ২০/০২/২০২২
০৫ মোঃ জাহাঙ্গীর আলম ২০/০২/২০২২

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পাতাড়ী ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০ 
  2. "সাপাহার উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০